মানসিক ভারসাম্যহীন
কুড়িগ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারের পাশে রৌমারী-ঢাকা মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ জুন) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারের সামনে মহাসড়ক থেকে ওই নারীর লাশ উদ্ধার করে রৌমারী থানার পুলিশ।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত
স্থানীয়রা জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় কেউ জানে না। তার বয়স আনুমানিক ৪০ বছর। প্রায় দুই মাস ধরে ধরে তিনি বড়াইকান্দি বাজার এলাকায় অবস্থান করছিল। এছাড়া ওই নারী স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম পরিচয় জানা যানা যায়নি।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল ইসলাম বলেন, নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক কসাই ও তার সহযোগীকে থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ময়নাতদন্তের জন্য নারীর লাশ কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
নড়াইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালো ভ্যানচালক
৫ মাস আগে
পাবনায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
পাবনায় রেললাইন দিয়ে চলাচল করার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢালারচরগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সদরের কোলাদী-হলুদবাড়িয়া গ্রাম অতিক্রম করা সময় রেললাইন দিয়ে হাঁটার সময় ওই যুবক ট্রেনে কাটা পড়েন। দুর্ঘটনার শিকার হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ রেলওয়ে পুলিশকে বিষয়টি অবগত করে। এরপর রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন এই যুবককে প্রায়ই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। বেশিরভাগ সময় তিনি রেললাইন ধরেই হাঁটাহাঁটি করতেন। তাকে রেললাইনের পাশে বা মসজিদের বারান্দায় ঘুমাতে দেখা গেছে।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে জিআরপি পুলিশের একটি দল পাঠিয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তবে সে মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) ছিল।’
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
৯ মাস আগে
সিলেটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
সিলেটে উত্তম নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর ফাজিল চিশত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত উত্তম জালালবাদ থানাধীন করেরপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন শিপন।
তিনি জানান, রবিবার বিকালে ফাজিল চিশত এলাকার ফুটপাতে লাশ পড়ে আছে দেখে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: কর্ণফুলী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরে হাসপাতালের দুই ভবনের মাঝ থেকে রোগীর লাশ উদ্ধার
১ বছর আগে
পাইকগাছায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলার কানাখালীর একটি খাল থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে লাশটি উদ্ধার করা হয়।
বিশ্বজিৎ ঢালী (৫২) উপজেলার খড়িয়া ভড়েঙ্গার চকের রামপদ ঢালীর ছেলে এবং উপজেলা যুবলীগ নেতা প্রসেন ঢালীর বড় ভাই।
আরও পড়ুন: শোরগঞ্জে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বজিৎ অবিবাহিত ও মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। তিনি ডা. ধীরাজ মোহন বসুর অধীনে চিকিৎসা নিচ্ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ওই খালে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। এরপর তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ শনাক্ত করে।
পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়েছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তার বিস্তারিত জানা যায়নি।
তিনি জানান, রাস্তার পাশের খালে তাকে প্রথমে নিজ শরীরে পানি ঢালতে দেখেছে স্থানীয়রা। পরে তাকে মৃত অবস্থায় দেখে তারা। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিলেটের সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
বাগেরহাটে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
বাগেরহাটের চিতলমারীতে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ছুরিকাঘাতে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১১ জুন) বেলা ৩টার দিকে উপজেলার পাটরপাড়া স্টিল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সম্রাট শেখ (২২) চিতলমারী উপজেলার আড়–য়াবর্ণি গ্রামের আকরাম শেখের ছেলে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫: ট্রাকচালক গ্রেপ্তার
নিহত রফিক খান (৪০) বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক।
আহতেরা হলেন- রায়হান শেখ (২৭), আমিনুর রহমান (৩৬), আবু সাঈদ (২৪) ও তানভীর (২৪)।
আহতদের বাড়ি চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রামে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান, মানসিক ভারসাম্যহীন যুবক হঠাৎ করে ধারালো ছুরি দিয়ে চিতলমারী উপজেলা সদরে স্টিল ব্রিজের পাশে উপস্থিত ব্যক্তিদের এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এসময় তার ছুরিকাঘাতে পাঁচজন গুরুতর জখম হয়।
আহতদের উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিক খানকে মৃত ঘোষণা করেন। অপর চারজনকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রায়হান শেখের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানান।
তিনি আরও জানান, খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তেলের ট্যাংকার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪
নারায়ণগঞ্জে তেলের ট্যাংকার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩
১ বছর আগে
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ের রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ২টায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস উপজেলার ধুমঘাট রেলক্রসিং আজমনগর এলাকায় অতিক্রমকালে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা (৪০) হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর ১ নম্বর ওয়ার্ডের নুরুল হকের মেয়ে।
আরও পড়ুন: ফেনীতে ট্রেনে কাটা পড়ে রিকশাচালকের মৃত্যু
নিহতের পরিচয় নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি মো. মানিক।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ ধারণা করছে যে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। দুপুরে তিনি রেললাইন ধরে হাঁটছিলেন। মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাড়িঁর উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে নারীটির মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নৈশপ্রহরীর মৃত্যু
হিলিতে ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
১ বছর আগে
দেশে ফিরলেন ভারতে আটকা পড়া ‘ভারসাম্যহীন’ ৫ বাংলাদেশি
বিভিন্ন সময় ভারতে আটক হওয়া মানসিক ভারসাম্যহীন পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন।
শুক্রবার (১ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
ফেরত আসা পাঁচ বাংলাদেশি হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মনিন্দ্র লাল দেবের ছেলে সন্তেুাষ দেব, নারায়ণগঞ্জের খালেক সর্দারের ছেলে বিজয় চুমু, মানিকগঞ্জের সিঙ্গাইরের মৃত কামাল বেপারীর মেয়ে ময়না বেগম, পটুয়াখারী রাঙ্গাবালী এলাকার আফাজ উদ্দিন মৃধার মেয়ে রোজিনা বেগম ও কুমিল্লা চান্দিনার খালেক মিয়ার মেয়ে কুলসুম বেগম।
আরও পড়ুন: ভারতে ২১ মাস জেল খেটে দেশে ফিরলেন বাংলাদেশি যুবক
সন্তোষ দেবের ছেলে অন্তু দেব বলেন, তার বাবা সন্তোষ দেব প্রায় সাত বছর আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন। প্রথমে তারা ভেবেছিলেন তিনি হয়তো তাদের কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। পরে আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হয়। এতে কোন সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন তার বাবা ভারতে আছে। এতদিন পর বাবাকে ফিরে পেয়ে খুব আনন্দিত বলে জানান তিনি।
কুমিল্লা চান্দিনার কুলসুম বেগমের ভাই আবুল বাশার বলেন, তার বোন কুলসুম বেগম ২০১৪ সালে হঠাৎ করে স্বামীর বাড়ি কুমিল্লার দুর্গাপুর থেকে নিখোঁজ হয়ে যান। অনেক পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন কুলসুম বেগম ভারতের আগরতলায় আছে। কিন্তু কীভাবে গেল তারা বুঝতে পারেননি।
পটুয়াখারী রাঙ্গাবালী এলাকার রোজিনা বেগমের ভাই সাহাব উদ্দিন বলেন, আজ থেকে প্রায় ১২ বছর আগে তার বোন নিখোঁজ হয়েছিলো।
ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সাংবাদিকদের বলেন, পাঁচ বাংলাদেশিই মানসিক ভারসাম্যহীন অবস্থায় ত্রিপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলার মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। তবে তারা কীভাবে ভারতে এসেছেন সে ব্যাপারে কিছুই বলতে পারেনি। তাদের অনেকেই এই হাসপাতালে চার থেকে পাঁচ বছর বা আরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর তাদেরকে দেশে ফেরত আনার উদ্যোগ নেয়া হয়।
আরও পড়ুন: দেশে ফিরলেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক
ওই হাসপাতালে আরও বেশ কয়েকজন বাংলাদেশি চিকিৎসাধীন আছেন। পর্যায়ক্রমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।
দুপুরে আখাউড়া স্থলবন্দরের নো-ম্যান্স ল্যান্ডে তাদেরকে ফেরত পাঠানোর সময় ভারতের ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারি কমিশনার কার্যালয়ের হাই কমিশনার আরিফ মোহাম্মদ, সচিব মো. রেজাউল হক, প্রথম সচিব ও দূতালয় প্রধান এস এম আসাদুজ্জামান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মসূচি প্রধান শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক সৈয়দ খায়রুল আলম, ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ সাব ইন্সপেক্টর আবু বক্করসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
২ বছর আগে
কুমিল্লায় ছেলের হাতে মা হত্যার অভিযোগ
কুমিল্লার বরুড়ায় মমিনা খাতুন (৫৫) নামে এক নারীকে তার ছেলে দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত মমিনা বরুড়া পৌরসভার শালুকিয়া এলাকায় সিরাজুল ইসলামের স্ত্রী। তবে প্রাথমিকভাবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
আরও পড়ুন: কুমিল্লায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইমাম হোসেন সাবুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ইফতারের আগে মা মমিনা খাতুন পেঁয়াজ কাটার জন্য তাকে দা দিতে বলেন। এ সময় সাবু দা এনে মায়ের উপর অতর্কিত হামলা চালায়। হাতে থাকা দা দিয়ে মা মমিনার ঘাড়ে ও শরীরের পেছনের অংশে কয়েকটি আঘাত করে।
এ সময় মমিনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে সাবুকে আটক করে। গুরুতর আহত মমিনাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন
ঢাকায় নেয়ার পথেই রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। রাতেই অভিযুক্ত সাবুকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
৩ বছর আগে
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করল পরিবার!
জেলার বোয়ালখালীতে রবিবার পরিবারের সদস্যরা মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
৪ বছর আগে
যশোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ঝিকরগাছা স্টেশনের কাছে শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন।
৫ বছর আগে