বিমান বাহিনী
তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে তারা বৈঠকে অংশ নিয়েছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটাই প্রথম সাক্ষাৎ। তারা নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিব আলাদাভাবে তাদের অভ্যর্থনা জানান। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হবে বৈঠকে।
এরপর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান বা তাদের উপযুক্ত প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার উপস্থিত থাকবেন ওই বৈঠকে।
২৩ ঘণ্টা আগে
এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া কাল, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন, সেই এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।
বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়।
তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় এ উদ্যোগ নেয় সরকার।
সে অনুযায়ী ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেন।
১৮ দিন আগে
মাইলস্টোন ট্রাজেডি: নিহত শিক্ষিকা মাসুকাকে গার্ড অব অনার বিমান বাহিনীর
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
শুক্রবার(২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিমান বাহিনীর ১০ সদস্যের প্রতিনিধি দলটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকার সম্মানে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষ কবর জিয়ারত এবং মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লাইয়িং করতে হচ্ছে।
তিনি আরও বলেন, যেকোনো সময় যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লাইয়িং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।
নিহত মাসুকা বেগম নিপুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামে। তিনি চিলোকুট চৌধুরী বাড়ির সিদ্দিক আহমেদ চৌধুরীর কন্যা। বৃদ্ধ সিদ্দিক আহমেদ চৌধুরী বর্তমানে তার বড় মেয়ে পাপিয়া আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে বসবাস করেন। যার কারণে ওই শিক্ষিকার শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ সোহাগপুর কবরস্থানে দাফন করা হয়।
পড়ুন: মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: শিক্ষার্থী মাকিনের মৃত্যু, নিহত বেড়ে ৩৩তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট মাসুকা বেগম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে তিনি অনার্স শেষ করে মাস্টার্স সম্পন্ন করেন ঢাকার ইডেন কলেজ থেকে। বছর দু’য়েক আগে তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারী শাখার ইংরেজী বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন।
বিমান দুর্ঘটনার সময় তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে অবস্থান করছিলেন। পরে তিনি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থেকে সোমবার রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে সহকর্মীদের বলে গিয়েছিল যেন তার বোনের বাড়িতে লাশ পৌঁছে দেওয়া হয়। তার ইচ্ছাতেই মঙ্গলবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে সোহাগপুর কবরস্থানে দাফন করা হয়।
১৪৯ দিন আগে
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ১
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমাদের দল একজনের লাশ উদ্ধার করেছে। বিমান বাহিনীর লোকজন চারজনকে উদ্ধার করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। এখন সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাতের উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
এক শিক্ষার্থীর মা ইউএনবিকে বলেন, আমি কথা বলার অবস্থায় নেই। আমার ছেলে এখনো ক্যাম্পাসের ভেতরে আছে। সেই এই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমি জানি না, সে কেমন আছে এখন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমানটি একটি ভবনের ফটকে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে নিয়ে আসা হচ্ছে।’
১৫৩ দিন আগে
বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান-বিজ্ঞানী মঞ্জু ও তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানসহ তার পরিবারের সদস্যদের ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসানসহ তার স্ত্রী বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৫ মে) দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।
দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার, বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও মেয়ে সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করে।
আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের কাজ চলমান।
দুদক জানতে পেরেছে, শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষেধাজ্ঞা প্রায়োজন।
দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানমের।
তার আবেদনে বলা হয়, মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। এর মধ্যে সংস্থাটি জানতে পেরেছে, অভিযোগ ওঠা ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।
২৩০ দিন আগে
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পালনে প্রস্তুত বিমান বাহিনী
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে যশোর বিমানবন্দর পরিদর্শন করেছেন।
বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বিমান বাহিনী। দেশের বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে পালন করছে বিমান সেনারা।’
আরও পড়ুন: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে কন্টিনজেন্ট সদস্যদের প্রতিস্থাপন করছে বিমান বাহিনী
তিনি বলেন, ‘আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কোনো সমস্যা ছাড়াই যশোর বিমানবন্দরের সব ফ্লাইট সময় মতো ওঠানামাসহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে তা পালন করতে প্রস্তুত আছি।’
বিমান বাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমানবন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবীর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা
৪৯৪ দিন আগে
ভারতের ডিমাপুর সফর করলেন বিমান বাহিনীর প্রতিনিধি দল
বাংলাদেশ বিমান বাহিনীর ১৩ জন কর্মকর্তা ও ৭ জন বিমানসেনার সমন্বয়ে গঠিত ২০ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার ভারতের ডিমাপুর সফর করেন।
১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয়।
বাংলাদেশ ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যে চলমান সহযোগিতার একটি অংশ এই সফর।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৭৮২ দিন আগে
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান দুই সফরসঙ্গীসহ সরকারি সফরে শনিবার কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান শেখ আবদুল হান্নান কাতার বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল-নাবিত, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কাতার এমিরি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল (পাইলট) জসিম বিন মুহাম্মদ আল-মান্নাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: এয়ার মার্শালের র্যাংক ব্যাজে সজ্জিত বিমান বাহিনী প্রধান
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা পারস্পরিক স্বার্থের দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করবেন।
এ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান দোহায় আল জাইম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আত্তিয়া এয়ার একাডেমি পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ বিমান বাহিনী ও কাতার এমিরি বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: যুক্তরাজ্যের উদ্দেশে বিমান বাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
কানাডার উদ্দেশে বিমান বাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
৮৪৮ দিন আগে
মালিতে জাতিসংঘের শান্তি মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ৭০ সদস্য
মালিতে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনী তার ১১০ সদস্যের একটি কন্টিনজেন্ট যোগ দিতে যাচ্ছে (এমআইএনইউএসএমএ)।
শুক্রবার আইএসপিআর-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মোতায়েনের অংশ হিসেবে, জাতিসংঘের চার্টার্ড এয়ারক্রাফটে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) ৭০ জন সদস্য মালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
কন্টিনজেন্টের বাকি সদস্যরা ২ মার্চ মালির উদ্দেশ্যে রওনা হবেন। মালিতে মোতায়েন হতে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন গ্রুপ ক্যাপ্টেন এটিএম ইরফানুর রহমান, পিএসসি।
বাংলাদেশ বিমান বাহিনী মালিতে দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দ্বন্দ্ব প্রশমনে তাদের দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছে।
মালির উদ্দেশ্যে যাত্রার আগে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে ভবিষ্যতে কন্টিনজেন্টের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন: ৮টি বিমানবন্দরের অবকাঠামো প্রকল্পের কাজ শেষ হবে চলতি বছরেই: বেবিচক প্রধান
বিমান যাত্রার সময় সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন্স) এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ২০২৩ সালের ৪ জানুয়ারি কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফ করেন এবং মিশনের সাফল্যের জন্য বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান তাদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি দেশের জন্য সম্মান বয়ে আনতে পরামর্শ দেন।
বিদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা, মমতা ও যত্নের মাধ্যমে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন তিনি।
তাছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন বিধিবিধান মেনে বিদেশে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: থার্ড টার্মিনালের ৬০ শতাংশ কাজ সম্পন্ন: বিমান প্রতিমন্ত্রী
১০৩৮ দিন আগে
বাংলাদেশ বিমান বাহিনী এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী: যশোরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া পদক্ষেপের কারণে এ বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও যুগোপযোগী।
তিনি বলেন, ‘আজকের বিমান বাহিনী অবকাঠামো, কৌশল ও প্রযুক্তির দিক থেকে অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী,আধুনিক ও কর্মতৎপর।’
বৃহস্পতিবার যশোরে বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন) ২০২২-এ ভাষণ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ১০ জন ফ্লাইট ক্যাডেট পিটি-৬ এয়ারক্রাফটে প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্লাইং ব্যাজ গ্রহণ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত যশোর
এছাড়াও, ৮১ তম বাফা কোর্সের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের জন্য একজন ফ্লাইট ক্যাডেট সোর্ড অফ অনার অ্যান্ড কমান্ড্যান্টস ট্রফি এবং অন্য দুইজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি ও চিফ অব এয়ার স্টাফ ট্রফি পেয়েছেন।
অনুষ্ঠানে বক্তৃতায় শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর তার সরকার বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে এফ-৭ বিজিআই যুদ্ধবিমান, সর্বশেষ এভিওনিক্সযুক্ত সি-১৩০জে পরিবহন বিমান, এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার এবং সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার বিমান বাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা।
তিনি বলেন, ‘এজন্য আমাদের বিমান বাহিনী আজ একটি চৌকস ও দক্ষ বাহিনী।’
প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে বলেন।
তিনি আরও বলেন, ‘দেশ ও জনগণের প্রতি আপনাদের দায়িত্ববোধ থাকতে হবে।’
শেখ হাসিনা বলেন, দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা বা দুর্ঘটনায় বিমানবাহিনী বা সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সেবা করেছেন।
আরও পড়ুন: জনগণের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীকে সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী। আমাদের প্রতিটি দিক থেকে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত প্রতিরক্ষা নীতি-১৯৭৪ এর সঙ্গে সামঞ্জস্য রেখে তার সরকার সশস্ত্র বাহিনীর জন্য একটি দীর্ঘমেয়াদী ‘ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়ন করেছে, যা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন যে আওয়ামী লীগ সরকার লালমনিরহাটে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে এবং এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টারের কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, এখন বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব জনবল ও অর্জিত প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলক উড়োজাহাজ ও মনুষ্যবিহীন আকাশযান নির্মাণের একটি প্রকল্প চলছে। আমি মনে করি আমাদের জন্য একটি নতুন যুগ উন্মোচিত হবে (বিমান উৎপাদন শিল্পের ওপরে), যদি আমরা এটি করতে পারি (প্রকল্পটি সম্পূর্ণ করতে পারি)।
শেখ হাসিনা বলেন, তার সরকার বিমান বাহিনীর সদস্যদের সামগ্রিক দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ সুবিধার উন্নয়ন ও আধুনিকায়নের ওপর সবসময় জোর দিয়েছে।
তিনি আরও বলেন, উন্নত ও সময় উপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে অত্যাধুনিক ফ্লাই-বাই-ওয়্যার ও ডিজিটাল ককপিটযুক্ত সর্বশেষ ইয়াক-১৩০ যুদ্ধ প্রশিক্ষক, কে-৮ডব্লিউ জেট প্রশিক্ষক, এল-৪১০ পরিবহন প্রশিক্ষক, এডব্লিউ১১৯কেএক্স হেলিকপ্টার প্রশিক্ষক এবং বিভিন্ন সিমুলেটর বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, সবচেয়ে সাম্প্রতিক সংযোজন ছিল গ্রোব প্রশিক্ষণ বিমান। এই অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান দিয়ে প্রাথমিক ফ্লাইট প্রশিক্ষণ শুরু হবে। রাতে বিমান বাহিনীর পাইলটদের ফ্লাইং ট্রেনিংয়ের সুবিধার্থে নাইট ভিশন প্রশিক্ষকও যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: আ. লীগ সরকারের আমলে বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সরকার হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট এবং এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউটের সাংগঠনিক কাঠামো ও সম্প্রতি এয়ার কমান্ড অপারেশন সেন্টারের সাংগঠনিক কাঠামো অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ফলে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁত হয়ে উঠেছে এবং দেশের আকাশসীমায় বিমানের বিস্তৃত ক্রিয়াকলাপ নিরীক্ষণ করা সহজ হয়েছে। শুধু অপারেশন ও প্রশিক্ষণ নয়, আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সকল কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের জীবনযাত্রার উন্নতির জন্য বহুমুখী কল্যাণমূলক উদ্যোগ নিয়েছি।
উত্তীর্ণ ক্যাডেটদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্ব অর্জনের জন্য সচেষ্ট হতে বলেন।
এর আগে প্রধানমন্ত্রী বিএএফ একাডেমি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি ফ্লাই-পাস্ট ও অ্যারোবেটিক প্রদর্শন উপভোগ করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
১১২৩ দিন আগে