বিষ্ণুমূর্তি
পঞ্চগড় সীমান্ত থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
পঞ্চগড়ের নালাগঞ্জ সীমান্ত থেকে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার মধ্যরাতে সীমান্তের মেইন পিলার থেকে টোকাপাড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা মূর্তিটি উদ্ধার করে। তবে এসময় চোরাকারবারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
পরে শনিবার রাতে মূর্তিটি পরীক্ষার জন্য ৫৬ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছিল।
মূর্তিটি কষ্টিপাথরের বলে নিশ্চিত করেছেন বিজিবি। এছাড়া পাচারের উদ্দেশ্যে মূর্তিটি সীমান্ত এলাকায় আনা হয়েছে বলে ধারণা করছেন বিজিবি।
আরও পড়ুন: নওগাঁয় কষ্টিপাথরের ২টি শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ধার
টোকাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিমের পরিকল্পনায় জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নালাগঞ্জ সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৯৫ দশমিক ৮০০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি। যার দৈঘ্য ৪৬ ইঞ্চি প্রস্থ ২০ ইঞ্চি উপরের অংশে পুরুত্ব দুই ইঞ্চি মাঝের অংশে ছয় ইঞ্চি এবং নিচের অংশে পাঁচ দশমিক ছয় ইঞ্চি। এটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এর সিজার মূল্য ৯৫ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে গেছে বলে জানিয়েছেন বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, মূল্যবান এই কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি। দুর্লভ এই মূর্তিটি কোন জাদুঘরে রাখা যেতে পারে।
সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কষ্টিপাথরের ১১ মূর্তি দিল বিজিবি
নীলফামারীতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার
২ বছর আগে
সরাইলে দিঘী থেকে কাঠের বিষ্ণুমূর্তি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের একটি দিঘী থেকে কাঠের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের একটি দিঘী খনন করার সময় মূর্তিটি উদ্ধার হয়।
উদ্ধার হওয়া মূর্তিটি ১৩ ইঞ্চি লম্বা। বর্তমানে এটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: মহাদেবপুরে ৩৫ কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুম হওয়ায় দিঘীটির খনন কাজ করানো হচ্ছিল। খনন কাজে ব্যবহৃত ভেকুতে কাদামাখা অবস্থায় মূর্তিটি উঠে আসে। স্থানীয়রা প্রথমে এটিকে কষ্টিপাথরের মূর্তি ভাবে। পরে খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, মূর্তিটি কাঠের বলে ধারণা করা হচ্ছে। প্রত্নতত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে মূর্তিটি সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুকুর খননে মিলল প্রাচীন মূর্তি
বগুড়ায় ১০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি অংকিত টেরাকোটা নকশাকৃত মূল্যবান একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
বনগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে দুখু মিয়ার বাড়ি থেকে শনিবার মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির দৈর্ঘ্য ৬ইঞ্চি ও প্রস্থ ৬ইঞ্চি, ওজন ৭৬০ গ্রাম।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার
সংশ্লিষ্টরা জানান, শ্রমিক দুঃখু মিয়া শুক্রবার উপজেলার বাচোর সুন্দরপুর চাপড়া দিঘিতে মাটি খনন কালে এই মূর্তিটি পায় এবং সবার অগোচরে বাড়িতে নিয়ে আসে। পরে দুঃখু মিয়া মূর্তিটি সরকারের কাছে জমা দিবে বলে স্থানীয় ছাত্রলীগ নেতা লিপুকে জানায়।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
পরদিন শনিবার লিপু ইউএনওকে খবর দিলে ইউএনও সাথে সাথে ওই বাড়িতে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, উদ্ধারকৃত মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারি কোষাগারে পাঠানো হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী খননকালে কষ্টি পাথর উদ্ধার
৩ বছর আগে
নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের ৪টি মূর্তি উদ্ধার
নওগাঁয় চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে চারটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
৫ বছর আগে