এ বছরে সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’। যার প্রথম পর্ব ‘হইচই’-এ মুক্তি পায় ১৯ আগস্ট। যেখানে মূল চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। বরাবরের মতো এবারও তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের।
২৫০ বছর ধরে তার বেঁচে থাকার রহস্যে ডুবে ছিল দর্শক। এই রহস্য উন্মোচন হবে সিরিজের দ্বিতীয় পর্বে। দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটছে শিগগিরই।
আরও পড়ুন: ২৫০ বছর ধরে ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরী
১৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘কারাগার ২’।
সম্প্রতি ‘হইচই’-এ মুক্তি পাবে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোধ’-এর শেষ পর্বে জানানো হয় ‘কারাগার ২’-এর মুক্তির তারিখ।
এছাড়াও পরিচালকও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
‘কারাগার’-এ অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, নাঈম, ফারিণ, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।
প্রথম পর্বের গল্পে দেখা যায় ২৫০ বছর ধরে জীবিত চঞ্চল চৌধুরী। ৫০ বছর ধরে জেলে বন্দি তিনি।
দাঁতে কালো ছোপ। মারের চোটে চোখ ফুলে লাল টকটকে। গায়ে কালশিটে দাগ। কথাও বলতে পারছে না।
ইশারায় বোঝান তিনি মীরজাফরের খুনি।
এই সব রহস্যের উন্মোচন হবে ‘কারগার’-এর দ্বিতীয় পর্বে।
আরও পড়ুন: ‘হাওয়া’য় মেতেছে দর্শক