তিতাস গ্যাস কর্তৃপক্ষ
শনিবার রাজধানীর কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় শনিবার দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রাজধানীর ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজত পাড়া ও শাহীনবাগসহ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সরবরাহ কোম্পানি লিমিটেড।
এ সময় আশেপাশে কিছু এলাকায়ও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে বলে গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে তিতাস কর্তৃপক্ষ।
৯ মাস আগে
নায়ারণগঞ্জ-মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে
জরুরি রক্ষণাবেক্ষণের কাজে সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য নায়ারণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবারহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ সিজিএসের (সেন্ট্রাল গ্যাস সাপ্লাই) জরুরি রক্ষণাবেক্ষ জন্য সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবারহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: ঢাকাসহ ৪ জেলায় ১৫ মে পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
এতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়নগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদলাইন, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, পঞ্চবটি থেকে মুক্তারপুর, মুন্সিগঞ্জ সদর, রেকাবি বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে বা গ্যাসের চাপ কম থাকবে।
মমন্ত্রণালয় এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
৩ বছর আগে
শুক্রবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যে সব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার রাজধানীর কয়েকটি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
৪ বছর আগে