চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া ৫ দিনের নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) ভোরে ফেনীর পশুরাম থানা এলাকায় অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে নবজাতকটি চুরি হয়।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, ‘রাতে অভিযান শুরু করে ভোরে শিশুটিকে ফেনী থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। নাসিমা ও পারুল নামে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের শিশুও এনআইসিইউতে ভর্তি ছিল। ’
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে জন্ম নেওয়া শিশুটি চমেকের এনআইসিইউ’র ৩১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। তার মায়ের নাম আসমা বেগম ও বাবার নাম আবু মো. নোমান। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সিকদার পাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার দুপুর ২টার পর ওয়ার্ডে গিয়ে শিশু চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। তাৎক্ষণিক হাসপাতালের চিকিৎসক ও নার্সকে জানানো হলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই অভিযুক্তদের শনাক্ত করা হয়।