ভিডিও ফুটেজ
নরসিংদী জেলা কারাগারের ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে: তদন্ত কমিটির প্রধান
নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করে সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব এবং তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদ বলেন, নরসিংদী জেলা কারাগারে হামলার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের মাঠ পর্যায়ের কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। তাছাড়া বিভিন্ন সূত্রে পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
রবিবার তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদসহ ছয় সদস্যের প্রতিনিধি দল কারাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নরসিংদীর জেল পলাতক জঙ্গি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
তদন্ত কমিটির প্রধান বলেন, কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে আরও সময় বাড়ানোর আবেদন করা হবে। তদন্ত শেষে আরও বিস্তারিত বলা যাবে।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী, কারা-কর্মকর্তা ও রক্ষীদের সঙ্গে কথা বলেন।
এসময় ফারুক আহমেদের সঙ্গে ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, জেল সুপার শামীম ইকবালসহ অন্যানরা।
এদিকে রবিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হচ্ছে নরসিংদীর লোকজনের চলাফেরা। অফিস আদালত খোলার দিনে নরসিংদীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের চলাফেরা এবং গণপরিবহনের আধিক্য লক্ষ করা গেছে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। কারাগারে বাড়তি নিরাপত্তায় স্থাপন করা হয়েছে বিজিবি ক্যাম্প।
আরও পড়ুন: ‘শিগগিরই নরসিংদী কারাগার সংস্কার করা হবে’
নরসিংদীতে সহিংসতায় ১১ মামলা দায়ের, গ্রেপ্তার ১৮৪: পুলিশ সুপার
৪ মাস আগে
হামলার আগে স্কুলের দরজায় তালা দেয়া হয়নি: টেক্সাস পুলিশ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওই প্রাথমিক বিদ্যালয়ে হামলার আগে একজন শিক্ষক বের হয়ে যাওয়ার পর দরজায় কেনো তালা দেয়া হয় নি। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে মঙ্গলবার রাজ্য পুলিশ জানিয়েছে।
রাজ্য পুলিশ প্রাথমিকভাবে বলছে, টেক্সাসের উভালদে শহরের স্কুলটিতে ১৮ বছর বয়সী সালভাদর রামোস প্রবেশের কিছুক্ষণ আগে একজন শিক্ষক দরজা খুলে দিয়েছিলেন।
টেক্সাস জননিরাপত্তা বিভাগের প্রধান যোগাযোগ কর্মকর্তা ট্র্যাভিস কনসিডাইন জানিয়েছেন, একজন শিক্ষিকা ওই কাজটি করেছে। তবে তাকে শনাক্ত করা যায়নি এখনও। তিনি একটি পাথর দিয়ে দরজা খুললেন। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে ক্যাম্পাসে একজন বন্দুকধারী আছেন, পাথরটি সরিয়ে দরজা বন্ধ করে দিলেন। তবে দরজাটি বন্ধ করার সময় তিনি তালা দেন নি।
অতিরিক্ত ভিডিও ফুটেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।
গত ২৪ মে, মঙ্গলবার সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারী সালভাদর রামোসের গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।
আরও পড়ুন: ব্যক্তিগত বার্তায় বন্দুক নিয়েও লিখেছিলেন টেক্সাসের বন্দুকধারী
টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১
২ বছর আগে
ডেলিভারি ম্যান নাহিদ হোসেন হত্যা: ২ জন শনাক্ত
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ডেলিভারি ম্যান নাহিদ হোসেন হত্যার ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (নিউ মার্কেট জোন) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, একটি ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই করে পুলিশ দুজনকে শনাক্ত করেছে।
তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ফুটেজ যাচাই করে অন্য হামলাকারীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার
ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান ২০ বছর বয়সী নাহিদ হোসেন নিউমার্কেটে সংঘর্ষের সময় গুরুতরভাবে আহত হয়ে ১৯ এপ্রিল মারা যান।
ওইদিন নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানদারদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষে নাহিদ ও আরেক যুবক নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
এদিকে, সংঘর্ষের ঘটনায় ২১ এপ্রিল ১৩০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নিউমার্কেট এলাকার সংঘর্ষে আরও একজনের মৃত্যু
২ বছর আগে
তরুণ-তরুণীকে নির্যাতন: গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর আসামিদের জামিন
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠিতে তরুণ-তরুণীর ওপর নির্যাতনের মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে জামিন দিয়েছেন আদালত। শনিবার জ্যেষ্ঠ্ বিচারিক হাকিম মঞ্জুরুল ইসলাম আসামিদের জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য আনিসুর রহমান ও তার দুই সহযোগী আইয়ুব আলী ও আব্দুল আলিম।
মামলার এজাহারে বলা হয়, ১৫ মার্চ আনিসুর তার অনুসারীদের নিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে দুই তরুণ-তরুণীকে বেধড়ক মারধর করে। এক পর্যায় জুতা পেটা এবং চুল কেটে দেয়ার চেষ্টাও চালানো হয়।
আরও পড়ুন: নাটোরে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার
ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।
পরে এ ঘটনায় শনিবার প্রধান আসামি ইউপি সদস্য আনিসুরসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে ডিবি পুলিশ।
রবিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সন্ধ্যায় জ্যেষ্ঠ্ বিচারিক হাকিম আদালত তিন আসামিকে জামিন দেন এবং ভুট্টো নামে অপর আসামিকে কারাগারে পাঠান।
ইউপি সদস্য ও তার সহযোগীরা অল্প সময়ের মধ্যে জামিন পাওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় খুবি শিক্ষক কারাগারে
২ বছর আগে
হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৭ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া, ২৪ এপ্রিল (ইউএনবি)-হেফাজত ইসলাম তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১২ জনসহ গ্রেপ্তার ৩১০
হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটিসহ মোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।
এসকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
৩ বছর আগে
হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও গ্রেপ্তার ১১
হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
উক্ত সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়।
আরও পড়ুন: হেফাজত কর্মীদের হামলায় বাগেরহাটে ওসিসহ ৫ পুলিশ আহত
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।
আরও পড়ুন: হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
এসকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৭ কর্মী-সমর্থক গ্রেপ্তার
৩ বছর আগে
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা ভিডিও ফুটেজ সরাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
৪ বছর আগে