অধ্যক্ষের পদত্যাগ
বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ
বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) মনোয়ারা বেগম পদত্যাগ করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকালে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোয়ারা বেগমের অপসারণসহ নানা দাবিতে বিক্ষোভ করেন।
আরও পড়ুন: বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের পদত্যাগ
বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের ডা. অসীম কুমার সমাদ্দারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এদিকে অধ্যক্ষ পদত্যাগ করায় শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।
তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মনোয়ারা বেগম তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই পদত্যাগপত্র নার্সিং অধিদপ্তরে পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ অধ্যক্ষ না আসা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ কনিকা মিস্ত্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মনোয়ারা বেগমের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার।
শহরের মুনিগঞ্জ এলাকায় নার্সিং ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ করেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা বাগেরহাট প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মনোয়ারার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ করে জানান, ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে মনোয়ারা বেগম যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, হোস্টেলে খাবারে অনিয়ম, প্র্যাক্টিক্যাল পরীক্ষায় নম্বর কম দেওয়া এবং বিল-ভাউচার বাণিজ্যসহ প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করছেন।
আরও পড়ুন: পদত্যাগ করবেন বিসিবি সভাপতি পাপন
পদত্যাগ করলেন চুয়েট ভিসি
৩ মাস আগে
ছাত্রাবাসে গণধর্ষণ: এমসি কলেজ অধ্যক্ষের পদত্যাগ চায় জেলা আ’লীগ
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের পদত্যাগ দাবি করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
৪ বছর আগে