গাছে বেঁধে নির্যাতন
কুষ্টিয়ায় রাতভর মাদরাসা শিক্ষক ও গৃহিণীকে গাছে বেঁধে নির্যাতন
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে কুষ্টিয়ায় এক মাদরাসা শিক্ষক (৫০) ও গৃহিণীকে (৩৩) রাতভর গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ঘাসখাল গ্রামে ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে পুলিশ শনিবার (৩১ আগস্ট) সকালে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে
মাদরাসা শিক্ষকের বাড়ি রাজশাহী জেলায়। আর গৃহিণীর বাড়ি ঘাসখাল গ্রামে।
এলাকাবাসী জানান, গৃহিনীর স্বামী ঢাকায় হকারের কাজ করেন। এদিকে তার সন্তানকে প্রাইভেট পড়াতে এলে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। ওই শিক্ষক শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গৃহিণীর ঘরে ঢোকেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের ধরে ফেলেন। সে সময় উৎসুক জনতা তাদের গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাতভর মারধর করেন।
সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়েছে মাদরাসা শিক্ষক ও গৃহিণীকে। তাদের হাত ও পিঠ বাঁধা। বাড়িতে উৎসুক জনতার ভিড়।
সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, লোকমুখে ও ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তাদের রাতভর গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার করা হোক।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, এক মাদরাসা শিক্ষক ও এক নারীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল উৎসুক জনতা। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: পুলিশি নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন জবি সমন্বয়ক
সালিশে নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, ২ ইউপি সদস্য গ্রেপ্তার
৩ মাস আগে
নাটোরে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় জামাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে মঙ্গলবার রাতে এক বৃদ্ধা নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছে প্রতিবেশীরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ভুক্তভোগী কুলসুম বেওয়াকে (৮০) তার ঘর থেকে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং প্রতিবেশী রতন আলী ও উজ্জল হোসেন নির্যাতন করে।
তবে ওই নারীর দাবি, তিনি অসুস্থ থাকায় তার জামাই তাকে ওষুধ দেয়ার জন্য ঘরে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই নারীকে উদ্ধার করে।
ওসি বলেন, মারধরের ঘটনায় কাউকে আটক করা যায়নি। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।
পড়ুন: কুষ্টিয়ায় চাচাকে পিটিয়ে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
২ বছর আগে
বাবার বকেয়া টাকার জন্য ছেলেকে গাছে বেঁধে নির্যাতন
কুমিল্লার বুড়িচংয়ে বাবার কাছ থেকে সাড়ে ৪শ টাকা আদায়ের জন্য ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিত শাহেদ হোসেন শান্ত উপজেলার ভৈরবপুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে।
বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, সম্প্রতি এ বিষয়ে ইউসুফ মিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়ুন: আ’লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: ছেলেসহ ইউপি চেয়ারম্যান আটক
অভিযোগে জানা গেছে, কিছুদিন আগে দুলু মিয়ার ছেলে নাহিদুলের দোকান থেকে একটি খাট বানিয়েছিলেন ইউসুফ। প্রায় সব টাকা দেয়া হয়ে গেছে খাটের। আর ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েকদিন আগে নাহিদুল ইউসুফের বাড়িতে গিয়ে টাকার জন্য গালাগাল করে। ইউসুফ টাকা পরিশোধের এক সপ্তাহের সময় চেয়ে নাহিদুলের কাছে অনুরোধও করেন।
অভিযোগে ইউসুফ বলেন, ঈদের দিন আমার ছেলে শান্ত বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হলে তাকে তার বন্ধুদের সামনে থেকে নাহিদুলের ভাই নাজমুল, আনোয়ার ও জসিম টেনে হিঁচড়ে নিয়ে যায়। তারা কিশোর শান্তর ওপর নির্যাতন চালায়।
আরও পড়ুন: ছাগল চুরির অভিযোগে ২ শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩
তিনি বলেন, খবর পেয়ে গ্রাম পুলিশ আমার ছেলেকে উদ্ধার করে।
এসআই শরীফ জানান, তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে
নাটোরে চুরির অপবাদে ২ ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন!
নাটোরের সিংড়ায় ছাগল চুরির অভিযোগ এনে দুই স্কুলছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
৩ বছর আগে
পাটগ্রামে গাছে বেঁধে নির্যাতন মামলায় গ্রেপ্তার ৪
লালমনিরহাটের পাটগ্রামে গাছের সাথে বেঁধে নির্যাতন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পৌর এলাকার এনায়েতপুর আদর্শগ্রামে ঋণের টাকার সুদ দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে