কাঠমিস্ত্রি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুস ছালাম ওই ইউনিয়নের ভেলীকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্মতা ডা. এএসএম সায়েম।
আরও পড়ুন: বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে নতুন হাট বাজারের একটি দোকানঘরের টিন লাগাতে যান কাঠ মিস্ত্রি আব্দুস ছালাম। এসময় ঘরের চালে উঠতে গেলে হঠাৎ বিদ্যুতের তারের স্পর্শ লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সায়েম বলেন, ওই রোগী হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১ বছর আগে
কিশোরগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পৌরসভার চরপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।
নিহত তৌহিদ মিয়া (৩৬) একই এলাকার মৃত শাহেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদ মিয়া বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তৌহিদ আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: রংপুরে বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু
বজ্রপাতে স্বামীর মৃত্যুর শোকে মারা গেলেন স্ত্রী!
১ বছর আগে
কুড়িগ্রামে কাঠমিস্ত্রি হত্যার দায়ে সহকর্মীর মৃত্যুদণ্ড
কুড়িগ্রামে এক কাঠমিস্ত্রিকে হত্যা মামলায় তার সহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
৪ বছর আগে