পুলিশ সদস্য প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ তরুণের মৃত্যু: ২ পুলিশ সদস্য প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহতের ঘটনায় অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই ঘটনা তদন্ত করার জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখছে পুলিশ। দুর্ঘটনাস্থলে ৭ জন পুলিশ সদস্য কর্মরত ছিলেন। তাদের মধ্যে দুজনকে গতকাল (শুক্রবার) রাতেই পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাঁপাইনবাবগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে তারা।
এর আগে, গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী (১৮) ও সোহাগ আহমেদ (১৯) নামে দুই তরুণ নিহত হন। পুলিশের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের ওপর একজনের মরদেহ রেখে অবরোধ করেন। পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন জ্বলিয়ে দেওয়া হয়।
অন্যদিকে, ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুনে দেয় তারা। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পর নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সার্কিট হাউস মোড়ে চেকপোস্ট বসানো হয়। সেখানে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ছিলেন। ওই চেকপোস্টে রিফাত ও সোহাগের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেওয়া হয়, কিন্তু সংকেত অমান্য করে তারা দ্রত গতিতে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনায় কবলিত হয়ে মারা যান।
১ দিন আগে
ফেনীতে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
ফেনী শহরের ট্রাংক রোডে বাঁশবোঝাই ট্রাকচালকের কাছে চাঁদাবাজির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় তাদের সাসপেন্ড (প্রত্যাহার) করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক শুক্কুর এবং কনস্টেবল জাহিদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে শহরের ট্রাংক রোডে দায়িত্বরত অবস্থায় পুলিশ উপপরিদর্শক শুক্কুর ও কনস্টেবল জাহিদ ট্রাক থেকে চাঁদা আদায় করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন ও ইমরান হোসেন হাতেনাতে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সিএনজি অটোরিকশাচালকের মাধ্যমে চা পানের কথা বলে ২০০ টাকা চাঁদা আদায় করছেন বলে স্বীকার করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী বলেন, বাঁশবোঝাই একটি ট্রাক থেকে এক সিএনজি অটোরিকশাচালক কিছু নিচ্ছিলেন দেখে আমাদের সন্দেহ হয়। তখন চালককে জিজ্ঞাসাবাদ শুরু করলে পাশে থাকা কনস্টেবল জাহিদ বলেন, গরিব মানুষ, ১০০-২০০ টাকা নিলে সমস্যা কি? তার এই ধরনের মন্তব্যে উপস্থিত সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সিএনজিচালক বলেন, এসআই শুক্কুর ও কনস্টেবল জাহিদ তাকে গ্যাস বিল বাবদ ২০০ টাকা নিতে বলেছেন। ঘটনাটি তাৎক্ষণিক ফেনীর অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেছি।
এ ব্যাপারে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত দুই পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুই পুলিশ সদস্য ফেনী জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: পাঁচ দেশের দূতাবাস থেকে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার
৩৩৫ দিন আগে
যুবকের মৃত্যু: সিলেটের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জসহ ৪ পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩
সিলেটের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিন আহমদের (৩৪) মৃত্যুর ঘটনায় ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে মহানগর পুলিশ। একই সাথে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
১৮৯৬ দিন আগে