নারী আটক
বগুড়ায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, নারী আটক
বগুড়ায় নিখোঁজের একদিন পর সাড়ে ৪ বছর বয়সি মাহাদী হাসান নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাহমিনা খাতুন নামে এক নারীকে আটক করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার নিখোঁজ হয় মাহাদী হাসান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
মাহাদী ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। এছাড়া তাহমিনা শিবগঞ্জের জানগ্রামের আনিস মন্ডলের স্ত্রী এবং ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মঈন উদ্দীন বলেন, শুক্রবার সকালে ওই এলাকার স্থানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়া তাহমিনাকে এক বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয়।
তিনি বলেন, এসময় রতন এলাকাবাসীকে জানালে ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের সময় একটি চিঠি পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে।
আমাদের ধারণা, মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানান ওসি মঈন উদ্দীন।
আরও পড়ুন: টেকনাফ সমুদ্রসৈকতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
৩ সপ্তাহ আগে
স্ত্রী পরিচয়ে নারীকে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা, নারী আটক
মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্বিতীয় স্ত্রী পরিচয়ে নারীকে জোরপূর্বক গর্ভপাত করানোর চেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
ঢাকা থেকে স্ত্রী পরিচয়ে বাড়িতে আনার ৪ দিন পর মঙ্গলবার (১৫ অক্টোবর) শ্রীনগর পশ্চিম সিংপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনার সঙ্গে জড়িত গর্ভপাত করাতে আসা আম্বিয়া নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকারের দাবিতে বিক্ষোভ
স্থানীয়রা জানায়, বিবাহবহির্ভূত সম্পর্কের সূত্র ধরে দিপা ২ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় রিপনকে বিয়ের জন্য চাপ দিলে বাড়িতে নিয়ে আসে।
আজ দিপার ইচ্ছার বিরুদ্ধে রিপন গর্ভপাত করানোর জন্য ঢাকা থেকে ৪ জনকে আনে। তারা এসে জোরপূর্বক গর্ভপাত করানোর চেষ্টা করে।
এসময় দিপার চিৎকারে তাকে জলাতঙ্ক রোগের চারটি ভ্যাকসিন পুশ করা হয়। এরপর দিপাকে রিপনসহ বাড়ির লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পায়ের হাড় ভেঙ্গে দেওয়াসহ বর্বর নির্যাতন করে।
পরে স্থানীয়রা এসে দিপাকে উদ্ধার করে এবং গর্ভপাত করাতে আসা আম্বিয়া (৪২) নামে এক নারীকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে দিপাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং আম্বিয়াকে থানায় নিয়ে আসে। পুলিশ আসার আগেই রিপন পালিয়ে যায়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাশফি বলেন, নির্যাতনের কারণে দিপা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না।
এছাড়া দিপার হাত পায়ের হাড় ভাঙা এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানান স্বাস্থ্য চিকিৎসক কাশফি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী বলেন, খবর পাওয়ার সঙ্গে সেঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক নারী আম্বিয়া থানায় আছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গর্ভপাতের সাংবিধানিক অধিকারের অবসান
২ মাস আগে
বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, নারী আটক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ছুরি দিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল দিকে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় প্রতিপক্ষের মারধরে কৃষক নিহত, ২ নারী আটক
পরে হামলাকারী জান্নাতি আকতারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক জান্নাতি আকতারের বাড়ি সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর গ্রামে।
আহত চার শিক্ষার্থী হলেন- ষষ্ঠ শ্রেণির মোহনা, মিতু, সেতু ও রাবেয়া।
সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন সুভন বলেন, স্কুল চলাকালীন হঠাৎ জান্নাতি ক্লাসে ঢুকে পড়ে ছাত্রীদের বিভিন্ন স্থানে ছুড়িকাঘাত করতে থাকে। এতে আহত হয় চার শিক্ষার্থী।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম শফিক বলেন, হামলাকারী ওই নারী মানসিক রোগী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত শিক্ষার্থীরা সাদুল্লাপুর হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১টি স্বর্ণের বার জব্দ, নারী আটক
বেনাপোলে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ নারী আটক
৬ মাস আগে
চুয়াডাঙ্গায় ১১টি স্বর্ণের বার জব্দ, নারী আটক
চুয়াডাঙ্গা দর্শনা থানার ছয়ঘড়িয়া থেকে স্বর্ণ পাচারের অভিযোগে তাছলিমা খাতুন (২৫) নামে একজন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।
রবিবার (৩ মার্চ) দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
আটক তাছলিমা খাতুন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কামাড়পাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয়ঘড়িয়া গ্রামের মধ্য দিয়ে সীমান্তে যাওয়ার পথে তাছলিমা খাতুন নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি।
তিনি বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকে করে সীমান্তে যাচ্ছিলেন। পরে ওই ইজিবাইক তল্লাশি করে ১ কেজি ৩২০ গ্রাম (১১৩.১৬ ভরি) ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এসব স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৩০ লাখ টাকা। আটক নারীকে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক নারীকে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: পেট্রাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দ, ৩ বাংলাদেশিকে আটক
শাহ আমানত বিমানবন্দে ওমান ফেরত উড়োজাহাজ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার
৯ মাস আগে
চমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ফেনী থেকে উদ্ধার, ২ নারী আটক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া ৫ দিনের নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) ভোরে ফেনীর পশুরাম থানা এলাকায় অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে নবজাতকটি চুরি হয়।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, ‘রাতে অভিযান শুরু করে ভোরে শিশুটিকে ফেনী থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। নাসিমা ও পারুল নামে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের শিশুও এনআইসিইউতে ভর্তি ছিল। ’
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে জন্ম নেওয়া শিশুটি চমেকের এনআইসিইউ’র ৩১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। তার মায়ের নাম আসমা বেগম ও বাবার নাম আবু মো. নোমান। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সিকদার পাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুর ২টার পর ওয়ার্ডে গিয়ে শিশু চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। তাৎক্ষণিক হাসপাতালের চিকিৎসক ও নার্সকে জানানো হলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই অভিযুক্তদের শনাক্ত করা হয়।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে আরও এক নারী দালাল গ্রেপ্তার
১ বছর আগে
মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া কোটি টাকা আত্মসাতকারী নারী আটক
মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া কোটি টাকা আত্মসাতকারী নারী আটকলালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের আত্মীয়ের পরিচয় দিয়ে প্রায় কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা নারী নাসিমা আকতার স্বপ্নাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক নারী উপজেলার ভাদাই ইউনিয়নের টাওয়ার পাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে।
আরও পড়ুন: বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক
এছাড়া সরকারি বিভিন্ন ভাতা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের দুই শতাধিক হতদরিদ্র নারীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, নাসিমা আক্তার স্বপ্নার মা কোহিনূর বেগমের নামে সমাজসেবা থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ‘দুঃস্থ্ মহিলা কল্যাণ সমিতি’ নামে একটি এনজিও রয়েছে। ওই এনজিওর ব্যানারে গ্রামের নারীদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়ার প্রলোভন দেখান তিনি। এনজিও থেকে গরু, সমাজসেবা থেকে এককালীন অনুদান, শিশু ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি নানা সুযোগ-সুবিধার প্রলোভন দিয়ে নারীদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন।
এসময় তিনি নিজেকে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ঘনিষ্ঠ আত্মীয়ের পরিচয় দেন। তিনি বিভিন্ন দলে বিভক্ত করে প্রত্যেক নারীর কাছ থেকে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেন।
এভাবে এক পর্যায়ে গ্রামের দুই শতাধিক নারীর কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন স্বপ্না। পরে কোনো সুযোগ-সুবিধা দিতে না পারলে এলাকার নারীরা টাকা ফেরত চান। ভুক্তভোগীরা কোনো সুরাহা না পেয়ে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নানা প্রলোভনে গ্রামের নারীদের কাছ থেকে অর্থ গ্রহণের ব্যাপারে থানায় অভিযোগের ভিত্তিতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের কথিত আত্মীয় নাসিমা আক্তার সপ্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বেনাপোলে ৬৯৭ গ্রাম স্বর্ণ জব্দ, ভারতীয় নাগরিক আটক
নেতাদের পরিবারের সদস্যদের আটকের অভিযোগ বিএনপির
১ বছর আগে
চট্টগ্রামে মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, নারী আটক
চট্টগ্রামের হাটহাজারীতে আহমেদ হোসেন নামে এক মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার বসতঘরে ভাঙচুর চালায় এবং লোকজন নিয়ে তার জমিতে জোর করে দেয়াল তুলে দেয়।
এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার রাতে নাহিদা সুলতানা নামে এক নারীকে আটক করলেও মূল অভিযুক্তরা পালিয়ে গেছে।
মুক্তিযোদ্ধা নির্যাতনের ঘটনা ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
আরও পড়ুন: ধুনটে স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের ৮ নেতাকর্মীর নামে মামলা
স্থানীয় সুত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের বাড়িতে হামলা চালায় অভিযুক্ত লোকমান ও তার স্ত্রী নাহিদা সুলতানার নেতৃত্বে সন্ত্রাসীরা। এ সময় মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে লোকজন নিয়ে জোর করে মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের জমিতে দেয়াল তুলে দেয়। এই ঘটনার পর হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ নিজের ফেসবুক ওয়ালে নির্যাতিত মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের ছবি পোস্ট করে নির্যাতনকারীদের শাস্তি দাবি করেন। এরপর মুক্তিযোদ্ধা সন্তানসহ সচেতন মহল এর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে থাকে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, মুক্তিযোদ্ধা নির্যাতনের খবরটি জানতে পেরে রাতেই মুক্তিযোদ্ধা কমান্ডার, স্থানীয় মুক্তিযোদ্ধারা, চেয়ারম্যান ও থানা পুলিশসহ আমি ঘটনাস্থলে ছুটে যাই। আমি নিজে উপস্থিত থেকে নির্মিত দেয়ালটি ভেঙে দিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আমরা অভিযুক্ত লোকমানের স্ত্রী নাহিদা সুলতানাকে আটক করেছি। লোকমানসহ তার অন্যান্য সহযোগিদের আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ: ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলার আবেদন
ইসলামী বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে ফিরেছে ছাত্রলীগের নির্যাতনের শিকার
১ বছর আগে
বেনাপোল চেকপোস্টে ইউএস ডলার উদ্ধার, নারী আটক
বেনাপোল চেকপোস্ট থেকে ৩০ হাজার আমেরিকান (ইউএস) ডলার উদ্ধার করা হয়েছে। এই সময় ৩৮ বছরের এক নারীকে আটক করে যশোর ৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দরের প্যাচেনজার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা।
আটক জেরিন সুলতানা আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।
আরও পড়ুন: পরিচয়পত্র জটিলতায় বেনাপোল বন্দরে ২য় দিনের মতো আমদানি বন্ধ
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে পাসপোর্ট যোগে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের সদস্যরা একটি বিজিবি টহল দল প্যাচেনজার টার্মিনালের সামনে অভিযান চালায়। পরে বিকাল ৫টার দিকে ওই নারী প্যাচেনজার টার্মিনালের সামনে আসলে তাকে ক্যাম্পে নিয়ে তার দেহ তল্লাশি করে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়।
আরও পড়ুন: এক মাস পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
২ বছর আগে
খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনায় নারী আটক
খুলনায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সী এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার র্যাব জানিয়েছে, আটক সুরাইয়া ইসলাম মীম (২৪) নড়াইল জেলার কালিপুর উপজেলার আবুল কালাম আজাদের মেয়ে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) হরসিত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল শুক্রবার নড়াইলের মাসুমদিয়া এলাকায় অভিযান চালিয়ে নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র প্রমিজ নাগের আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে মীমকে আটক করা হয়।
আরও পড়ুন: ছাত্রকে মারধরের অভিযোগে ফেনীতে মাদরাসার অধ্যক্ষ আটক
প্রমিজের আত্মহত্যার খবর শুনে আত্মগোপন করে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন মীম।
বুধবার খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় প্রমিজ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান মৃধা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনেকক্ষণ ধরে প্রমিজের কোনো সাড়া না পেয়ে বাড়ির অন্য বাসিন্দারা তার ঘরের জানালা দিয়ে তাকালে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন: নাটোরে 'কিশোর গ্যাং'য়ের ৫ সদস্য আটক
পরে প্রমিজকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ বছর আগে
সিলেটে শিশু হত্যার ঘটনায় নারী আটক
সিলেটে হাওলাদার পাড়ায় পারিবারিক কলহের জের ধরে তিন বছরের এক শিশুকে হত্যার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক পার্বতী দাস হাওলাদার পাড়া এলাকার বাসিন্দা।
সোমবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে রাহুল দাস নামে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।
আরও পড়ুন: স্বামীকে ছেড়ে দেবরকে বিয়ে: নারীকে গলাকেটে হত্যা, সাবেক স্বামী আটক
জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, রুবেল দাসের ছেলে রাহুল পার্বতীর প্রতিবেশী ছিল। দুই দিন আগে, তিনি রাহুলকে তার বাড়িতে ডেকে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি তার বাড়িতে লুকিয়ে রাখে এবং রবিবার মধ্যরাতে ঝড়ের সময় বাঁশের ঝোপে ফেলে দেয়।’
ওসি জানান, সোমবারই ওই নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে।
আরও পড়ুন: সাভারে বাসচালককে গলাকেটে হত্যা, ভ্যানচালক আটক
নিখোঁজ হওয়ার একদিন পর ১৬ এপ্রিল রাহুলের বাবা জালালাবাদ থানায় সাধারণ ডায়রি করেন।
এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওসি।
২ বছর আগে