ঝিনাইদহ সীমান্ত
ঝিনাইদহ সীমান্তে আটক ৭: বিজিবি
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে রবিবার ভোরে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিকসহ সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: নভেম্বরে প্রায় ৮৭ কোটির টাকার চোরাচালান ও মাদক জব্দ: বিজিবি
আটকরা হলেন, দক্ষিণ দিনাজপুর (ভারত) গংঙ্গারামপুর থানার অশোক গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মো. মিজাহাজুল ইসলাম (৩২), মাগুরার সদর উপজেলার তারোরি গ্রামের সতেন্দ্রনাথ দাসের ছেলে সোহাগ দাস (২৮) ও তার স্ত্রী কনিকা বিশ্বাস (২১), ছেলে দেড় বছরের ছেলে সপ্নীল দাস। এছাড়া মাগুরার মোহাম্মদপুর থানার পলাশবাড়ীয়া গ্রামের শান্ত মণ্ডলের স্ত্রী সুবর্ণা মণ্ডল (৩৮), তার ছেলে অভয় মণ্ডল (১০) ও সাতক্ষীরা কলারোয়া উপজেলার কুশোডাংগা গ্রামের মৃত ছিদ্দিক মোল্লার ছেলে ইবাদুল ইসলাম (৩৬)।
আরও পড়ুন: ফুলবাড়ি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, রবিবার ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
১২২৯ দিন আগে
ভারতে যাওয়ার সময় ঝিনাইদহ সীমান্তে আটক ১৪
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় অনন্তপুর গ্রাম থেকে নারী শিশুসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি।
১৬৫২ দিন আগে