মুম্বাই
মুম্বাইয়ে অমিতাভ ভক্তদের ‘রবিবার দর্শন’
এই রবিবারও বিশেষ দিন ছিল বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ভক্তদের জন্য। তার বাড়ি জলসা থেকে বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি।
গতকাল (রবিবার) মুম্বাইয়ের নিজের বাংলোর বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
প্রতি রবিবার, শত শত ভক্ত অমিতাভ বচ্চনের বাসভবনের বাইরে জড়ো হন মেগাস্টারকে এক ঝলক দেখার জন্য। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে 'শোলে' তারকা ভক্তদের সঙ্গে দেখা করে আসছেন।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত অমিতাভ বচ্চনের 'ভেট্টাইয়ান' ছবিটি। ছবিতে ফাহাদ ফাসিল ও রানা দাগ্গুবাতির সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন বিগ বি। আগামীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'দ্য ইন্টার্ন' ছবির হিন্দি রিমেকে দেখা যাবে তাকে।
আরও পড়ুন: ছবির শুটিং করতে গিয়ে আহত ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চন
এই বছরের জুনে 'কাল্কি ২৮৯৮ এডি' নামে একটি সিনেমায় দেখা গেছে তাকে। নাগ আশ্বিন পরিচালিত এই পোস্ট-অ্যাপোক্যালিপটিক সিনেমাটি হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থের প্রেরণায় তৈরি এবং এটি ২৮৯৮ সালের পটভূমিতে সেট করা হয়। সিনেমাটিতে কমল হাসান, প্রভাস, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানিসহ আরও অনেক অভিনেতা ছিলেন।
১ মাস আগে
সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গুলি
বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শহরটির পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার ভোর ৫টার দিকে দুই অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে ৫টি গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ফের সালমান খানকে হত্যার হুমকি, অভিযুক্ত আটক
পুলিশ জানিয়েছে, সালমান খানের বাসভবনের প্রথম তলায়ও একটি গুলি লাগে। বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছে। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কারা গুলি চালিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।
গত বছর ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জানায়, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার কারণে কারাগারে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হত্যার উদ্দেশ্যে শীর্ষ ১০ জনের মধ্যে একজন হলেন সালমান খান। হরিণ শিকারের ঘটনা বিষ্ণোই সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছিল বলে দাবি ওই গ্যাংস্টারের।
বিষ্ণোই জানিয়েছেন, তাঁর অনুচর সম্পাত নেহরা হামলার উদ্দেশ্যে খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে নজরদারি চালাচ্ছিলেন। তবে হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স নেহরাকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
গত বছরের ১১ এপ্রিল আরেকটি হত্যার হুমকির চিঠি পাওয়ার পরে মুম্বাই পুলিশ সালমান খানের নিরাপত্তা লেভেল ওয়াই+ এ উন্নীত করে।
খবরে বলা হয়েছে, সালমানকে হুমকির ই-মেইল পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যে বসবাসকারী এক ভারতীয় ছাত্রকে লুকআউট সার্কুলার (এলওসি) দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার ষড়যন্ত্র!
৮ মাস আগে
গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী
ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত 'থার্ড এডিশন অব গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩’ (জিএমআইএস)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতের পোর্ট, শিপিং ও ওয়াটারওয়েজ এবং আয়ুষমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের আমন্ত্রণে তিনি এই সম্মেলনে অংশ নেন।
নৌপ্রতিমন্ত্রী ছাড়াও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেন।
সম্মেলনে নৌপরিবহন খাতের বিভিন্ন দিকের গুরুত্ব তুলে ধরে এ খাতের উত্তম চর্চার প্রসার, বৈশ্বিক মেরিটাইম শিল্প, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনের মধ্যে আন্তঃসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদার করণের উপযুক্ত পরিবেশ তৈরির বিষয়ে আলোকপাত করা হয়।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের বেঁচে থাকার কথা কে ভাববে?: প্রশ্ন চীনের রাষ্ট্রদূতের
টেকসই মেরিটাইম খাত, গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন ও প্রযুক্তি, পর্যটন, মেরিটাইম ক্লাস্টার্স, দেশীয় জাহাজ নির্মাণ ও মেরামত, অভ্যন্তরীণ ও উপকূলীয় শিপিং, নৌ-নিরাপত্তা, পেশাগত মেরিটাইম সেবাসহ উক্ত খাতে অর্থায়ন, বীমা, সালিশী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের ফলে বাংলাদেশ-ভারতের মেরিটাইম সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। মেরিটাইম সেক্টরের পারস্পরিক জ্ঞান বিনিময়ের এমন প্লাটফর্ম উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য এই সম্মেলন সহায়ক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: মাসুদ-আফরিন বৈঠক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ’ নির্বাচন চায়
আইআরআই-এনডিআই মিশনের সুপারিশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ‘প্রায় একমত’: পররাষ্ট্র সচিব
১ বছর আগে
মুম্বাইয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬, আহত ৩৮
ভারতের মুম্বাইয়ে শুক্রবার (৬ অক্টোবর) একটি ছয়তলা আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে ৩৮ জন আহত হয়েছেন।
দেশটির ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা অশোক তারাপদে জানিয়েছেন, গোরেগাঁও পশ্চিম জেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের দুটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত নিচতলায় কয়েকটি দোকানে এবং মুহূর্তের মধ্যে ধোঁয়া কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ভারতের হিমালয়ের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ৩১ জনের মৃত্যু
চিফ ফায়ার অফিসার রবীন্দ্র আম্বুলগেকারকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভবনটি ২০০৬ সালে মুম্বাইয়ের একটি বস্তি থেকে স্থানান্তরিত লোকদের থাকার জন্য নির্মাণ করা হয়েছিল এবং এতে সঠিক অগ্নিনির্বাপক সরঞ্জাম ছিল না।
তিনি বলেন, লিফটের ফাঁকা জায়গা দিয়ে ধোঁয়া ভবনে ছড়িয়ে পড়ে।
ভারতে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। কারণ দেশটির ডেভেলপার ও বাসিন্দারা ভবন নির্মাণ আইন ও নিরাপত্তার নিয়মগুলো লঙ্ঘন করে নির্মাণকাজ করে।
২০২২ সালে নয়াদিল্লিতে একটি চারতলা বাণিজ্যিক ভবনে একটি বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
২০১৯ সালে নয়াদিল্লির একটি ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লাগা অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: ভারতের সিকিমে আকস্মিক বন্যায় নিহত ১৪, নিখোঁজ শতাধিক
ভারতের শিমলায় ভূমিধসে ২১ জনের মৃত্যু: মুখ্যমন্ত্রী সুখু
১ বছর আগে
ফের ‘অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস
দেশের বিভিন্ন স্থানে প্রাক-মৌসুমি বর্ষণ সত্ত্বেও ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' হিসাবে চিহ্নিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৪ নিয়ে সবচেয়ে খারাপ বায়ু মানের শহরের তালিকায় চতুর্থ স্থানে আছে ঢাকা।
ভারতের দিল্লি ও মুম্বাই এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই যথাক্রমে ১৯৪, ১৭৪ এবং ১৬৭ একিউআই স্কোর নিয়ে প্রথম তিনটি স্থান দখল করেছে।
বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে 'খারাপ' বলে মনে করা হয়।
আরও পড়ুন: সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খারাপ' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।
আরও পড়ুন: পানিতে তলিয়ে যাচ্ছে কচুয়ার ৩ শত একর জমির ধান
২ বছর আগে
চলমান সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে ভারতে ঈদ উদযাপিত
ভারতে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার মধ্যেও দেশজুড়ে মুসলমানরা মঙ্গলবার মসজিদের বাইরে নামাজ আদায় করে ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন।
মুম্বাইয়ের একজন সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব উর রেহমান বলেছেন, এটি ভারতীয় মুসলমানদের জন্য সবচেয়ে খারাপ স্মৃতি সহ সবচেয়ে বেদনাদায়ক ঈদ।
গত মাসে দেশ জুড়ে মুসলিম বিরোধী মনোভাব এবং হামলা বেড়েছে, যার মধ্যে রয়েছে ধর্মীয় মিছিলের সময় হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে পাথর নিক্ষেপ এবং পরবর্তীতে কর্তৃপক্ষের দ্বারা বেশিরভাগ মুসলিম জনগোষ্ঠীর সম্পদের ক্ষতিসাধন।
দেশটিতে মোট জনসংখ্যার এক দশমিক চার মিলিয়ন জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মুসলিম বিরোধী অবস্থানের শিকার হয়ে আসছে।ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির কিছু নেতা নির্বিকারভাবে চলমান সহিংসতাকে সমর্থন করে আসছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত নীরব আছেন।
আরও পড়ুন: মহামারি শেষে উৎসবমুখর ঈদ
সাধারণ মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই: বিএনপি
২ বছর আগে
ভারতে করোনার নতুন ধরন এক্সই শনাক্ত
ভারতে প্রথমবারের মতো করোনার নতুন ধরন এক্সই শনাক্ত হয়েছে। বুধবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক নারীর শরীরে করোনার এই ধরন শনাক্ত হয়।
এক বিবৃতিতে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) জানায়, ওই নারী করোনার সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। তার শরীরে এখন পর্যন্ত করোনার মারাত্মক উপসর্গ দেখা যায়নি।
এছাড়া করোনার কাপ্পা ধরনও একজনের শরীরে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন।
আরও পড়ুন: দেশে করোনায় শনাক্ত ৩৬
মিউনিসিপ্যাল করপোরেশন জানায়, শহর থেকে ২৩০ জনের বেশি করোনা রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর পরে এই দুটি ধরন শনাক্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এক্সই ধরন করোনাভাইরাসের অন্য যে কোনো ধরনের চেয়ে বেশি সংক্রমক। এই ধরনটি জানুয়ারিতে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হয়।
২ বছর আগে
বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি লাহিড়ী মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
আরও পড়ুন: সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই
২ বছর আগে
সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই
জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী আর নেই। মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি সঙ্গীত পরিচালক মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
বাপ্পি লাহিড়ী গত বছর কোভিডে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পরিচালক দীপক নামজোশি বুধবার সকালে গণমাধ্যমকে বলেন, বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য লাহিড়ী এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
তিনি বলেন, ‘মঙ্গলবার তার স্বাস্থ্যের আবারও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তখন তার রক্তচাপ কম ছিল এবং স্পন্দন অনুভব করা যাচ্ছিল না। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।’
লাহিড়ী হিন্দী চলচ্চিত্র শিল্পসহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে পরিচিত। তিনি নিজের লিখিত অনেকগুলো গান স্বকণ্ঠে ধারণ করেছেন। ১৯৮০'র দশকের চলচ্চিত্র বিশেষ করে ডিস্কো ড্যান্সার, নমক হালাল এবং শরাবী'র ন্যায় বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি সমাদৃত হন।
রিয়েলিটি শো বিগ বস ১৫-তে অভিনেতা সালমান খানের সাথে তাকে শেষবারের মতো পর্দায় দেখেন দর্শকেরা। বাঘি ৩ মুভির জন্য গাওয়া 'ভাঙ্কাস' গানটিই বলিউডে গাওয়া তার শেষ গান।
লাহিড়ীর মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অক্ষয় কুমার, সঙ্গীতশিল্পী এ আর রহমানের মতো বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন।।
মোদি টুইটে বলেন, ‘লাহিড়ীর মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তার প্রাণবন্ত প্রকৃতি সবার মনে থাকবে। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।’
আরও পড়ুন: কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই
বিচারপতি নাজমুল আহাসান আর নেই
‘মাসুদ রানা’র লেখক-প্রকাশক কাজী আনোয়ার হোসেন আর নেই
২ বছর আগে
চলে গেলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। ৯২ বছর বয়সী এই সুরসম্রাজ্ঞী রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান।
বিবিসি জানায়, করোনায় আক্রান্ত হওয়ার পর জানুয়ারির শুরুর দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল খ্যাতিমান এই শিল্পীকে।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
লতা মঙ্গেশকর এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৫টি আঞ্চলিক ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই।
এই শিল্পী ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোরে (বর্তমান মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেন।
১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়। এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।
১৯৭৪ সালে লতা মঙ্গেশকর প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।
আরও পড়ুন: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে
বিশ্বে করোনায় আক্রান্ত ৩৯ কোটি ২৯ লাখ ছাড়িয়েছে
ভারতে বেকারত্বের হার কমে ৬.৫৭ শতাংশ
২ বছর আগে