ভারতের নিরাপত্তা কর্তৃপক্ষ বলিউড সুপারস্টার সালমান খান এবং তার বাবা সেলিম খানের নিরাপত্তা জোরদার করেছে।
সোমবার সকালে সালমানের বাড়িতে যাওয়ার পর মুম্বাই পুলিশের একজন সিনিয়র অফিসার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘রবিবার খানদের (সালমান খান ও তার বাবাকে) একটি হুমকি চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতে খান পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
প্রসঙ্গত, রবিবার সকালে সালমান খানের বাবা প্রাতঃভ্রমণ থেকে ফেরার সময় মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় তাদের বাড়ির বাইরে ‘হুমকি দেয়া চিঠি’ পান।
চিঠিতে বলা হয়েছে, ‘পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালার মতো একই পরিণাম হবে আপনাদের’।
আরও পড়ুন: বজরঙ্গি ভাইজান-২: মুন্নিকে নিয়ে বলিউড মাতাতে আবারও আসছেন সালমান
উল্লেখ্য, পাঞ্জাবের স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা শিথিল করার পর সম্প্রতি পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুজ ওয়ালা আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পুলিশ বলেছে, তারা হুমকি চিঠির বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। কারণ পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালাকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর দলের লোকেরা হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ২০১৮ সালে তারা সালমান খানকেও হত্যার হুমকি দিয়েছিল।
আবদুল রশিদ সেলিম সালমান খান ১৯৬৫ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। বলিউডের এই সুপারস্টার তার ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি তৃতীয় ধনী বলিউড অভিনেতা, যার আনুমানিক সম্পদ ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার।
রোমান্টিক নায়ক থেকে চটকদার অ্যাকশন সিনেমা পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করা ছাড়াও, সালমান একজন চলচ্চিত্র প্রযোজকও।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়েতে প্রাক্তন প্রেমিক সালমান ও রণবীরকে 'নিমন্ত্রণ করা হয়নি'
সালমান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’- সিনেমায় সহ-অভিনেতা হিসেবে বলিউডে তার কর্মজীবন শুরু করেন।
তবে তার সাফল্য আসে এর এক বছর পরে রোমান্টিক ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’-তে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য সালমান খান পুরস্কার পান।
অ্যাকশন থ্রিলার-‘করণ-অর্জুন’ (১৯৯৫), কমেডি সিনেমা-‘বিবি নং ওয়ান’ (১৯৯৯) এবং পারিবারিক কাহিনীনির্ভর সিনেমা-‘হাম সাথ-সাথ হ্যায় (১৯৯৯) বাণিজ্যিকভাবে তার অন্যতম সফল কাজ।
২০০০-এর দশকে ক্যারিয়ারে সামান্য ছন্দপতনের পর সালমান পরবর্তী দশকে ‘দাবাং’ (২০১০), ‘এক থা টাইগার’ (২০১২), ‘কিক’ (২০১৪), ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫) এবং ‘সুলতান’ (২০১৬) এর মতো অ্যাকশন চলচ্চিত্রগুলোতে প্রধান চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেন।
আরও পড়ুন: তথ্যচিত্রে সালমানের জীবন
৫৫ বছর বয়সী এই অভিনেতা একজন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক এবং ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’- নামে একটি দাতব্য সংস্থার পরিচালকও।
তবে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরখ্যাত এই তারকাকে নিয়ে বিতর্কও কম নেই। তার একজন সাবেক প্রেমিকা তার বিরুদ্ধে ‘নিপীড়ন’ করার অভিযোগ এনেছিলেন। এবং বিলুপ্ত প্রায় প্রজাতির দুটি কালো হরিণ শিকারের দায়ে ২০১৮ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।