পুলিশ হেফাজত
‘যত্নের অভাবে বা নির্যাতনে’ পুলিশ হেফাজতে বিএনপির ১৫ নেতা-কর্মীর মৃত্যু হয়েছে: রিজভী
গত ২৮ অক্টোবরের আগে ও পরে কারাগারে মারা যাওয়া ১৫ নেতা-কর্মীর তালিকা পেশ করেছে বিএনপি।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তালিকা তুলে ধরেন।
রিজভী দাবি করেন, বিএনপির ১৫জন নেতা-কর্মী কারাগারে পর্যাপ্ত চিকিৎসা বা ওষুধ না পেয়ে এবং পুলিশ রিমান্ডে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন।
তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে বলে মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ একই ধরনের ব্যাখ্যা দিয়েছে। ‘বাস্তবতা হলো, তারা কারাগারে মারা গেছেন, হাসপাতালে নয়।’
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধারের দাবি পুলিশের
কারাগারে বন্দি অবস্থায় মৃতরা হলেন- খুলনা জেলা যুবদল নেতা কামাল হোসেন মিজান, সাতক্ষীরা বিএনপি নেতা উকিল আবদুস সাত্তার, মহসিন-উল-মুলক, রংপুর বিএনপি নেতা মনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইদ্রিস আল বাশার, ইমতিয়াজ আহমেদ, গাজীপুরের বিএনপি নেতা আসাদুজ্জামান খান হীরা, মোহাম্মদ শফিউদ্দিন মাস্টার, পাবনা বিএনপি নেতা আবুল কালাম আজাদ।
এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা গোলামুর রহমান গোলাপ, নাটোর যুবদল নেতা আবুল কালাম আজাদ, রাজশাহী যুবদল নেতা মনিরুল ইসলাম, নওগাঁ বিএনপি নেতা মতিবুল মণ্ডল ও ঢাকা মহানগর শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজল।
‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু হওয়া নিয়ে যারা প্রশ্ন তুলতে চায়, তাদের বক্তব্যের পক্ষে সুস্পষ্টভাবে প্রমাণ দেখাতে হবে’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, ‘যারা অপরাধ করে তারা নিজেদের নির্দোষ মনে করে। আপনি (প্রধানমন্ত্রী) নিজেই নির্বাচনে জালিয়াতির সবচেয়ে বড় প্রমাণ। কারণ আপনার নিযুক্ত নির্বাচন কমিশনের সচিব নিজেই বলেছেন, যারা জয়ী হবেন তাদের তালিকা ডিসিদের দেওয়া হয়েছে।’
তিনি বলেন, এমনকি ক্ষমতাসীন দলের পরাজিত প্রার্থীরাও সংবাদ সম্মেলন করে ভোট জালিয়াতির তথ্য জাতির সামনে তুলে ধরেছেন।
বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের বর্জনের পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও বিভিন্ন নির্বাচনি অনিয়ম ও ভোটকেন্দ্র ফাঁকা চিত্র তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কীভাবে বিএনপি নেতা-কর্মীদের উপর চরম দমন-পীড়ন শুরু করে এবং শত শত বিরোধী নেতা-কর্মীকে কারাগারে পাঠায় তা দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ও জানে।
বিএনপি নেতা বলেন, এমনকি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও স্বীকার করেছেন যে ভারত আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছে।
শেখ হাসিনাকে উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি মিথ্যা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন না।’
আরও পড়ুন: সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় বিপদাপন্ন হয়ে পড়েছে সীমান্ত : বিএনপি
মঙ্গলবার থেকে বিএনপির ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
৮ মাস আগে
গাজীপুরে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু: আইনানুগ ব্যবস্থা ও তদন্তের দাবি এমএসএফের
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গাজীপুরে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর নিন্দা জানিয়েছে এবং এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
গাজীপুর শহরের পেয়ারা বাগানের বাসিন্দা রবিউল ইসলাম (৪০) পুলিশ হেফাজতে মারা যান বলে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন। বুধবার বিষয়টি সবাই জানতে পারেন।
এমএসএফের বিবৃতি অনুযায়ী, এ ঘটনায় পুলিশের বক্তব্য গ্রহণযোগ্য নয়। সংগঠনটি মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ময়নাতদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ বের করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।
আরও পড়ুন: নরসিংদীতে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: এমএসএফের সুষ্ঠু তদন্ত দাবি
১৪ জানুয়ারি জুয়া খেলার অভিযোগে রবিউলসহ তিনজনকে আটক করে পুলিশ। তবে তাদের তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ জানুয়ারি পুলিশের একটি দল রবিউলের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে সই নেয়। এরপর রবিউলের স্ত্রী জানতে পারেন তার স্বামী মারা গেছেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, দুই উপপরিদর্শক রবিউলকে থানায় নিয়ে গেলে ১৭ জানুয়ারি তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। তবে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় রবিউল ছিটকে পড়েন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল আটকে রাখে।
মৃত্যুর ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের দুই পুলিশ সদস্যকে বুধবার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
তারা হলেন- মাহবুব ও নুরুল ইসলাম। দুজনই বাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।
বিষয়টি ইউএনবিকে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান
তিনি আরও বলেন, ঘটনা তদন্তে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: নারীর প্রতি সহিংসতা বাড়ছে: এমএসএফের প্রতিবেদন
১ বছর আগে
পুলিশ হেফাজত থেকে জঙ্গি পালানোর দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী: র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, পুলিশের হেফাজত থেকে সাজাপ্রাপ্ত দুই জঙ্গি পালানোর দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে র্যাবের ওপর হামলার ঘটনায় ৫ জনের কারাদণ্ড
র্যাবের এই পরিচালক বলেন, আগে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে ব্যবস্থা নেয়া বা পালিয়ে যাওয়া ঠেকানো সম্ভব হতো। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না।
দুই জঙ্গি ইতোমধ্যে দেশ ছেড়েছে কি না জানতে চাইলে মঈন বলেন যে এ বিষয়ে এখনই তিনি কিছু বলতে পারবেন না।
তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে তাদের গতিবিধির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছি।’
২০ নভেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত চত্বর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়া হয়। উভয়ই প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
অন্য দুই আসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় তারা। এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: ফারদিন হত্যার তদন্তে অগ্রগতি করেছে আইনশৃঙ্খলা বাহিনী: র্যাব
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র্যাব
১ বছর আগে
খিলক্ষেতে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
ঢাকার উত্তরায় রাজউক ভবনে দুই দলের সংঘর্ষের ঘটনায় আটকের পর পুলিশ হেফাজতে ৫০ বছর বয়সী একজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন যে খিলক্ষেতের ব্যবসায়ী হিরন মিয়া বিকাল ৫টা ১০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়লে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন, বিকাল সাড়ে ৪টায় রাজউক উত্তরা ভবনে সংঘর্ষের ঘটনায় হিরনকে আটক করা হয়।
৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিরনকে আটক করে।
আরও পড়ুন: ঝিনাইদহে 'ভুল চিকিৎসায়' শিশু মৃত্যুর অভিযোগ
চল্লিশ মিনিট পর আমিনুল ইসলাম নামে একজন হিরনের বিরুদ্ধে মামলা করার সময় ৫০ বছর বয়সী উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে হিরনের পরিবার জানিয়েছে, তিনি রাজউক অফিসে গিয়েছিলেন একটি পরিকল্পনার অনুমোদন নিতে।
হিরনের স্ত্রী জানান, এ সময় কয়েকজন তাকে মারধর করে আটকে রাখে। এরপর তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: মনপুরায় হাসপাতালে চিকিৎসা না পেয়ে শিশু মৃত্যুর অভিযোগ
চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
১ বছর আগে
অস্থিরতার মধ্যে ইরাকে জঙ্গি গোষ্ঠীর ওপর ইরানের হামলা
ইরানের শক্তিশালী রক্ষীবাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শনিবার প্রতিবেশী ইরাকের উত্তরে অবস্থিত একটি কুর্দি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইআরএনএ) জানিয়েছে, ঘটনাটি পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার এক সপ্তাহ পর ঘটল।
ইরানের নৈতিকতা পুলিশ হেফাজতে মাহসা আমিনির (২২) মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানের প্রদেশগুলোতে ও রাজধানী তেহরান জুড়ে অস্থিরতা শুরু হয়। আমিনির পরিবার ইরানের কুর্দি অঞ্চল থেকে এসেছে।
আইআরএনএ জানিয়েছে, আইআরজিসির স্থল বাহিনী ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের মধ্য থেকে আর্টিলারির মাধ্যমে গোলা ছুড়েছে। হামলার বিষয়ে ইরাকের সীমান্ত জুড়ে অবস্থিত একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করেছে। তবে প্রতিবেদনে বিস্তারিত বলা হয়নি।
আইআরএনএ আরও বলেছে যে ইরানের তথাকথিত ‘কোমলেহ’ নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কিছু সদস্যকে গোয়েন্দা বাহিনী গ্রেপ্তার করেছে। তবে বিশদ বিবরণ দেয়া হয়নি।
আরও পড়ুন: হিজাব ইস্যু: ইরানিদের ইন্টারনেট ব্যবহার বাড়াতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ
আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ বলে মনে করা আইআরজিসি এর বিবৃতি উদ্ধৃত করে বলেছে যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অভিযান অব্যাহত থাকবে।
তাসনিম উল্লেখ করেছে, আক্রমণটি ইরাকের উত্তরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এবং স্থানীয় সময় বিকাল ৪টার দিকে করা হয় এবং এতে মারাত্মক ক্ষতি সংঘটিত হয়।
আরও পড়ুন: ইরানে পুলিশি হেফাজতে নারীর মৃত্যু: বিক্ষোভে নিহত বেড়ে ৯
বিক্ষোভে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে: ইরানের রাষ্ট্রীয় টিভি
২ বছর আগে
লালমনিরহাটে পুলিশ হেফাজতে পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ
লালমনিরহাটে বৃহস্পতিবার রাতে পুলিশ হেফাজতে এক পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত রবিউল ইসলাম খান (২৫) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিচওড়া গ্রামের দুলাল খানের ছেলে।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো.রবিউল ইসলাম বলেন, জুয়া খেলার খবর পেয়ে পুলিশ সদর উপজেলার মহেন্দ্রনগর বাংলা বাজার এলাকা থেকে দুইজনকে আটক করে। থানায় আসার পথে রবিউল অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুতে আটক, পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু
তবে রবিউলের পরিবার ও স্থানীয়দের দাবি, রবিউল জুয়া খেলেননি, তাই পুলিশ ভ্যানে উঠতে রাজি হচ্ছিল না। এ জন্য পুলিশ তাকে মারধর করে ভ্যানে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। রবিউল কীভাবে মারা গেছেন চিকিৎসকরা বলতে পারবেন। তাই তাদের কাছে খোঁজ-খবর নিন। আমি এ বিষয় বলতে চাচ্ছি না।’
এদিকে রবিউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতেই মহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে অভিযুক্ত সদর থানার উপ-পরিদর্শক(এসআই) হালিমের শাস্তি দাবি করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ভ্যানে হামলা ও ভাঙচুর করেন অবরোধকারীরা।
আরও পড়ুন: ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু: সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
২ বছর আগে
লেখক মুশতাককে নিয়ে পোস্ট: খুলনায় গ্রেপ্তার ১
পুলিশ হেফাজতে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় খুলনায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ বছর আগে
লেখক মুশতাকের মৃত্যুতে প্রতিবাদ অব্যাহত
পুলিশ হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন এবং বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বামপন্থী ছাত্রসংগঠনগুলো শনিবার প্রতিবাদ করেছে।
৩ বছর আগে
নারায়ণগঞ্জে রিমান্ডে ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তির সত্যতা মিলেছে
নারায়ণগঞ্জে মৃত স্কুলছাত্রীর জীবিত ফিরে আসার ঘটনায় করা বিচারিক তদন্তে পুলিশ হেফাজতে (রিমান্ডে) থাকাকালে তদন্ত কর্মকর্তা আসামিদের মারধর, ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
৩ বছর আগে
সিলেটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ
সিলেট নগরীর কাস্টঘর থেকে আহত অবস্থায় উদ্ধার এক যুবকের ওসমানী হাসপাতালে মৃত্যু হয়েছে।
৪ বছর আগে