চঞ্চল চৌধুরী
শাকিব খানের 'তুফান' চলচ্চিত্রের চমকপ্রদ কিছু তথ্য
২০২৩ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে কাজ শুরু হয় ‘তুফান’ চলচ্চিত্রের। সেই থেকে হৈচৈ-এর শুরু ঢালিউড সুপার স্টার শাকিব খান অভিনীত এই নতুন মুভি নিয়ে। ২৮ মার্চ প্রথম পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকে দর্শক ও গণমাধ্যমজুড়ে জল্পনা-কল্পনা যেন আরও বেড়ে গেছে। শাকিব ভক্ত ছাড়াও ছবিটি এবার বাংলা মুভিপ্রেমিদের আরও বড় অংশকে আকৃষ্ট করছে। কেননা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অংশ নিচ্ছেন দুই বাংলার জনপ্রিয় সব তারকারা। চলুন, অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘তুফান’ নিয়ে চমকপ্রদ কিছু তথ্য জেনে নেওয়া যাক।
‘তুফান’ এর পর্দার পেছনের শিল্পীরা
ছবিটির নির্দেশনায় রয়েছেন এ সময়ের ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। প্রথম ছবি ‘পোড়ামন ২’ (২০১৮) দিয়ে বাজিমাত করার পর থেকে তিনি একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়ে চলেছেন। ‘পরান’ (২০২২), ‘খাঁচার ভেতর অচিন পাখি’ (২০২১) এবং ‘সুড়ঙ্গ’ (২০২৩) এ অনবদ্য নির্মাণশৈলী রাফিকে এনে দিয়েছে স্বতন্ত্র ভক্তশ্রেণী।
বাংলাদেশের আলফা-আই স্টুডিওস ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের এসভিএফ- এই ৩টি প্রোডাকশন হাউজ যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি। স্বভাবতই নির্মাণ খরচের প্রতিযোগিতায় সমসাময়িক সব সিনেমাকে পেছনে ফেলতে যাচ্ছে ‘তুফান’।
আরও পড়ুন: শাকিব-সোনাল জুটি: কতটা বরাবর হলো!
‘তুফান’ চলচ্চিত্রের গল্প
কাহিনী ও চিত্রনাট্য নিয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা এখনও গোপনীয়তা বজায় রেখে চলেছেন। এরই মধ্যে ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর থেকে ভক্তদের মাঝে ছবি নিয়ে কৌতুহলটা দ্বিগুণ বেড়ে গেছে।
সোফায় হেলান দেওয়া শাকিব খানের বৈমানিক সানগ্লাসের সঙ্গে কালো জ্যাকেট, লম্বা ও ঢেউ খেলানো চুল মারদাঙ্গা কাহিনীর আভাস দিচ্ছে।
বুকের কাছে বোতাম খোলা শার্টের মাঝে গলার কালো লকেট, হাতের অনামিকা ও কনিষ্ঠায় কালো আংটি। এর সঙ্গে পায়ের কাছে কালো বন্দুকটি হলিউডের গডফাদার মুভির কথা মনে করিয়ে দেয়। সর্বপরি, দর্শক এবার পূর্ণদৈর্ঘ্য পর্দায় দেখতে চলেছে গ্যাংস্টার শাকিবকে। সেই সূত্রে বলা যেতে পারে যে, আদ্যোপান্ত হাই-ভোল্টেজ অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে ‘তুফান’।
আরও পড়ুন: ভারতের ৩ রাজ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’
‘তুফান’ এ দুই বাংলার সেরা তারকারা
সিনেমাটির সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়টি হলো এর কাস্টিং। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকাদের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এখানে। ফলে প্রত্যেক তারকার স্বতন্ত্র ভক্তদের সংযোজনে দুই বাংলা জুড়ে বিশাল এক দর্শক শ্রেণী তৈরি হয়েছে ‘তুফান’ এর জন্য।
শাকিব খানের বিপরীতে প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার তারকা মিমি চক্রবর্তী।
এটি কেবল মিমি-শাকিব জুটির প্রথম ছবিই নয়, সেই সঙ্গে এটি মিমির অভিনয় ক্যারিয়ারেও প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। ২০১২ সালের ‘বাপি বাড়ি যা’ এবং ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে লাইমলাইটে আসেন মিমি। এরপর থেকে বিভিন্ন আর্ট ফিল্মসহ অনেক ব্যবসায়িক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিগত বছরগুলোতে তার সেরা কাজগুলোর মধ্যে রয়েছে ‘এসওএস কলকাতা’ (২০২০) এবং ‘বাজি’ (২০২১)।
আরও পড়ুন: রাফির পরিচালনায় শাকিব খানের ‘তুফান’
‘তুফান’-এ প্রধান সহশিল্পী হিসেবে আরও থাকছেন বাংলাদেশের ছোট পর্দার তারকা মাসুমা রহমান নাবিলা। বড় পর্দায় আনাগোণাটা খুব একটা না থাকলেও ‘আয়নাবাজি’ (২০১৬)-এর মাধ্যমে দর্শকদের মনে এক বিশাল জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তকে। বিনোদন জগতে তার পদার্পণ বেশ আগে হলেও ‘সব চরিত্র কাল্পনিক’ (২০০৮), ‘আবহমান’ (২০১০), ‘নৌকাডুবি’ (২০১১), ‘চিত্রাঙ্গদা’ (২০১২) চলচ্চিত্রগুলো তাকে ব্যাপক সুখ্যাতি এনে দিয়েছে। বিগত দশকে তার সেরা কাজগুলো ছিলো ২০১৪-এর ‘জাতিস্মর’, ২০১৫-এর ‘রাজকাহিনী’ ও ‘আরশিনগর’, ২০১৬-এর ‘জুলফিকার’।
অতিথি চরিত্র হলেও ‘তুফান’-এর সঙ্গে চঞ্চল চৌধুরীর যুক্ত হওয়াটা দারুণ চমক দিয়েছে মুভিপ্রেমীদের।
আরও পড়ুন: একই প্ল্যাটফর্মে দুই তারকা শাকিব-সাকিব
চলতি বছরের ‘রুমি’ এবং ‘মনোগামী’ এর জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার খবরটি নেটিজেনদের মধ্যে রীতিমতো প্রত্যাশার ঝর বইয়ে দিয়েছে। বিশেষ চরিত্রটি কেমন হবে তা এখনও খোলাসা করা হয়নি। ফলে রায়হান রাফি ও চঞ্চল চৌধুরীর এই কাজ নিয়ে কৌতুহল বেড়েই চলেছে সিনেমাপ্রেমীদের।
এখানেই শেষ নয়; ‘তুফান’ টিমের সঙ্গে আরও রয়েছেন ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী বর্ষিয়ান অভিনেতা ফজলুর রহমান বাবু। তার এই সেরা কাজগুলো হচ্ছে ‘শঙ্খনাদ’ (২০০৪), ‘মেয়েটি এখন কোথায় যাবে’ (২০১৬), ‘ফাগুন হাওয়ায়’ (২০১৯), ‘গহীন বালুচর’ (২০১৭) এবং ‘বিশ্বসুন্দরী’ (২০২০), এবং ‘নোনা জলের কাব্য’ (২০২১)। দীর্ঘ অভিনয় জীবনে বহু সিনেমায় কাজ করলেও শাকিব খানের সঙ্গে এই প্রথম কাজ করছেন ফজলুর রহমান বাবু।
এছাড়া রায়হান রাফির ২০২১ সালের সিনেমা ‘খাচার ভিতর অচিন পাখি’তেও তার কাজ ব্যাপক ভাবে সমাদৃত হয়। যে কোনো চরিত্রে অবলীলায় মিশে যাওয়ার মতো এক অদ্ভূত স্বতঃস্ফূর্ততা রয়েছে এই শক্তিমান অভিনেতার মাঝে।
আরও পড়ুন: না ফেরার দেশে অভিনেতা রুমি
‘তুফান’ সিনেমায় আরও দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, একে আজাদ সেতু, গাজী রাকায়েত এবং হাসনাত রিপনকে।
কবে মুক্তি পাচ্ছে ‘তুফান’
সিনেমার শুটিং শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এ পর্যন্ত ভারতের হায়দারাবাদের রামুজি ফিল্ম সিটিতে শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ৯০ দশকের গাড়ি, বাড়িঘর ও অন্যান্য স্থাপনায় সাজানো সেটটি দারুণ ভাবে নজর কেঁড়েছিল দর্শকদের।
বর্তমানে কলকাতা শহরে দৃশ্য ধারণের কাজ চলছে, যেটি শুরু হয়েছিল গত ১৫ এপ্রিল থেকে। চলবে প্রায় এক মাস ধরে। পরিকল্পনা অনুসারে একটি ট্রেইলারও প্রকাশ করা হবে শিগগিরই। বাকি সবকিছু ঠিকঠাক থাকলে যাবতীয় চমক নিয়ে ‘তুফান’ এর পর্দা উঠবে আগামী ঈদুল আজহায়।
আরও পড়ুন: খালিদকে স্মরণ করে শুরু হচ্ছে টিএমএম বাংলা সংগীত প্রতিযোগিতা ২০২৪
শেষাংশ
দুই বাংলার বড় বড় ৩টি প্রযোজনা প্রতিষ্ঠানের সমর্থনে শাকিব খানের ‘তুফান’ মুভি বাংলাদেশি ছবির জন্য এক মাইলফলক হতে যাচ্ছে। বিশেষ করে ওটিটি (ওভার-দ্য-টপ) এর বদৌলতে রায়হান রাফির ভিন্ন ধারার নির্মাণশৈলী বাংলাদেশি ছবির নতুনত্বের ব্যাপারে অবহিত করবে গোটা বিশ্বকে।
অন্যদিকে, শাকিব খানসহ মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, ও ফজলুর রহমান বাবুর ভক্তরা সব মিলে বিশাল এক দর্শক শ্রেণী তৈরি করছে ‘তুফান’-এর জন্য। এই ধারাবাহিকতায় সর্বাঙ্গীনভাবে এই সিনেমার জন্য শৈল্পিক গুনগত মানের পাশাপাশি থাকছে ব্যবসায়িক ভাবেও সফল হওয়ার অপার সম্ভাবনা।
আরও পড়ুন: কারিনা-টাবু ও কৃতির ক্রু: তিন প্রজন্মের তিন নায়িকার রম্য সিনেমা
৬ মাস আগে
চঞ্চল ও জয়া ছাড়াও যারা পাচ্ছেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ঘোষণা করা হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ বিজয়ীদের তালিকা।
এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ‘হাওয়া’ সিনেমার জন্য পাচ্ছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠবে দুজনের হাতে। তারা হলেন ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। চলচ্চিত্র শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।
শ্রেষ্ঠ চলচ্চিত্র তালিকায় রয়েছে যৌথভাবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। শ্রেষ্ঠ পরিচালক ‘শিমু’ সিনেমার পরিচালক সৈয়দা রুবাইয়াত হোসেন। আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।
আরও পড়ুন: মিশুক মুনীর স্মারক পুরস্কার পেলেন সাংবাদিক শাকিল হাসান ও নির্মাতা মাসুদুর রহমান
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এর তালিকা এক নজরে দেখে নেওয়া যাক-
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ঘরে ফেরা
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র: মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ’)
শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র: আফসানা করিম ওরফে আফসানা মিমি (‘পাপ পূণ্য’)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: সুভাশিষ ভৌমিক (‘দেশান্তর’)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: মো. সাইফুল ইমাম ওরফে দিপু ইমাম ( অপারেশন সুন্দরবন)
শ্ৰেষ্ঠ শিশু শিল্পী: বৃষ্টি আক্তার (চলচ্চিত্র- ‘রোহিঙ্গা’) ও মুনতাহা এমিলিয়া (‘বীরত্ব’)
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মোছাঃ ফারজিনা আক্তার (‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: মাহমুদুল ইসলাম খান ওরফে রিপন খান (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ গায়ক: শুভাশীষ মজুমদার বাপ্পা ওরফে বাপ্পা মজুমদার (‘অপারেশন সুন্দরবন’) ও চন্দন সিনহা (‘হৃদিতা’)
শ্রেষ্ঠ গায়িকা: আতিয়া আক্তার আনিসা (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ গীতিকার: রবিউল ইসলাম জীবন (‘পরাণ’)
শ্রেষ্ঠ সুরকার: শওকত আলী ইমন (‘পায়ের ছাপ’)
শ্রেষ্ঠ কাহিনীকার: ফরিদুর রেজা সাগর (‘দামাল’) ও খোরশেদ আলম খসরু (‘গলুই’)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মুহাম্মদ আব্দুল কাইউম ( ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: এস এ হক অলিক (‘গলুই’)
শ্ৰেষ্ঠ সম্পাদক: সুজন মাহমুদ (‘শিমু)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: হিমাদ্রি বড়ুয়া (‘রোহিঙ্গা’)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (‘রোহিঙ্গা’)
শ্ৰেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (‘হাওয়া’)
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: তানসিনা শাওন (‘শিমু)
শ্রেষ্ঠ মেক-আপম্যান: মো. খোকন মোল্লা (‘অপারেশন সুন্দরবন’)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৩৫ জনের হাতে তুলে দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১
অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৯ পেলেন সাংবাদিক-লেখক শাহনাজ মুন্নী
১ বছর আগে
চঞ্চল-বাপ্পার হাতে টেলিসিনে অ্যাওয়ার্ড ২০২৩
ভারতের টেলিসিনে অ্যাওয়ার্ডসের ২০তম আসর কলকাতা নজরুল মঞ্চ বসেছিল রবিবার (৪ জুন)। কলকাতার একাধিক তারকার পাশাপাশি এবারের পুরস্কার উঠে বাংলাদেশের শিল্পীদের হাতেও। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার।
পুরস্কারটি পেয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পা। এ নিয়ে তিনি ফেসবুক প্রোফাইলের পোস্টে লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায়, বাংলা মিউজিকে বিশেষ অবদানের জন্য আমি ২০ তম টেলিসিনে অ্যাওয়ার্ডস ২০২৩ প্রাপ্ত হয়েছি।
রবিবার (৪ জুন) কোলকাতা নজরুল মঞ্চে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আমাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।’
সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে বাপ্পা আরও লেখেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সঙ্গে আমার সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন।’এদিকে, শুধু বাপ্পা মজুমদারই নয়। টেলিসিনে অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠে চঞ্চল চৌধুরীর হাতে। অন্যদিকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেন।
আরও পড়ুন: মুচলেকা দিয়ে জামিন পেলেন কণ্ঠশিল্পী নোবেল
জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
১ বছর আগে
চঞ্চল চৌধুরীর ‘ওভারট্রাম্প’ আসছে আগামীকাল
চঞ্চল চৌধুরী ওটিটি জগতে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন। স্ক্রিনে তাকে দেখা যাওয়া মানেই দর্শকদের উৎসাহ বেড়ে যাওয়া। সম্প্রতি প্রকাশ হয়েছে চঞ্চলের নতুন ওয়েব সিরিজ ‘ওভারট্রাম্প’-এর ট্রেলার। আর এটি মুক্তি পাচ্ছে ১৬ মার্চ (বৃহস্পতিবার)।
বাশার জর্জিস পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ওভারট্রাম্প’।
এতে চঞ্চলের পাশাপাশি অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেকে।
সিরিজটিতে একদম নতুন লুকে, নতুনভাবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। বিষয়টি জানিয়ে চঞ্চল ইউএনবিকে বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের ঘটনা বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। এই সিরিজে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এইটুকুই বলতে চাই।’
আরও পড়ুন: ওটা সত্যি অভিনয় ছিল না, ছিল মায়ের জন্য আবেগ: ‘কারাগার-২’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী
সিরিজের মধ্য দিয়ে চরকিতে প্রথমবারের মতো উপস্থিত হবেন এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি।
ওটিটিতে নিজের প্রথম কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত সামিরা খান মাহি। প্রিয় সব অভিনয়শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটাও তার জন্য বেশ আনন্দের।
তিনি বলেন, ‘আমার জন্য এই সিরিজে কাজ করাটা একদম নতুন অভিজ্ঞতা ছিল। সেই সঙ্গে দুর্দান্ত সব সহশিল্পীরা আমার কাজটি আরও সহজ করে দিয়েছেন। এখন কাজটা দেখে দর্শক পছন্দ করলে তবেই সেটা আমার ভবিষ্যতে কাজের জন্য অনুপ্রেরণা হবে।’
পরিচালক বাশার জর্জিস বলেন, ‘ওভারট্রাম্প গল্পটা কোভিডের সময়ের লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছে কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না। যা কমেডি হয়েছে সেটা ভিন্ন মাত্রার, যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্প-এর কাজের প্রতি আগ্রহ হয়।’
ছয় পর্বের সিরিজ ওভারট্রাম্প-এর গল্প লিখেছেন বাশার জর্জিস, সিদ্দিক আহমেদ, অম্লান ও মোন্তাসির মান্নান। আর চিত্রনাট্য লিখেছেন মোন্তাসির মান্নান। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান খসরু, মিউজিক করেছেন ইমন চৌধুরী ও জাহিদ নিরব। কালার গ্রেডিং করেছেন রাশেদুজ্জামান সোহাগ আর রিপন নাথের শব্দ পরিকল্পনা সিরিজটি যেনো এক অন্যমাত্রা যোগ করেছে।
আরও পড়ুন: আমি সবসময় মঞ্চে রয়েছি: চঞ্চল চৌধুরী
১ বছর আগে
এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবেন, ‘চঞ্চলবাবা ঘুমাইছো?’
গত ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সোয়া ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা চঞ্চল চৌধুরী বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী। ২৮ ডিসেম্বর (বুধবার) নিজ জেলা পাবনার সুজানগর উপজেলার কামারহাটে শেষকৃত্য হয় তার।
বাবাকে হারানোর উপলব্ধি নিয়ে আজ (বৃহস্পতিবার) তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস পোস্ট করেন চঞ্চল চৌধুরী। নিচে পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো-
`২৭ ডিসেম্বর রাতে, বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেলেন পরলোকে।
গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেলেন এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে।
সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গেছিলাম যে, বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি।
সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি।
সারা বাড়িময়,ঘরময় যেন বাবা গুঁটি গুঁটি পায়ে হেঁটে বেড়াচ্ছেন।
এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবেন, ‘চঞ্চলবাবা ঘুমাইছো?’
আরও পড়ুন: চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন
বাবার কোন কথা আর কোন দিন কানে বাঁজবে না,বাবাকে দেখতে পাবো না,এগুলো কোনভাবেই মেনে নিতে পারছি না।
যখন এই কথা গুলো লিখছি, শীতের এই সকালে, বাবার শালটাই আমার শরীরে জড়ানো।
যে জায়গায় রোদে বসে আছি,
এ জায়গায় বসেই বাবা রোদ পোহাতেন।
রোদের উষ্ণতা নয়,বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি এখন, বাকী জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে।"
পোস্টের শেষে চঞ্চল যোগ করেন, বাবার প্রয়াণে যে সকল সুহৃদ আমাদেরকে নানান ভাবে সমবেদনা জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা।
আরও পড়ুন: ওটা সত্যি অভিনয় ছিল না, ছিল মায়ের জন্য আবেগ: ‘কারাগার-২’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী
আমি সবসময় মঞ্চে রয়েছি: চঞ্চল চৌধুরী
১ বছর আগে
চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন
জনপ্রিয় অভিনেতা-গায়ক চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মঙ্গলবার রাতে শহরের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর।
রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতার বাবা। মঙ্গলবার রাতে অভিনেত্রী ও চঞ্চল চৌধুরীর বন্ধু শাহনাজ খুশি তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সাংবাদিক আবদুর রহমান খান আর নেই
বুধবার পাবনার সুজানগর উপজেলার কামারহাটস্থ চঞ্চল চৌধুরীর নিজ গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
রাধা গোবিন্দ চৌধুরীকে বার্ধক্যজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
বাবার অসুস্থতার কথা উল্লেখ করে চঞ্চল চৌধুরী ২৫ ডিসেম্বর তার ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘১৩ দিন ধরে আমার বাবা লাইফ সাপোর্টে আইসিইউতে আছেন। আমরা এখন শুধু দিন গুনছি।’
আরও পড়ুন: সুইডেন আ. লীগ নেতা ওবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই
১ বছর আগে
ওটা সত্যি অভিনয় ছিল না, ছিল মায়ের জন্য আবেগ: ‘কারাগার-২’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী
দর্শকদের আগ্রহের জায়গা থেকে বলা যায় এ বছরের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ ১৯ আগস্ট মুক্তি পেয়েছিল সিরিজটির প্রথম সিজন। এরপর থেকেই দ্বিতীয় সিজন কবে আসবে সেই অপেক্ষা দিন গুনছিলেন দর্শকরা।
শুধু বাংলাদেশেই নয়, ‘কারাগার’ দিয়ে পুরো পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে সিরিজটি পরিচালক সৈয়দ আহমেদ শাওকি; অভিনয়ে থাকা চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণসহ সকলেই।
আরও পড়ুন: ১৫ ডিসেম্বর আসছে ‘কারাগার ২’
শেষ হয়েছে অপেক্ষার পালা, সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায় ২২ ডিসেম্বর। আবারও দর্শকরা বুদ হলেন দারুণ এক নির্মাণ দেখতে। আর এই পুরো সিরিজ ঘিরে যাকে নিয়ে এতো আলোচনা তিনি চঞ্চল চৌধুরী।
‘কারাগার ২’ মুক্তি উপলক্ষে হইচই-এ একটি সাক্ষাৎকার প্রকাশ হয়। যেখানে উপস্থাপকের আসনে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সেখানে অনির্বাণের মন্তব্য ধরেই বলতে হয়, চঞ্চল চৌধুরী চোখের অভিব্যক্তি দিয়ে চরিত্রের যে বিশ্বাসযোগ্যতা তৈরি করেন সেটিই যেন তার অভিনয়ের মুন্সিয়ানাকে প্রমাণ করে।
দ্বিতীয় সিজনে দেখানো হয়েছে সিরিজটিতে চঞ্চল চৌধুরীর চরিত্রের তরুণ বয়স। এতে অভিনয় করেন দিব্য জ্যোতি। যিনি কিনা লেখক ও অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহানাজ খুশি দম্পতির সন্তান।
সিরিজটির শেষাংশ মুক্তির পর দিব্য জ্যোতির একটি কবিতা ফেসবুকে শেয়ার করে চঞ্চল চৌধুরী। এরসঙ্গে তিনি লেখেন, ‘অভিনয় আর জীবন কখন যে মিলে মিশে একাকার হয়ে গেছে, বুঝতে পারিনি, কারাগার ২ চলে এসেছে হইচই’তে। যারা দেখেছেন, তারা ভেবেছেন আমি হয়তো অভিনয় করেছি, ওটা সত্যি অভিনয় ছিল না। আমার মায়ের জন্য আমার যতটা আবেগ, যতটা কষ্ট, যতটা ভালোবাসা, কারাগার ২ তে আপনারা সেটাই দেখেছেন।’
দিব্য জ্যোতির কবিতার প্রসঙ্গে টেনে চঞ্চল আরও লেখেন, ‘দিব্য’র অভিনয়ও আমার কাছে অভিনয় মনে হয়নি। আমার চোখের জলের সঙ্গে দিব্য’র চোখের জল মিশে গিয়ে অন্য এক আবেগের জন্ম দিয়েছে কারাগার-২ তে। দিব্য’র সঙ্গে আমি এক ফ্রেমে দাঁড়াইওনি। তাহলে একই আবেগে কীভাবে দুজন ভাসলাম চোখের জলে, দর্শকদের চোখও কীভাবে ভিজে গেল?- এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ঠিক আরেকটি প্রশ্নের উত্তর খুঁজে ফিরছি সন্ধ্যা থেকে।’
চঞ্চল তার বাবা অসুস্থততার কথা উল্লেখ করে লেখেন, ‘অনেকেই জানেন আমার বাবা প্রচন্ড অসুস্থ। তেরো দিন বাবা আই সি ইউ’তে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শেষ সময়ে অপেক্ষারত আমরা সবাই। আমার অচেতন বাবার মনের কথা গুলো দিব্য কীভাবে লিখে ফেললো?’
আরও পড়ুন: ২৫০ বছর ধরে ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী
১ বছর আগে
আমি সবসময় মঞ্চে রয়েছি: চঞ্চল চৌধুরী
মঞ্চ নাটক দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন চঞ্চল চৌধুরী। পরবর্তী টিভি নাটক ও সিনেমায় ব্যস্তততা বাড়তে থাকে তার। তবে এরমধ্যেও মঞ্চে প্রায় দেখা যেত তাকে। কিন্তু ২০১৬ সালের আরণ্যক নাট্যদলের ‘চে’র সাইকেল নাটকের পর আর দেখা যায়নি এই অভিনেতাকে।
দীর্ঘদিন পর সেই বিরতি ভাঙছে!
এ বছরের শেষে আরণ্যক নাট্যদলের ‘রাঢ়াঙ’-এর পুলিশ চরিত্রে মঞ্চে দাঁড়াবেন চঞ্চল চৌধুরী। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বৃহস্পতিবার(১৭ নভেম্বর) ও শুক্রবার (১৮ নভেম্বর) ‘রাড়াঙ’ নাটকের ১৯৯ ও ২০০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: চরিত্রের প্রয়োজনে নতুন লুকে চঞ্চল চৌধুরী
দীর্ঘদিন পর ফেরা নিয়ে চঞ্চল চৌধুরী ইউএনবির সঙ্গে আলাপকালে বলেন, ‘মঞ্চে অভিনয় করছি না মানে দলের সঙ্গে সম্পৃক্ত নই এমনটা কিন্তু নয়। নিয়মিত আরণ্যকের সক্রিয় সদস্য। মঞ্চের সঙ্গে আমি সবসময় রয়েছি। আর অনেকদিন পর যেহেতু মঞ্চে উঠব এটি অবশ্যই অনেক আনন্দের বিষয়। কারণ এখান থেকেই আমার ক্যারিয়ার শুরু। এখন অন্যান্য ব্যস্ততার কারণে নিয়মিত কাজ করা হয় না এটা তো বাস্তবতা।’
চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘রাঢ়াঙ নাটকটির প্রায় ১৫০টি শো আমি করেছি। এখন নতুন নাটকগুলো করা হয় না। কারণ একটি নতুন প্রোডাকশনের শুরুতে কয়েক মাস মহড়াতে সময় দিতে হয়। সেটি হয়ে উঠে না। তবে বিশেষ শোগুলোতে থাকার চেষ্টা করি সবসময়।’
‘আরণ্যক’ নাট্যদলের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী বছর নাট্যোৎসবে আয়োজন হবে বলে জানা যায়।
২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে এটি চলবে ১ ফেব্রুয়ারির পর্যন্ত।
আরও পড়ুন: ২৫০ বছর ধরে ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী
ওয়েব সিরিজ ‘বলি’: অভিনব চরিত্রে চঞ্চল চৌধুরী
২ বছর আগে
১৫ ডিসেম্বর আসছে ‘কারাগার ২’
এ বছরে সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’। যার প্রথম পর্ব ‘হইচই’-এ মুক্তি পায় ১৯ আগস্ট। যেখানে মূল চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। বরাবরের মতো এবারও তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের।
২৫০ বছর ধরে তার বেঁচে থাকার রহস্যে ডুবে ছিল দর্শক। এই রহস্য উন্মোচন হবে সিরিজের দ্বিতীয় পর্বে। দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটছে শিগগিরই।
আরও পড়ুন: ২৫০ বছর ধরে ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী
১৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘কারাগার ২’।
সম্প্রতি ‘হইচই’-এ মুক্তি পাবে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোধ’-এর শেষ পর্বে জানানো হয় ‘কারাগার ২’-এর মুক্তির তারিখ।
এছাড়াও পরিচালকও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
‘কারাগার’-এ অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, নাঈম, ফারিণ, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।
প্রথম পর্বের গল্পে দেখা যায় ২৫০ বছর ধরে জীবিত চঞ্চল চৌধুরী। ৫০ বছর ধরে জেলে বন্দি তিনি।
দাঁতে কালো ছোপ। মারের চোটে চোখ ফুলে লাল টকটকে। গায়ে কালশিটে দাগ। কথাও বলতে পারছে না।
ইশারায় বোঝান তিনি মীরজাফরের খুনি।
এই সব রহস্যের উন্মোচন হবে ‘কারগার’-এর দ্বিতীয় পর্বে।
আরও পড়ুন: ‘হাওয়া’য় মেতেছে দর্শক
‘হাওয়া’ এপিঠ ওপিঠে এরফান মৃধা শিবলু
২ বছর আগে
২৫০ বছর ধরে ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী
সিনেমা বা ওটিটির পর্দা, দুই অঙ্গনেই তরুপের তাস এখন চঞ্চল চৌধুরী। ‘আয়নাবাজি’র পর ‘হাওয়া’ নিয়ে বড়পর্দার মধ্যমণি এখন তিনি। এই সিনেমার আলোচনা যখন চলমান এরমধ্যে নতুন অবয়ব নিয়ে সামনে এলেন তিনি।
ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ এর পর্দায় ১৯ আগস্ট মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় এই সিরিজে রহস্যময় এক কয়েদীর চরিত্রে দেখা যাবে চঞ্চলকে।
‘কারাগার’ সিরিজে চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ পাওয়ার পর থেকেই আলোচনা শুরু। এরপরই প্রকাশ পেল ট্রেলার। ‘তাকদীর’ এর পর এই সিরিজ দিয়েও নতুন এক রহস্যের গল্প বলবেন পরিচালক। সেটি ট্রেলারে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।
ট্রেলারে দেখা যায়, আকাশনগর সেন্ট্রাল জেলে ৩২৫ জন কয়েদী। একদিন হেড-কাউন্টের সময় দেখা গেল একজন অতিরিক্ত কয়েদী। তাকে পাওয়া গেল ৫০ বছর ধরে বন্ধ এক সেলে। কিন্তু সেখানে ব্যক্তিটি কীভাবে এলো!
আরও পড়ুন: ‘হাওয়া’য় মেতেছে দর্শক
পরবর্তীতে জানা যায় ২৫০ বছর ধরে জেলখানায় বন্দি তিনি। খুন করেছেন মীরজাফরকে। বর্তমান নিয়ে সবজান্তা এই কয়েদীর তথ্যে বিস্মিত হন সকলে।
‘কারাগার’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রতিটা কাজের ভিন্নতা থাকে। তবে চ্যালেঞ্জের জায়গা থেকে কারাগার আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিরিজ। এখানে চরিত্রটি আমাকে ভীষণ টেনেছে। ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য সবকিছু নিখুঁত করার চেষ্টা ছিল। মূল কথা, আমি চ্যালেঞ্জটা নিতে চেয়েছি। ওজন কমানো, মেকআপের পেছনে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করা, কস্টিউম; সব কিছু ঠিকঠাক রাখার জন্য বেশ পরিশ্রম হয়েছে। এখন দর্শকরা কীভাবে নেবেন সেটি মুক্তির পর বোঝা যাবে।’
অন্যদিকে পরিচালক শাওকী বলেন, ‘কারাগার নিয়ে প্রায় প্রায় দেড় বছর আগে কাজ শুরু করি। এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় স্ক্রিপ্টের কাজ এটা। এতে রহস্য আছে, ইতিহাস ও নাটকীয়তা আছে। সিরিজটির সঙ্গে থাকা সবাইকে অনেক ধন্যবাদ। সবার পরিশ্রমে কাজটি সুন্দরভাবে হয়েছে।’
‘কারাগার’-এ আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, জয়ন্ত চট্টোপাধ্যায়, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।
আরও পড়ুন: ‘হাওয়া’ এপিঠ ওপিঠে এরফান মৃধা শিবলু
অ্যামাজন প্রাইমে বাংলাদেশের সিনেমা
২ বছর আগে