মার্কিন নির্বাচন
মার্কিন নির্বাচনের ফলাফল ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন নির্বাচনের ফলাফল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করবে না। কারণ একজন বিশ্বনেতা হিসেবে অধ্যাপক ইউনূসের সঙ্গে উভয় দলের জ্যেষ্ঠ নেতাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, 'দুই দলেই তার (অধ্যাপক ইউনূস) বন্ধু আছে। সম্পর্ক অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত যোগাযোগের ওপর। অধ্যাপক ইউনূস একজন বিশ্বনেতা। সুতরাং কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে যিনিই জয়ী হোন না কেন, আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।’
মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনি ব্যবস্থাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয়। এর অর্থ হলো সরকারের তিনটি স্তরেই দুটি দল রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে।
আরও পড়ুন: আমাদের কাজ হচ্ছে স্বচ্ছ ও জোরালো উপায়ে সত্য বলা: ট্রাম্পের মন্তব্যের জবাবে প্রেস সচিব
মার্কিন যুক্তরাষ্ট্রের দল দুটি হলো-রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টি।
দেশটির অন্য দলগুলো প্রায়ই ‘তৃতীয় পক্ষ’ হিসেবে অভিহিত হয়। এর মধ্যে রয়েছে গ্রিন পার্টি, লিবার্টারিয়ানস, কনস্টিটিউশন পার্টি এবং ন্যাচারাল ল পার্টি।
প্রেস সচিব বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু এবং লবিস্টরা এই ইস্যুটিকে প্রভাবিত করে থাকতে পারে।
বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর ‘বর্বর হামলা’র বিষয়ে বৃহস্পতিবার কঠোর নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, সেখানে তাদের ওপর ‘হামলা ও লুটপাট চালানো হচ্ছে এবং দেশটি সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।’
শুক্রবার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ঘটনাবলি নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, কী ভাবছেন তা ‘অবশ্যই গুরুত্বপূর্ণ’। তবে তিনি জোর দিয়ে বলেন, তাদের কাজ সত্য প্রকাশ করা।
তিনি বলেন, 'তিনি (ট্রাম্প) শিগগিরই মুক্ত বিশ্বের নেতা হতে পারেন। কিন্তু আমাদের কাজ হচ্ছে সবচেয়ে স্বচ্ছ ও আকর্ষণীয় উপায়ে সত্য বলা।’
আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো এবং বাংলাদেশ তাদের সঙ্গে এই সুসম্পর্ক অব্যাহত রাখতে চায়।
তিনি বলেন, ‘বাংলাদেশে সংঘটিত নজিরবিহীন গণঅভ্যুত্থানে আমরা সারা বিশ্ব থেকে সমর্থন পেয়েছি। জনগণ জেগে উঠলে কোনো অশুভ শক্তি বাঁচতে পারে না।’
শুক্রবার রাতে সুইং স্টেট উইসকনসিনের বৃহত্তম শহর মিলওয়াকিতে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প একে অপরের থেকে কয়েক মাইলের ব্যবধানে সমাবেশ করেন।
মিলওয়াকি উইসকনসিনের সর্বাধিক ডেমোক্র্যাটিক ভোটের আবাসস্থল, তবে এর রক্ষণশীল রিপাবলিকান শহরতলিগুলো ট্রাম্পের পক্ষে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। কারণ তিনি ২০১৬ সালে অতি সামান্য ব্যবধানে জয়ী হওয়া রাজ্যটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন, যা ২০২০ সালে তিনি হারিয়েছিলেন।
রাজধানীর এফডিসিতে মার্কিন নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে এই ছায়া সংসদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনের আগ মুহূর্তে এক টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করায় পতিত সরকার মনে করছে বাংলাদেশের রাজনীতিতে তাদের ফিরে আসা সহজ হবে। ট্রাম্প নির্বাচিত হলে তার সঙ্গে মোদির সম্পর্ককে পুঁজি করে তারা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত স্বৈরাচারকে এ দেশের ছাত্র জনতা বাংলাদেশের রাজনীতিতে আর গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, মার্কিন নির্বাচনের কয়েক দিন আগে গত পরশু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সংঘ্যালঘুদের ওপর হামলার নিন্দার বিষয়ে কেউ কেউ রহস্য খোঁজার চেষ্টা করছে। আসলে এটি ট্রাম্পের ভোটের রাজনীতির কৌশল। যেহেতু কমলা হ্যারিস ভারতীয় বংশদ্ভেুাত। আমেরিকায় অবস্থানরত ভারতীয়রা বেশিরভাগই কমলাকে সমর্থন দেওয়ায় ট্রাম্প ভারতীয় হিন্দুদের সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের মন্তব্য করেছেন।
ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না” শীর্ষক ছায়া সংসদে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম, সাংবাদিক নুরুল ইসলাম হাসিব, সাংবাদিক আশিকুর রহমান অপু ও সাংবাদিক মো. আতিকুর রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদ সফর অত্যন্ত সফল ও ঐতিহাসিক: প্রেস সচিব
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে ইউনূস-বাইডেনের বৈঠক: প্রেস সচিব
১ মাস আগে
নির্বাচনের ফল বদলাতে ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টেও খারিজ
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরের করা মামলা শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। খবর বিবিসির।
৪ বছর আগে
মার্কিন নির্বাচন থেকে সরকার ও ইসির শিক্ষা নেয়া উচিত: বিএনপি
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা থেকে বর্তমান আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ বছর আগে
মার্কিন নির্বাচনে মামলার প্রভাব কী হবে?
ভোট দেয়ার দুই দিন পরও এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের অপেক্ষা করতে হচ্ছে যে কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। বিজয়ী হওয়ার জন্য ২৭০ ইলেক্ট্ররাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি রয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়া, মিশিগান ও জর্জিয়াতে মামলা করে ভোট ব্যবস্থার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
৪ বছর আগে
পেনসিলভানিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড স্টেট পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিরোধীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। খবর বিবিসির।
৪ বছর আগে
৪টি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্প শিবিরের মামলা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবির জর্জিয়ার কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করার আবেদন করেছে। খবর বিবিসির।
৪ বছর আগে
যুক্তরাষ্ট্রে যিনিই ক্ষমতায় আসুন না কেন আমাদের সমস্যা নেই: মন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার বলেছেন, মার্কিন নির্বাচনে যিনিই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশের কোনো সমস্যা নেই।
৪ বছর আগে
মার্কিন নির্বাচন: ব্যাটলগ্রাউন্ডগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের রাজ্যগুলো থেকে ফলাফলের আভাস আসতে শুরু করেছে।
৪ বছর আগে
নির্বাচনে জো বাইডেনকে জেতাতে মরিয়া চীন: ট্রাম্প
ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাটিক দল থেকে নির্বাচনে লড়ছেন জো বাইডেন।
৪ বছর আগে
১২ দিন পর করোনামুক্ত ট্রাম্প
হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি সোমবার বলেছেন, আক্রান্ত হওয়ার ১২ দিন পর করোনাভাইরাস মুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ বছর আগে