সুপারস্টার
'বাজিগর ২' নিয়ে আলোচনায় শাহরুখ খান
ফের আলোচনায় ১৯৯৩ সালের বলিউড সিনেমা ‘বাজিগর’ ও সুপারস্টার শাহরুখ খান।
রোমান্টিক থ্রিলার ধাঁচের এ সিনেমার সিক্যুয়াল নির্মাণ নিয়ে আলোচনা চলছে।
এরই মধ্যে শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে এ খবর।
প্রযোজক রতন জৈন সম্প্রতি ‘ইটাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে ‘বাজিগর ২’ নির্মাণের সম্ভাবনার ইঙ্গিত দেন।
জৈন জানান, শাহরুখ খানের সঙ্গে আলোচনা চলছে। তবে সুপারস্টার শাহরুখ পুনরায় সেই ভূমিকায় অভিনয় করতে রাজি হলে, তবেই প্রকল্পটি এগোবে।
আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি: সন্দেহভাজন আটক
সিক্যুয়ালটির জন্য একটি পরিকল্পনা এরই মধ্যে এগিয়েছে বলে জানান প্রযোজক।
এটি যে পুরোনো সিনেমার সিক্যুয়াল, সেটি যেন নিশ্চিত হয়, সেভাবেই স্ক্রিপ্ট তৈরি ও নতুন দিকনির্দেশনায় জোর দেন তিনি।
জৈন বলেন, ‘আমরা শাহরুখের সঙ্গে বাজিগর-২ নিয়ে কথা চালিয়ে যাচ্ছে। তবে এখনও খুব বেশি কিছু ঘটেনি। নিশ্চয়ই তৈরি করা হবে।’
চিত্রনাট্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও চূড়ান্ত হয়নি। জৈন তার মৌলিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তার আকর্ষণীয় কাহিনী, দুর্দান্ত অভিনয় এবং স্মরণীয় সাউন্ডট্র্যাকের জন্য প্রশংসিত হয়েছিল সেটি।
১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত 'বাজিগর' শাহরুখ খানকে তারকাখ্যাতি এনে দেয়। আব্বাস-মাস্তান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছিলেন কাজল, শিল্পা শেঠি, রাখী, সিদ্ধার্থ রায়, দলীপ তাহিল এবং জনি লিভার।
মুভিটির রহস্যময় আখ্যান এবং অভিনেতাদের দ্যুতিময় অভিনয় এটিকে তাত্ক্ষণিক ক্লাসিক করে তুলে।
সম্প্রতি বাজিগর সিনেমার ৩১তম বার্ষিকী উদযাপন করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: শাহরুখ খানকে হত্যার হুমকি
১ মাস আগে
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
প্রসঙ্গ যখন শাকিব খান, তখন ঘটনার পাশাপাশি রটনাও যেন খুব স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশি এই সুপারস্টারের নতুন সিনেমায় এবার তার বিপরীতে অভিনয় করতে চলেছেন একজন বলিউড নায়িকা। কে হতে যাচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেলেনি। তবে, ইতোমধ্যে দু’-একটি নাম সিনেমাপাড়াসহ যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক উন্মাদনার খোরাক যোগাচ্ছে। চলুন, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
শাকিবের বিপরীতে কোন বলিউড নায়িকা
একেবারেই অতিরঞ্জিত নয়, বরং এই হৈচৈটাকে বেশ সঙ্গতই বলা চলে। একে একে ঢালিউড, টালিউডের পর এবার বলিউড নায়িকাদের নাম শোনা যাচ্ছে শাকিব খানের বিপরীতে। তাও আবার সরাসরি বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে।
বিস্ময়কর ব্যাপার হলেও সত্য যে একদম প্রথম দিকে উঠে এসেছিল এ প্রজন্মের কিছু জনপ্রিয় বলিউড নায়িকাদের নাম। তারা হলেন ২০১২ সালের বোল বাচ্চান-খ্যাত প্রাচী দেশাই, ইনফ্লুয়েন্সার ও ২০১৯-এর রিয়েলিটি শো বিগ বস ১৩-খ্যাত শেহনাজ গিল এবং ২০১২ সালের কিয়া সুপার কুল হ্যা হাম-খ্যাত নেহা শর্মা।
আরও পড়ুন: পাতালঘর: চরকিতে আসছে নুসরাত ফারিয়ার ওয়েব ফিল্ম
এদের মধ্যে আরও একজন ছিলেন- জেরিন খান। আর ২০১০-এর ভীর, ২০১১-এর রেডি এবং ২০১২-এর হাউজফুল-২-এর মত ব্লকবাস্টারের এই নায়িকার কথাই সব থেকে বেশি শোনা যাচ্ছে। কেননা ঢাকাই সিনেমাটির জন্য এখন পর্যন্ত একমাত্র জেরিন খানের সঙ্গেই কথা বার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম প্রকাশ করা হয়নি।
১ বছর আগে
শাকিব খানের পর ঘরটি শূন্য!
ঢালিউড ইন্ডাস্ট্রি এক সময় ছিল তারকায় ভরপুর। একসঙ্গে একাধিক সুপারস্টারের সিনেমা মুক্তি পেত। নব্বইয়ের দশক পর্যন্ত দেখলে চিত্রটা এমনই। ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়েছে একসঙ্গে কয়েকজন নায়ক। কিন্তু সেই চিত্র পাল্টে যেতে থাকে একুশ শতকের শুরু থেকে। যাদের নাম-খ্যাতি দিয়েছে এই বাংলা সিনেমা, তাদের অনেকেই ক্যামেরার সামনে থাকার চেয়ে নিজেদের অন্যান্য কাজে ব্যস্ত রাখতে শুরু করেন।
সিনেমায় অশ্লীলতা ছড়াতে থাকে সেই সময়ই। তবে তখন যেই মানুষটি শুধু সিনেমা ঘিরেই ছিলেন তিনি প্রয়াত চিত্রনায়ক মান্না। তবে তার সঙ্গে আরও একটি নাম জুড়ে দিতে হয় আজ যার ক্যারিয়ারের দুই যুগ পার হলো। বলছিলাম শাকিব খানের কথা।
মান্না প্রয়াত হওয়ার পর তার উত্তরসূরীর জায়গাটা শাকিব খান সফলতার সঙ্গেই গুছিয়ে নিয়েছেন। অনেকগুলো বছর তার ওপর ভরসা করেই চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রি। সিনেমার ডিজিটাল ফর্ম আসার পর অনেকেই চিত্রনায়ক পরিচয়ে ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং আসছেন। তবে এখন পর্যন্ত শাকিব খানের পর ঘরটি শূন্য।
আরও পড়ুন: আরিয়ানকে সিনেমার প্রস্তাব দেন শাকিব খান
আজও সর্ব্বোচ্চ হল পাওয়া সিনেমার নায়ক শাকিব খান। আর প্রযোজকদের কাছে এখনও তিনি ভরসার নাম। ক্যারিয়ারের দুই যুগপূর্তির দিনটিও তিনি নতুন সিনেমা ‘প্রিয়তমা’র শুটিংয়ে কক্সবাজারে ব্যস্ত আছেন। শুটিং ইউনিটের সঙ্গে কেক কেটে দিনটি শুরু করেন শাকিব।
আসন্ন ঈদুল আজহার সিনেমা প্রিয়তমার শুটিংয়ে কক্সবাজারে ব্যস্ত সময় পার করছেন এই নায়ক। ‘প্রিয়তমা’ নির্মাণ করছেন হিমেল আশরাফ। যেখানে শাকিবের বিপরীতে রয়েছেন ইধিকা পাল।
ক্যারিয়ারের দুই যুগ উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন শাকিব।
সেখানে তিনি বলেন, ‘আজ আমার চলচ্চিত্রের ক্যারিয়ারের বিশেষ দিন। আমার তো মনে হয় সেদিন চলচ্চিত্রে এলাম। আফতাব খান টুলু ভাইয়ের সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে প্রথম সেদিনও তো ক্যামেরার সামনে দাঁড়ালাম। সময় আসলেই কারও জন্য অপেক্ষা করে না। তবে আমার মনে হয়, আমি সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার দর্শকরা যেভাবে চেয়েছেন তাদের হিরোকে দেখতে, সেভাবে উপস্থিত হওয়ার চেষ্টা করে গেছি। এখনও করছি।’
শাকিব আরও বলেন, ‘আসলে সাফল্যের কোনো মূলমন্ত্র নেই। তবে একজন হিরোর সাফল্যের মূলমন্ত্র কিন্তু দর্শকদের ভালোবাসা। নায়ক যদি দর্শকদের চাওয়া-পাওয়ার মূল্য দেয়, তাহলে দর্শকদের কাছে সে গ্রহণযোগ্যতা পায়। সাফল্যও আসে।’ দর্শকরা তাকে সেই ভালোবাসা দিতেও কার্পণ্য করেননি। সেই জায়গা থেকে নিজেকে বাংলাদেশের সিনেমার আচ্ছ্বাদন মনে করেন কি-না প্রশ্নে শাকিব বলেন, ‘আমি যখন যে কাজটি করি, তা শতভাগ মনোযোগ দিয়েই করি। সেই কাজের সঙ্গে আমার প্রেম থাকে। এখন দর্শক আমাকে বাংলাদেশের সিনেমার শামিয়ানা মনে করলে তাদের রায় মাথা পেতে নেবো।’
উল্লেখ্য, এখন পর্যন্ত শাকিব খানের ঝুলিতে রয়েছে ২৪৭টি সিনেমা। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে তার চলচ্চিত্রের পথচলা শুরু।
আরও পড়ুন: অবশেষে শাকিব খানকে পেলেন নির্মাতা রায়হান রাফি
১ বছর আগে
হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
ভারতের নিরাপত্তা কর্তৃপক্ষ বলিউড সুপারস্টার সালমান খান এবং তার বাবা সেলিম খানের নিরাপত্তা জোরদার করেছে।
সোমবার সকালে সালমানের বাড়িতে যাওয়ার পর মুম্বাই পুলিশের একজন সিনিয়র অফিসার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘রবিবার খানদের (সালমান খান ও তার বাবাকে) একটি হুমকি চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতে খান পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
প্রসঙ্গত, রবিবার সকালে সালমান খানের বাবা প্রাতঃভ্রমণ থেকে ফেরার সময় মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় তাদের বাড়ির বাইরে ‘হুমকি দেয়া চিঠি’ পান।
চিঠিতে বলা হয়েছে, ‘পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালার মতো একই পরিণাম হবে আপনাদের’।
আরও পড়ুন: বজরঙ্গি ভাইজান-২: মুন্নিকে নিয়ে বলিউড মাতাতে আবারও আসছেন সালমান
উল্লেখ্য, পাঞ্জাবের স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা শিথিল করার পর সম্প্রতি পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুজ ওয়ালা আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পুলিশ বলেছে, তারা হুমকি চিঠির বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। কারণ পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালাকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর দলের লোকেরা হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ২০১৮ সালে তারা সালমান খানকেও হত্যার হুমকি দিয়েছিল।
আবদুল রশিদ সেলিম সালমান খান ১৯৬৫ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। বলিউডের এই সুপারস্টার তার ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি তৃতীয় ধনী বলিউড অভিনেতা, যার আনুমানিক সম্পদ ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার।
রোমান্টিক নায়ক থেকে চটকদার অ্যাকশন সিনেমা পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করা ছাড়াও, সালমান একজন চলচ্চিত্র প্রযোজকও।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়েতে প্রাক্তন প্রেমিক সালমান ও রণবীরকে 'নিমন্ত্রণ করা হয়নি'
সালমান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’- সিনেমায় সহ-অভিনেতা হিসেবে বলিউডে তার কর্মজীবন শুরু করেন।
তবে তার সাফল্য আসে এর এক বছর পরে রোমান্টিক ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’-তে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য সালমান খান পুরস্কার পান।
অ্যাকশন থ্রিলার-‘করণ-অর্জুন’ (১৯৯৫), কমেডি সিনেমা-‘বিবি নং ওয়ান’ (১৯৯৯) এবং পারিবারিক কাহিনীনির্ভর সিনেমা-‘হাম সাথ-সাথ হ্যায় (১৯৯৯) বাণিজ্যিকভাবে তার অন্যতম সফল কাজ।
২০০০-এর দশকে ক্যারিয়ারে সামান্য ছন্দপতনের পর সালমান পরবর্তী দশকে ‘দাবাং’ (২০১০), ‘এক থা টাইগার’ (২০১২), ‘কিক’ (২০১৪), ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫) এবং ‘সুলতান’ (২০১৬) এর মতো অ্যাকশন চলচ্চিত্রগুলোতে প্রধান চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেন।
আরও পড়ুন: তথ্যচিত্রে সালমানের জীবন
৫৫ বছর বয়সী এই অভিনেতা একজন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক এবং ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’- নামে একটি দাতব্য সংস্থার পরিচালকও।
তবে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরখ্যাত এই তারকাকে নিয়ে বিতর্কও কম নেই। তার একজন সাবেক প্রেমিকা তার বিরুদ্ধে ‘নিপীড়ন’ করার অভিযোগ এনেছিলেন। এবং বিলুপ্ত প্রায় প্রজাতির দুটি কালো হরিণ শিকারের দায়ে ২০১৮ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
২ বছর আগে
স্টার সিনেপ্লেক্সে ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি
দীর্ঘ ৩৬ বছর পর পর্দায় আসছে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো ছবি ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি। টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে। মুক্তির পরপরই আলোড়ন তোলে ছবিটি। তখনকার সময়ে বক্স অফিসে ঝড় তোলা এই ছবি বিশ্বব্যাপি ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে।এবারের ছবি ‘টপ গান: ম্যাভেরিক’। পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত অবলিভিয়ন ছবির পরিচালক জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ।কিন্তু করোনার কারণে ছবিটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। অবশেষে আগামী ২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।
গত ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। সেখানে অংশ নিয়েছেন ছবির প্রধান অভিনেতা টম ক্রুজ। আগের ছবি শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’।
আরও পড়ুন: শুধু ট্রেলার দেখে সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না: শ্যাম বেনেগালএবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। নতুন ছবিতে তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে। নৌবাহিনীর নতুন প্রজন্মের পাইলটদের পরামর্শদাতা সে। টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।টম ক্রুজের ম্যাজিক যে গত সাড়ে তিন দশকে এতটুকুও ফিকে হয়নি এই ছবির সিক্যুয়েল তারই প্রমাণ। ফের একবার দুরন্ত গতিতে জেট প্লেন উড়িয়ে, বোম্বার জ্যাকেট ও রে ব্যান রোদচশমায় রূপালি পর্দা কাঁপাতে আসছেন ‘টপ গান’ তারকা। সঙ্গে রয়েছে তাঁর ভুবন ভোলানো হাসি, যে হাসিতে কুপোকাত গোটা বিশ্বের লক্ষ নারী হৃদয়। ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করে দর্শকদের শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্য দিয়ে কাহিনী এগিয়ে নিতে যিনি সবচেয়ে বড় পারদর্শী অভিনেতা তিনি হলেন হলিউড তারকা টম ক্রুজ।সিনেমার নতুন ট্রেলারে তিনি আবারও দর্শকদের সেই টানটান উত্তেজনার ঝলক দেখালেন। এখানে টম ক্রুজকে সেই পুরনো দিনের রূপেই আবার পাওয়া গেছে। ট্রেলারটিতে বেশ কিছু চোখ ধাঁধানো বিমান উড্ডয়নের দৃশ্য রয়েছে। বারবার তাকে ফাইটার জেট বিমানের মধ্যেই দেখা গেছে। এগুলোর বেশিরভাগই বাস্তবে টম ক্রুজ নিজেই শুট করেছেন, কোন স্ট্যান্টম্যানের সাহায্য নেননি। তাকে এরকম ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিতেও দেখা গেছে।সেখানেও কোন স্ট্যান্টম্যানের সাহায্য না নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিজেই অনেক দুধর্ষ সাহসিক দৃশ্যে কাজ করেছেন টম। তাই টম ক্রুজকে নিয়ে দর্শকদের কৌতুহল বরাবরই একটু বেশি। নতুন ‘টপ গান’-এ সেই কৌতুহল কতখানি মেটাতে পারবেন তিনি সেটাই এখন দেখার অপেক্ষা।
আরও পড়ুন: কান উৎসবে 'মুজিব' বায়োপিকের ট্রেলার উদ্বোধন
কান উৎসব ২০২২: উদ্বোধনী অনুষ্ঠানে জেলেনস্কির ভাষণ
২ বছর আগে
মাদক মামলায় জামিন পাননি শাহরুখ পুত্র আরিয়ান
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান মঙ্গলবার মাদক মামলায় জামিন পেতে ব্যর্থ হয়েছেন।কেননা মুম্বাই হাইকোর্ট বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে।
যুক্তিতর্ক চলাকালীন আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগি আদালতে যুক্তি দিয়েছেন,আরিয়ান ২৩ বছর বয়সী একজন যুবক, যাকে জেলের পরিবর্তে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো উচিত।
মুম্বাইয়ের কাছে একটি ক্রুজ জাহাজ থেকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক ঘণ্টা জেরার পর আরিয়ানকে ৩ অক্টোবর গ্রেপ্তার করে এনসিবি।
আরও পড়ুন: টম হল্যান্ডের ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’ নিয়ে সিনেমাপাড়ায় হৈচৈ
আরিয়ান ও তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ এবং আরও আটজনকে এ সময় আটক করা হয়। আটকদের মধ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। তবে আরিয়ান ও আরও সাতজনকে বিচারিক হেফাজতে রাখা হয়েছে।
আরিয়ানের বাবা শাহরুখ বলিউডের সবচেয়ে প্রতিভাবান তারকা হিসেবে বিবেচিত। ‘কিং খান’ নামে পরিচিত এই তারকা ২৫ বছরের ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন।
প্রকৃতপক্ষে, শাহরুখ ১৯৯৫ সালে রোমান্টিক ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-তে অভিনয় করার পর খ্যাতি অর্জন করেন, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম চলমান ব্লকবাস্টার সিনেমা।
আরও পড়ুন: পরীমণির মাদক মামলার অভিযোগ শুনানি ১৫ নভেম্বর
শাহরুখ ২০০২ সালের 'দেবদাস' ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল, যেখানে তিনি মদ্যপ চরিত্রে অভিনয় করেছিলেন।
৫৫ বছর বয়সী এই অভিনেতা অনেক টিভি শো উপস্থাপনা করেছেন। এছাড়াও তিনি প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের মালিক।
শাহরুখের মোট সম্পদের পরিমাণ প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। আরিয়ান ছাড়াও তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
আরও পড়ুন: চরকিতে রায়হান রাফির প্রথম অনলাইন সিনেমা ‘খাঁচার ভিতর অচিন পাখি’
৩ বছর আগে
বেগমগঞ্জের ভয়াবহতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ঢালিউড তারকারা
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের মামলায় বিচারের দাবিতে অংশগ্রহণকারীদের দলে যোগ দিয়েছেন দেশের ঢালিউড তারকারাও।
৪ বছর আগে