সাবের হোসেন চৌধুরী
৫ দিনের রিমান্ডে সাবের হোসেন চৌধুরী
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করে আরও তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
পরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক তার এ রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: আ. লীগ নেতা ডাবলু ও যুবলীগ নেতা রুবেল ৫ ও ৩ দিনের রিমান্ডে
রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০২২ সালের ডিসেম্বরে বিএনপি তাদের এক দফা দাবির সমর্থনে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে।
সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির অফিসে পুলিশ অভিযান চালায়।
পুলিশের বল প্রয়োগের ওই অভিযানে পুলিশ সদস্যরা বিএনপি সদস্যদের ওপর লাঠিচার্জ ও গুলি চালালে মকবুলসহ বেশ কয়েকজন আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় মকবুলকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে তার মৃত্যু হয়।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্বাস আলী বাদী হয়ে ২৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও পুলিশের একাধিক কর্মকর্তা রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক সচিব জাহাংগীর আলম
২ মাস আগে
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: তদন্তে দোষী না হলে গ্রেপ্তার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করেননি ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
২ মাস আগে
মুগদা মেডিকেলকে স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে।’
তিনি বলেছেন, ‘এই হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ তৈরি করা হবে। যাতে কোনো রোগীকে অন্য হাসপাতালে রেফার করার প্রয়োজন না হয়।’
শনিবার (৩ আগস্ট) মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: যথাসময়ে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বিতরণ নিশ্চিতের উপায় বের করার আহ্বান পরিবেশমন্ত্রীর
পরিবেশমন্ত্রী বলেন, ‘রোগী বাড়ায় এ হাসপাতালকে পর্যায়ক্রমে এক হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘এই হাসপাতাল উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান করা হবে। এখানের সকল অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসময় উপস্থিত চিকিৎসকরা থোরাসিক সার্জারি, নিউরো সার্জারি বিভাগ স্থাপন ও একজন অনকোলজিস্ট পদায়নের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে মন্ত্রী এই হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সভায় বক্তব্য দেন- মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
মন্ত্রী এক মাসের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে পরিকল্পনা জমা দেওয়ার অনুরোধ জানান।
তিনি কর্তৃপক্ষকে হাসপাতাল প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে সবুজায়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ খাতে বাংলাদেশ-নরওয়ে সম্পর্ক জোরদার করবে: পরিবেশমন্ত্রী
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৃক্ষ নিধন পরিহারের আহ্বান পরিবেশমন্ত্রীর
৪ মাস আগে
বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হলে অনতিবিলম্বে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়, তাই প্রতিদিনই পরিবেশ দিবস বিবেচনা করে বছরব্যাপী চালাতে হবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে স্মার্ট নাগরিক গড়তে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
বুধবার (৩ জুলাই) পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেমন্ত্রী বলেন, আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশের পরিবেশ সুরক্ষায় আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। একটি সবুজ, সুন্দর ও সুস্থ পৃথিবী আমাদের সকলের প্রাপ্য।
পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, আসুন আমরা সবাই মিলে পরিবেশের সুরক্ষায় এগিয়ে আসি এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করি।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার বিজয়ী এবং পরিবেশ মেলার শ্রেষ্ঠ স্টলের প্রতিনিধিদের পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
আরও পড়ুন: পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ, জলবায়ু সহযোগিতা জোরদারের আশা
পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
৫ মাস আগে
পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক অংশীদারিত্বের তাৎপর্য তুলে ধরে কানাডার নেতৃত্ব ও সহায়তার প্রশংসা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ ঘনিষ্ঠ সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করেছেন। এসময় অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ প্রকল্পের সম্ভাবনার উপরও জোর দেন পরিবেশমন্ত্রী।
সোমবার (১ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস পরিবেশমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন নিয়ে আলোচনা করেন তারা। উভয় পক্ষই পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই ভবিষ্যতের জন্য সহযোগিতামূলক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু কূটনীতিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ: পরিবেশমন্ত্রী
মন্ত্রী ন্যাপ ও এমসিপিপির উচ্চাভিলাষী জলবায়ু এজেন্ডা বাস্তবায়নে সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জলবায়ু পরিবর্তনের জন্য গ্রাউন্ড জিরো হিসেবে বাংলাদেশের মর্যাদা এবং বৈশ্বিক সংহতি ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন। সম্প্রদায়ের বোঝা কমাতে আচরণগত পরিবর্তন, স্থানচ্যুতি এবং বিকল্প জীবিকার ওপর গুরুত্বারোপ করে প্রকল্পগুলো বাস্তবায়নেরও আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
মন্ত্রী ব্লকচেইন, আইওটি, এআই এবং বিকল্প জলবায়ু প্রযুক্তির মতো ফ্রন্টিয়ার প্রযুক্তির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। এই উদ্যোগগুলো বাস্তবায়নে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা এবং এমসিপিপিতে বেসরকারি খাতের ব্যস্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে কপসে কানাডা-বাংলাদেশ জলবায়ু অংশীদারিত্ব এবং প্রতিনিধিত্বের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
হাইকমিশনার নিকোলস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সহায়তার দ্বৈততা এড়াতে খাতভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। কানাডার লক্ষ্যগুলো হলো- প্রযুক্তি, গবেষণা, জ্ঞান বিনিময় এবং বাণিজ্য সরবরাহ করা এবং তরুণ কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করা। তিনি পার্বত্য চট্টগ্রামে নেওয়া উদ্যোগসহ প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু-স্মার্ট কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভিযোজন প্রকল্পের মতো অগ্রাধিকারের কথাও উল্লেখ করেন।
হাইকমিশনার নিকোলস চিকিৎসা ও ই-বর্জ্য মোকাবিলা, বাজারের বৈচিত্র্য এবং জীবাশ্ম জ্বালানির নির্ভরতা অবসানের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের উপর জোর দেন। নিকোলস বাংলাদেশের জলবায়ু উদ্যোগের প্রতি কানাডার সমর্থন এবং পরিবেশগত টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষ তাদের দৃঢ় ও ক্রমবর্ধমান অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করার পাশাপাশি পরিবেশ ও জলবায়ু ইস্যুতে অব্যাহত সহযোগিতার প্রত্যাশায় বৈঠকটি শেষ হয়।
আর পড়ুন: দক্ষিণ এশিয়ায় পরিবেশগত সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশমন্ত্রীর
৫ মাস আগে
‘গাছ রোপণ করে আমরা সবুজ পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিকের ফলদ, বনজ ও ওষুধি গাছের যেকোনো একটি রোপণ করা উচিত।
রবিবার (৩০ জুন) ভারতীয় দূতাবাসে একটি নিম গাছ রোপণের মাধ্যমে ‘ওয়ান ট্রি৪মাদার’ ক্যাম্পেইন উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: জলবায়ু কূটনীতিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ: পরিবেশমন্ত্রী
তিনি বলেন, ‘সম্মিলিতভাবে গাছ রোপণ করে, আমরা সবুজ, স্বাস্থ্য, টেকসই ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব।’
৫ মাস আগে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে স্মার্ট নাগরিক গড়তে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে স্মার্ট নাগরিক গড়তে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
শনিবার (২৯ জুন) খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: জলবায়ু সহিষ্ণুতা অর্জনে বিসিসিটির সংস্কার করা হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষার পাশাপাশি সার্বিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে সবুজায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
এছাড়া বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য খাত ও পরিবেশের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।’
এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলী বিকশিত করে সব ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করবে বলে জানান পরিবেশমন্ত্রী।
আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় পরিবেশগত সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশমন্ত্রীর
এছাড়া সব অনিয়ম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
৫ মাস আগে
জলবায়ু কূটনীতিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ: পরিবেশমন্ত্রী
বাংলাদেশের সমুদ্র সৈকত এবং মালদ্বীপের দ্বীপের সমন্বয়ে ইকোট্যুরিজমে যৌথ প্রোগ্রাম আয়োজনের প্রস্তাব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ ও মালদ্বীপ একযোগে সহাবস্থানে থেকে কাজ করবে।
এছাড়া, মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান বাড়ানো ও কল্যাণ নিশ্চিতের আহ্বানও জানান তিনি।
বুধবার (২৬ জুন) ভুটানের থিম্পুতে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি) সম্মেলনের পার্শ্ববৈঠকে মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিমন্ত্রী তরিক ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এসব আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
এ সময় মালদ্বীপের মন্ত্রী তরিক ইব্রাহিম বাংলাদেশ থেকে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা আমদানি এবং নার্সারি স্থাপনে সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকবে।
এছাড়া, বৈঠকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের জিও স্যাটেলাইট ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।
এই সহযোগিতামূলক প্রচেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ইকো-ট্যুরিজম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে দুই দেশই।
৫ মাস আগে
সরকার জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। এজন্য নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।
এছাড়া এ কর্মসূচি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।
আরও পড়ুন: বায়ুদূষণে বাড়ছে হাঁপানি রোগী: পরিবেশমন্ত্রী
শনিবার (১৫ জুন) সবুজবাগ বৌদ্ধ মন্দিরে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৫ নম্বর ওয়ার্ডের ২০০ প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সেলাই মেশিন বিতরণের ফলে অনেক পরিবার উপকৃত হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
তিনি আরও বলেন, এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির ব্যবস্থা করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে ও তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে বলে জানান পরিবেশমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, স্থানীয় সমাজসেবী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী
টেকসই প্রবৃদ্ধির জন্য পরিবেশ রক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
৬ মাস আগে
প্রধানমন্ত্রী বুধবার বৃক্ষমেলার উদ্বোধন করবেন: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিবসটি উপলক্ষে পলাশ ও বেল গাছের দুইটি চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন।
আরও পড়ুন: সেচ পাম্পের জ্বালানি নবায়নযোগ্য করলে সাশ্রয় হতে পারে ৫০০০ মেগাওয়াট: পরিবেশমন্ত্রী
মঙ্গলবার (৪ জুন) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, শেরেবাংলা নগরে অনুষ্ঠিতব্য পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০২৩ ও ২০২৪, জাতীয় পরিবেশ পদক ২০২৩, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ ও ২০২৩ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশের সকল জেলা ও উপজেলায় এবং ঢাকা মহানগরীর ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। পরিবেশ দিবস উপলক্ষ্যে শিশু চিত্রাঙ্কন, শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজনে করা হবে। এ উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ করা হবে।
আগামী ৫ জুন বুধবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে অনুষ্ঠিতব্য পরিবেশ মেলা ও বৃক্ষমেলায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: বনভূমি জবরদখলমুক্ত করে বনায়ন করছে সরকার: পরিবেশমন্ত্রী
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য: পরিবেশমন্ত্রী
৬ মাস আগে