ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি অংকিত টেরাকোটা নকশাকৃত মূল্যবান একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
বনগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে দুখু মিয়ার বাড়ি থেকে শনিবার মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির দৈর্ঘ্য ৬ইঞ্চি ও প্রস্থ ৬ইঞ্চি, ওজন ৭৬০ গ্রাম।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার
সংশ্লিষ্টরা জানান, শ্রমিক দুঃখু মিয়া শুক্রবার উপজেলার বাচোর সুন্দরপুর চাপড়া দিঘিতে মাটি খনন কালে এই মূর্তিটি পায় এবং সবার অগোচরে বাড়িতে নিয়ে আসে। পরে দুঃখু মিয়া মূর্তিটি সরকারের কাছে জমা দিবে বলে স্থানীয় ছাত্রলীগ নেতা লিপুকে জানায়।
আরও পড়ুন: জঙ্গলের ভেতর থেকে ২০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
পরদিন শনিবার লিপু ইউএনওকে খবর দিলে ইউএনও সাথে সাথে ওই বাড়িতে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, উদ্ধারকৃত মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারি কোষাগারে পাঠানো হবে।