আরিফিন শুভ
নতুন সিনেমায় আরিফিন শুভ
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর দেশজুড়ে চলছে আরিফিন শুভ বন্দনা।
সিনেমায় তার অভিনয় দেখে হল থেকে বের হতে হতে কেউ চোখ মুছছেন, তো কেউ প্রশংসায় পঞ্চমুখ। দর্শকের এমন ভালোবাসায় সিক্ত হতে থাকা আরিফিন শুভ এবার জানালেন নতুন কাজের খবর।
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার এই হ্যান্ডসাম হাঙ্ক। সিনেমার নাম ‘নীলচক্র’। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ।
আরও পড়ুন: শুভ’র প্রশংসায় নাসিরুদ্দিন শাহ
তবে বরাবরের মতই সিনেমাটির কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এই নায়ক। শুধু এটুকুই জানালেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’
এরই মধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে।
ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিতও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন- মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।
আরও পড়ুন: এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
শেষ হচ্ছে শুভ-বিন্দুর অপেক্ষা
১ বছর আগে
শুভ’র প্রশংসায় নাসিরুদ্দিন শাহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পাবে ভারতেও। এই উপলক্ষে সিনেমাটি প্রচারণায় অংশ নিতে সম্প্রতি মুম্বাই পৌঁছেছেন সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ।
ভারতে মুক্তি পাওয়া উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন শুভসহ সিনেমার কলাকুশলীরা।
সিনেমাটি দেখার পর আরিফিন শুভর ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের নাসিরুদ্দিন শাহ।
এছাড়াও সেখানে উপস্থিত থেকে সিনেমাটির প্রশংসা করেছেন বলিউডের অনেক তারকা। যাদের মধ্যে ছিলে অদিতি রাও হায়দারি, রজিত কাপুর, শ্রেয়া ঘোষাল, দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।
আরও পড়ুন: ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সংবাদ সম্মেলনে পরিচালক শ্যাম বেনেগাল বলেন যে ‘অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবকন্যা ছবিটি পছন্দ করেছেন।’
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’।
সিনেমায় আরিফিন শুভ ছাড়া আরও অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
১ বছর আগে
‘মুজিব: একটি জাতির রূপকার’: দর্শকের মনে আরও গেঁথে গেছেন বঙ্গবন্ধু
সারাদেশে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেল বহুল প্রতিক্ষীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় সাধারণত মধ্যাহ্নভোজের পরেই থাকে। এবারের চিত্রটাও তেমন।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় আজ দুপুর ৩টা ও সন্ধ্যা ৭টার শোতে দেখানো হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’। প্রথম শো শেষ হয় প্রায় সন্ধ্যা ৬টায়। ততক্ষণে সাংবাদিকদের ভির জমে হল থেকে বাহির হওয়ার দরজায়।কারণ ভেতরে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখছেন আরিফিন শুভ। এরইমধ্যে সবার জানা এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন এই চিত্রনায়ক।
শো শেষ হতেই হলভর্তি দর্শক বের হওয়া শুরু করল, সঙ্গে ছিলেন আরিফিন শুভ।এমন সময় মুজিব কোর্ট পরা একজন তরুণ দর্শককে দেখে এগিয়ে গেলাম। জানতে চাইলাম কেমন লাগলো সিনেমাটি?
তার ভাষ্য, ‘জাতির জনককে আমরা এতদিন পরে জেনেছি, এবার সিনেমার পর্দায় তাকে দেখে ভিন্ন এক বঙ্গবন্ধুকে মনে হয় চিনলাম। যা পড়েছি সেই ঘটনাগুলো যেন চোখের সামনে দেখছি। আরিফিন শুভকে ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে চরিত্রটিকে এতটা বাস্তব রূপে তুলে ধরার জন্য। এছাড়া অন্য চরিত্রেগুলো যারা আছেন সবাই দারুণ করেছেন।’
শিউলি আক্তার নামে একজন দর্শক এসেছেন তার সন্তানকে নিয়ে। সিনেমাটি দেখার পর অনুভূতি জানাতে দিয়ে তিনি বলেন, ‘আসলে প্রত্যাশার চেয়েও বেশিকিছু পেলাম। মনে হলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি সিনেমা তো এমনই হবে। আমার সন্তানকে নিয়ে এসেছি আমাদের জাতির জনককে পর্দায় দেখাতে। আমাদের নতুন প্রজন্মের উচিত সিনেমাটি দেখা। যেহেতু বই পরার চর্চা এখন কমে গেছে, সেই জায়গা থেকে এই সিনেমায় যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে অনেক তথ্যই উঠে এসেছে তাই অনেক বিষয় জানা যাবে।’
আরও পড়ুন: ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় ৭টার শো দেখার জন্য দর্শক এরইমধ্যে প্রবেশ করছে তখন। মূল ফটকের সামনে বেশ ভিড়। তার সঙ্গে আরিফিন শুভ যেহেতু সেখানে তাকে ঘিরে ভক্তদের বাড়তি একটি ভিড় রয়েছেই। সিনেমা দেখার পর নায়ক যখন চোখের সামনে, তখন এমনটা যেন চিরচেনা চিত্র।
এদিক-সেদিক দেখতে দেখতে কথা হলো কলেজপড়ুয়া একজনের সঙ্গে। সিনেমার পর্দায় বঙ্গবন্ধুকে দেখে তার অনুভূতি জানতে চাইলাম। তিনি বলেন, ‘আমরা বিদেশি অনেক সিনেমা দেখি যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ককে দেখানো হয়। আমাদের দেশের সিনেমায় এই চর্চা খুব একটা নেই। গুটিকয়েক সিনেমায় দেখা গেলেও ঠিক যেন হয়ে উঠছিল মনে হয়নি। তবে এবারের অভিজ্ঞতাটা ভিন্ন। এই সিনেমা অনেক কথা বললো। শুধু গল্পের গাঁথুনি নয়, সিনেমাটির নির্মাণ ছিল আন্তর্জাতিক মানের। আর সবচেয়ে ভালোলাগার বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পর্দায় এতো ডিটেইলস দেখতে পেলাম। আরিফিন শুভকে বেশ মানিয়েছে। আর বেশ আবেগঘন অবস্থায় হল থেকে বের হয়েছি।’
‘মুজিব: একটি জাতির রূপকার’ ট্রেলার প্রকাশে পর এর বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা তৈরি হয়। কিন্তু মুক্তির পর চিত্রটা ভিন্ন। ছোট-বড় সকল দর্শকের মুখে প্রশংসা সিনেমাটি নিয়ে। কেউ বলছেন কেঁদেছেন আবার কারও মনে আরও গভীরভাবে গেঁথে গেছেন বঙ্গবন্ধু। এটিই হয়তো একটি সিনেমার স্বার্থকতা।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ পরিচালনা করেছেন বলিউড পরিচালক শ্যাম বেনেগাল।এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
প্রকাশ্যে এলো 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার গান
১ বছর আগে
এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
ঘোষণা এসেছে ১৩ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনামাটি পরিচালনা করেছেন বলিউডের শ্যাম বেনেগাল। আর এর মূখ্য চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
আরও পড়ুন: বুসান: ‘অটোবায়োগ্রাফি’ দেখে হল ভর্তি দর্শকের উচ্ছ্বাস
সিনেমাটি মুক্তির ঘোষণা থেকে প্রচারণায় বেশ সরব আরিফিন শুভ। সম্প্রতি রাজধানীর রাস্তায় সিনেমার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরসঙ্গে গতকাল (১০ অক্টোবর) ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর সংবাদ সম্মেলনে সিনেমাটিতে অভিনয় করতে পেরে নিজের অনুভূতিও ব্যক্ত করেছেন গণমাধ্যমে।
বঙ্গবন্ধুর বায়োপিকে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘এই সিনেমায় যদি অল্প সময়ের কোনো চরিত্র অথবা স্পটবয় থাকতে বলা হলেও আমি থাকতাম।’
তিনি আরও বলেন, ‘সিনেমার গল্প কি সেটা আমি কখনো জানতে চাইনি। কারণ প্রথমত এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। দ্বিতীয়ত, এটির পরিচালক শ্যাম বেনেগাল। কাজটি করার জন্য এগুলোই যথেষ্ট। আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। আর এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় আরিফিন শুভ ছাড়াও রয়েছেন- চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ প্রমুখ।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
প্রকাশ্যে এলো 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমার গান
১ বছর আগে
ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’
‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ৩১ মার্চ বেশকিছু শহরে সিনেমাটি মুক্তি পাবে। ঈদ উপলক্ষে মাসব্যাপী এটি প্রদর্শিত হতে যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আরিফিন শুভ অভিনীত ছবিটি মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস।
‘ব্ল্যাক ওয়ার’র কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার ইউএনবিকে বলেন, ‘৩১ মার্চ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেয়া হচ্ছে। পরবর্তীতে ঈদ উপলক্ষে সবগুলো গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে। একই ডিস্ট্রিবিউটর কানাডা ও মধ্যপ্রাচ্য মুক্তির জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে।’
ডিস্ট্রিবিউশন এজেন্সির দুই কর্ণধারের একজন নওশাবা রুবনা রশীদ বলেন, ‘যুক্তরাষ্ট্র-কানাডা দর্শকদের জন্য উপযোগী সিনেমা বেছে নিয়ে এসে আমরা মুক্তি দিয়ে থাকি। তাই আমাদের প্রতি এ অঞ্চলের দর্শকদের আস্থা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার প্রতিফলন ঘটছে থিয়েটারে দর্শক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে।’
পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছর ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর, ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়।
‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর ও খশরু পারভেজ প্রমুখ।
এছাড়া একটি গানে চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি রয়েছে।
আরও পড়ুন: ঈদে আসছে শাকিব-বুবলি জুটির ‘লিডার: আমিই বাংলাদেশ’
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’
১ বছর আগে
অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’
‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ১৩ জানুয়ারি দেশে মুক্তি পেয়েছে। এবার সিনেমাটি পাড়ি দিচ্ছে অস্ট্রেলিয়ায়। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় আরিফিন শুভ অভিনীত ছবিটি মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস অষ্ট্রেলিয়া।
‘ব্ল্যাক ওয়ার’র কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার ইউএনবিকে বলেন, ‘১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় রিলিজের মাধ্যমে ‘ব্ল্যাক ওয়ার’র বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম মার্কেট হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। আশা করি সিনেমাটি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করতে সমর্থ্য হবে।’
অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান আর সাদিয়া নাবিলার দুর্দান্ত অভিনয় অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য বাড়তি উৎসাহ যুগিয়েছে। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
আরও পড়ুন: বছরের শুরুতে প্রেক্ষাগৃহে আরিফিন শুভ
১ বছর আগে
বছরের শুরুতে প্রেক্ষাগৃহে আরিফিন শুভ
প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’।
ফলে আগামী ১৩ জানুয়ারি এটি মুক্তিতে আর কোনো বাধা নেই।
গত রবিবার (১ জানুয়ারি) ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়, মঙ্গলবার (৪ জানুয়ারি) বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। একইসঙ্গে সেন্সর বোর্ডে সদস্যরা ছবিটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন।
এ প্রসঙ্গে সিনেমাটির কাহিনীকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার ইউএনবিকে বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মত, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক দর্শকবৃন্দের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে।
আরও পড়ুন: নতুন সিনেমায় আরিফিন শুভ, পরিচালক অনম বিশ্বাস
তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’
পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।
চিত্রনায়িকা ববি হকের একটি বিশেষ উপস্থিতি পাওয়া যাবে একটি গানে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেয়া হয়।
আরও পড়ুন: কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো: আরিফিন শুভ
‘মুজিব’-এর ট্রেইলার নিয়ে প্রথম কান যাত্রায় আরিফিন শুভ
১ বছর আগে
নতুন সিনেমায় আরিফিন শুভ, পরিচালক অনম বিশ্বাস
চমক দিয়েই নতুন বছর শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। কয়েকদিন আগেই জানা গিয়েছে মিজানুর রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এবার তার নতুন সিনেমার প্রেক্ষাপট ১৯৭১।
‘দেবী’ খ্যাত পরিচালক অনম বিশ্বাসের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। এটি অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা; প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য করেছেন অনম নিজেই।
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন, ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’
জানা গেছে ,আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করছেন তা দ্রুতই জানানো হবে।
আরও জানা গেছে, আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’, ‘নূর’ ও ‘মুজিব’ সিনেমা। আর ভালবাসা দিবসে মুক্তি পাবে আরিয়ানের নাম ঠিক না হওয়া রোমান্টিক সিনেমা।
নতুন সিনেমায় আরিফিন শুভ,পরিচালক অনম বিশ্বাস
আরও পড়ুন: বলিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় যেসব ‘স্টার কিডস’
আরিয়ানের সিনেমায় শুভ-বিন্দু
'সুড়ঙ্গ' হতে যাচ্ছে বড় পর্দায় নিশোর প্রথম সিনেমা
২ বছর আগে
আরিয়ানের সিনেমায় শুভ-বিন্দু
প্রায় ৮ বছর অভিনয় থেকে দূরে রয়েছেন লাক্স তারকা আফসান আরা বিন্দু। শুধু তাই নয়, অভিনয় থেকে বিরতির পর গণমাধ্যমের সামনেও আসনেনি তিনি। অথচ সমসামায়িক অনেকের চেয়ে এগিয়ে ছিল তার ক্যারিয়ারের সম্ভাবনা। ভক্তদেরও এ নিয়ে কিছুটা আক্ষেপ তো ছিলই। অবশেষে সেটি ঘুচতে যাচ্ছে।
মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় চরকি অরিজিনাল সিনেমায় দেখা যাবে বিন্দুকে। তার সঙ্গে জুটি বেঁধে থাকবেন আরিফিন শুভ। এই ওটিটি প্ল্যাটফর্মের প্রথম কোনো কনটেন্টে অভিনয় করবেন এই তারকা।
অনেকদিন পর কাজে ফেরা প্রসঙ্গে আফসান আরা বিন্দু গণমাধ্যমে বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারবো ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’
আরও পড়ুন: 'সুড়ঙ্গ' হতে যাচ্ছে বড় পর্দায় নিশোর প্রথম সিনেমা
সিনেমাটি প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে।’
পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ফিলগুড লাভ স্টোরি /ফিলগুড রোমান্স জনরার হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।’
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
নিলয় ও সারিকার ‘এক টিকেটে দুই ছবি’
২ বছর আগে
‘মুজিব’-এর ট্রেইলার নিয়ে প্রথম কান যাত্রায় আরিফিন শুভ
কান চলচ্চিত্র উৎসবের দিকে চোখ থাকে বিশ্বের সব সিনেমাপ্রেমীদের। প্রিয় তারকা কোন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সেটিই যেন সকল আলোচনার কেন্দ্র। প্রথমবার এমনই এক খবরের শিরোনামে এলেন চিত্রনায়ক আরিফিন শুভ।
ফ্রান্সে মঙ্গলবার (১৭ মে) পর্দা উঠবে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের। এবারের আয়োজনে ‘মুজিব’ সিনেমার ট্রেইলার নিয়ে হাজির হবেন আরিফিন শুভ। আর এ উদ্দেশ্যে আগামীকাল ঢাকা ছাড়বেন এই তারকা।
উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে ‘মুজিব’ সিনেমার ট্রেইলার প্রদর্শন করা হবে।
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রথম অংশ নেয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘অবশ্যই আনন্দের একটি খবর আমার জন্য। স্বপ্নের মতো মনে হচ্ছে। এমন একটি সিনেমার কারণে যাওয়ার সুযোগ পাচ্ছি সেটি অনেক সম্মানের। আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য আজকের সবকিছু। সবাইকে ভালোবাসা।’
জানা গেছে, কান যাত্রায় আরিফিন শুভর সঙ্গে আরও যেতে পারেন নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া ভারতের তথ্যমন্ত্রীসহ দেশটি থেকে সিনেমাটির টিমের কয়েক জন উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব’। এটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। আর প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।
আরও পড়ুন: ‘শান’ দেখতে তারার মেলা
২ বছর আগে