বিমান বাহিনী
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পালনে প্রস্তুত বিমান বাহিনী
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে যশোর বিমানবন্দর পরিদর্শন করেছেন।
বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বিমান বাহিনী। দেশের বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে পালন করছে বিমান সেনারা।’
আরও পড়ুন: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে কন্টিনজেন্ট সদস্যদের প্রতিস্থাপন করছে বিমান বাহিনী
তিনি বলেন, ‘আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কোনো সমস্যা ছাড়াই যশোর বিমানবন্দরের সব ফ্লাইট সময় মতো ওঠানামাসহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে তা পালন করতে প্রস্তুত আছি।’
বিমান বাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমানবন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবীর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা
৪ মাস আগে
ভারতের ডিমাপুর সফর করলেন বিমান বাহিনীর প্রতিনিধি দল
বাংলাদেশ বিমান বাহিনীর ১৩ জন কর্মকর্তা ও ৭ জন বিমানসেনার সমন্বয়ে গঠিত ২০ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার ভারতের ডিমাপুর সফর করেন।
১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয়।
বাংলাদেশ ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যে চলমান সহযোগিতার একটি অংশ এই সফর।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১ বছর আগে
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান দুই সফরসঙ্গীসহ সরকারি সফরে শনিবার কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান শেখ আবদুল হান্নান কাতার বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল-নাবিত, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কাতার এমিরি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল (পাইলট) জসিম বিন মুহাম্মদ আল-মান্নাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: এয়ার মার্শালের র্যাংক ব্যাজে সজ্জিত বিমান বাহিনী প্রধান
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা পারস্পরিক স্বার্থের দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করবেন।
এ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান দোহায় আল জাইম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আত্তিয়া এয়ার একাডেমি পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ বিমান বাহিনী ও কাতার এমিরি বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: যুক্তরাজ্যের উদ্দেশে বিমান বাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
কানাডার উদ্দেশে বিমান বাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
১ বছর আগে
মালিতে জাতিসংঘের শান্তি মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ৭০ সদস্য
মালিতে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনী তার ১১০ সদস্যের একটি কন্টিনজেন্ট যোগ দিতে যাচ্ছে (এমআইএনইউএসএমএ)।
শুক্রবার আইএসপিআর-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মোতায়েনের অংশ হিসেবে, জাতিসংঘের চার্টার্ড এয়ারক্রাফটে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) ৭০ জন সদস্য মালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
কন্টিনজেন্টের বাকি সদস্যরা ২ মার্চ মালির উদ্দেশ্যে রওনা হবেন। মালিতে মোতায়েন হতে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন গ্রুপ ক্যাপ্টেন এটিএম ইরফানুর রহমান, পিএসসি।
বাংলাদেশ বিমান বাহিনী মালিতে দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দ্বন্দ্ব প্রশমনে তাদের দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছে।
মালির উদ্দেশ্যে যাত্রার আগে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে ভবিষ্যতে কন্টিনজেন্টের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন: ৮টি বিমানবন্দরের অবকাঠামো প্রকল্পের কাজ শেষ হবে চলতি বছরেই: বেবিচক প্রধান
বিমান যাত্রার সময় সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন্স) এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ২০২৩ সালের ৪ জানুয়ারি কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফ করেন এবং মিশনের সাফল্যের জন্য বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান তাদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি দেশের জন্য সম্মান বয়ে আনতে পরামর্শ দেন।
বিদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা, মমতা ও যত্নের মাধ্যমে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন তিনি।
তাছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন বিধিবিধান মেনে বিদেশে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: থার্ড টার্মিনালের ৬০ শতাংশ কাজ সম্পন্ন: বিমান প্রতিমন্ত্রী
১ বছর আগে
বাংলাদেশ বিমান বাহিনী এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী: যশোরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া পদক্ষেপের কারণে এ বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও যুগোপযোগী।
তিনি বলেন, ‘আজকের বিমান বাহিনী অবকাঠামো, কৌশল ও প্রযুক্তির দিক থেকে অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী,আধুনিক ও কর্মতৎপর।’
বৃহস্পতিবার যশোরে বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন) ২০২২-এ ভাষণ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ১০ জন ফ্লাইট ক্যাডেট পিটি-৬ এয়ারক্রাফটে প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্লাইং ব্যাজ গ্রহণ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত যশোর
এছাড়াও, ৮১ তম বাফা কোর্সের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের জন্য একজন ফ্লাইট ক্যাডেট সোর্ড অফ অনার অ্যান্ড কমান্ড্যান্টস ট্রফি এবং অন্য দুইজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি ও চিফ অব এয়ার স্টাফ ট্রফি পেয়েছেন।
অনুষ্ঠানে বক্তৃতায় শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর তার সরকার বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে এফ-৭ বিজিআই যুদ্ধবিমান, সর্বশেষ এভিওনিক্সযুক্ত সি-১৩০জে পরিবহন বিমান, এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার এবং সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার বিমান বাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা।
তিনি বলেন, ‘এজন্য আমাদের বিমান বাহিনী আজ একটি চৌকস ও দক্ষ বাহিনী।’
প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে বলেন।
তিনি আরও বলেন, ‘দেশ ও জনগণের প্রতি আপনাদের দায়িত্ববোধ থাকতে হবে।’
শেখ হাসিনা বলেন, দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা বা দুর্ঘটনায় বিমানবাহিনী বা সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সেবা করেছেন।
আরও পড়ুন: জনগণের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী। আমাদের প্রতিটি দিক থেকে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত প্রতিরক্ষা নীতি-১৯৭৪ এর সঙ্গে সামঞ্জস্য রেখে তার সরকার সশস্ত্র বাহিনীর জন্য একটি দীর্ঘমেয়াদী ‘ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়ন করেছে, যা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন যে আওয়ামী লীগ সরকার লালমনিরহাটে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে এবং এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টারের কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, এখন বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব জনবল ও অর্জিত প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলক উড়োজাহাজ ও মনুষ্যবিহীন আকাশযান নির্মাণের একটি প্রকল্প চলছে। আমি মনে করি আমাদের জন্য একটি নতুন যুগ উন্মোচিত হবে (বিমান উৎপাদন শিল্পের ওপরে), যদি আমরা এটি করতে পারি (প্রকল্পটি সম্পূর্ণ করতে পারি)।
শেখ হাসিনা বলেন, তার সরকার বিমান বাহিনীর সদস্যদের সামগ্রিক দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সুবিধার উন্নয়ন ও আধুনিকায়নের ওপর সবসময় জোর দিয়েছে।
তিনি আরও বলেন, উন্নত ও সময় উপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে অত্যাধুনিক ফ্লাই-বাই-ওয়্যার ও ডিজিটাল ককপিটযুক্ত সর্বশেষ ইয়াক-১৩০ যুদ্ধ প্রশিক্ষক, কে-৮ডব্লিউ জেট প্রশিক্ষক, এল-৪১০ পরিবহন প্রশিক্ষক, এডব্লিউ১১৯কেএক্স হেলিকপ্টার প্রশিক্ষক এবং বিভিন্ন সিমুলেটর বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, সবচেয়ে সাম্প্রতিক সংযোজন ছিল গ্রোব প্রশিক্ষণ বিমান। এই অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান দিয়ে প্রাথমিক ফ্লাইট প্রশিক্ষণ শুরু হবে। রাতে বিমান বাহিনীর পাইলটদের ফ্লাইং ট্রেনিংয়ের সুবিধার্থে নাইট ভিশন প্রশিক্ষকও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: আ. লীগ সরকারের আমলে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সরকার হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট এবং এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউটের সাংগঠনিক কাঠামো ও সম্প্রতি এয়ার কমান্ড অপারেশন সেন্টারের সাংগঠনিক কাঠামো অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ফলে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁত হয়ে উঠেছে এবং দেশের আকাশসীমায় বিমানের বিস্তৃত ক্রিয়াকলাপ নিরীক্ষণ করা সহজ হয়েছে। শুধু অপারেশন ও প্রশিক্ষণ নয়, আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সকল কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের জীবনযাত্রার উন্নতির জন্য বহুমুখী কল্যাণমূলক উদ্যোগ নিয়েছি।
উত্তীর্ণ ক্যাডেটদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্ব অর্জনের জন্য সচেষ্ট হতে বলেন।
এর আগে প্রধানমন্ত্রী বিএএফ একাডেমি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি ফ্লাই-পাস্ট ও অ্যারোবেটিক প্রদর্শন উপভোগ করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
২ বছর আগে
মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
পদত্যাগের দাবিতে গণবিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে যাওয়া শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার মালদ্বীপ ত্যাগ করেছেন।
মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রাজাপাকসে বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে সৌদি আরবীয় এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা করেছেন।
রাজাপাকসে ও তার স্ত্রী বুধবার ভোরে শ্রীলঙ্কান বিমান বাহিনীর একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন। তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানানোর পদক্ষেপ জনসাধারণের বিক্ষোভ আরও বাড়িয়ে তুলে।
এদিকে দেশটিতে চলমান কারফিউ শুক্রবার পর্যন্ত থাকবে বলে সরকার এক বিবৃতিতে জানিয়েছে। ফলে বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট ভবন থেকে সরে যেতে দেখা গেছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় বিক্ষোভে একজন নিহত, আহত ৮৪: হাসপাতাল কর্তৃপক্ষ
বিক্ষোভকারীদের বিরুদ্ধে শ্রীলঙ্কায় সংসদ ভবনে সেনাবাহিনীর ব্যারিকেড
২ বছর আগে
অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কান প্রেসিডেন্টের দেশত্যাগ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বুধবার ভোরে দেশ ছেড়ে পালিয়েছেন।
পরিস্থিতির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন অভিবাসন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে, তার স্ত্রী এবং দুই দেহরক্ষী মালদ্বীপের রাজধানী মালে শহরের উদ্দেশ্যে শ্রীলঙ্কান বিমান বাহিনীর একটি ফ্লাইটে যাত্রা করেছেন।
দেশটির চরম অর্থনৈতিক সংকটের মধ্যে চলমান চাপের মুখে পদত্যাগ করতে রাজি হয়েছিলেন রাজাপাকসে।
এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, নতুন সরকার গঠন হলেই তিনি পদত্যাগ করবেন।
কয়েক দিন ধরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন দখলে রেখেছে।
গত ৯৭ দিন ধরে বিক্ষোভে অংশ নেয়া মালিক ডি সিলভা নামে এক বিক্ষোভকারী বলেছেন, ‘আমি খুশি নই যে সে পালিয়ে গেছে। তার কারাগারে থাকা উচিত ছিল।‘
আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই!
ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার
২ বছর আগে
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২’ গ্রহণ করেছে।
রবিবার বিমান সদরদপ্তর প্রাঙ্গণ ও তেজগাঁও রানওয়ের পাশে লেক সংলগ্ন এলাকায় চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান।
আরও পড়ুন: বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পুরস্কারের জন্য ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান মনোনীত
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ জাতীয় স্লোগানকে সামনে রেখে এ বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বিমান বাহিনী।
২ বছর আগে
কানাডার উদ্দেশে বিমান বাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান তার স্ত্রী ও তিন সদস্যের সফরসঙ্গীদের নিয়ে আট দিনের সরকারি সফরে রবিবার কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এডি মেইনজিঞ্জারের আমন্ত্রণে তিনি দেশ ত্যাগ করেছেন।
সফরকালে বিএএফ-এর বিমান বাহিনী প্রধান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও ববি কওন এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের সহকারী উপমন্ত্রী পল থপিলের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করবেন।
বিমান বাহিনী প্রধান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণ ইনস্টিটিউট ‘ক্যাসকেড অ্যারোস্পেস’, ‘ম্যাক্সক্র্যাফ্ট অ্যাভিওনিক্স ফ্যাসিলিটিস’ এবং ‘হেলিওয়েল্ডারস কানাডা ফ্যাসিলিটি’ পরিদর্শন করবেন। এই সফরে তিনি ক্যাসকেড অ্যারোস্পেসে সংস্কার প্রক্রিয়ার অধীনে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের বর্তমান অবস্থা সরেজমিন ঘুরে দেখবেন।
এছাড়া তিনি অটোয়াতে ‘বেল হেলিকপ্টার ফ্যাসিলিটি’ এবং ‘অ্যাডভানটেক ওয়্যারলেস টেকনোলজি লিমিটেড ফ্যাসিলিটি’ পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফর বিএএফ বিমান ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের পাশাপাশি পেশাদার খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিএএফের বিমান বাহিনী প্রধানের ২৩ জুন দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: ‘ইতিবাচক আলোচনার’ পর ঢাকা ত্যাগ করলেন জয়শঙ্কর
আবুধাবির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
২ বছর আগে
বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও সৈন্য পাঠাতে প্রস্তুত।
তিনি বলেন,যদি আরও প্রয়োজন হয়, আমরা জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনীয় সংখ্যক শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত।
রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২-এ বক্তব্যদানকালে এ কথা বলেন।
আরও পড়ুন: তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
তিনি বলেন আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২ এর প্রতিপাদ্য 'জনগণের শান্তি অগ্রগতি: অংশীদারিত্বের শক্তি'-কে সামনে রেখে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও শক্তিশালী ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশসহ সকল বাংলাদেশী শান্তিরক্ষীদের বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব ও সততা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি মিশনে জীবন সুরক্ষিত রাখতে এবং বিশ্ব মঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চেষ্টা অব্যাহত রাখতে বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এটা সবসময় মনে রাখবেন কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সকলের উচিত আত্মবিশ্বাসের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করা। তবেই আপনারা সফল হবেন।
তিনি বলেন, আমরা কোনো সংঘাত বা যুদ্ধ চাই না। আমরা চাই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক।
আরও পড়ুন: উন্নত ভবিষ্যতের জন্য এশিয়াকে শক্তি একত্রিত করতে হবে: প্রধানমন্ত্রী
ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তার ওপর জোর প্রধানমন্ত্রীর
২ বছর আগে