প্রস্তুতি সভা
গণমিছিল সফলে প্রস্তুতি সভা করেছে সিলেট মহানগর বিএনপি
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ৩০ ডিসেম্বরের গণমিছিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে নগরের ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন -এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
আরও পড়ুন: কারাগারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে: বিএনপি
তিনি বলেন, বিএনপি কেন্দ্রীয় মহাসমাবেশের আগে কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাক্কারজনকভাবে সন্ত্রাসী হামলা, লুটপাট ও স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতাকে অন্যায়, অবৈধভাবে পাক হায়েনাদের কায়দায় রাতের আধারে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ
তিনি আরও বলেন, অবৈধ এই সরকার বিএনপির দলীয় নেতাকর্মীদের ওপর হিস্র আচরণ শুরু করেছে। শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের মুক্তি, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর সিলেটে গণমিছিল সফল করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন প্রমুখ।
আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির ১২ নেতার পদত্যাগ
১ বছর আগে
‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে এর কন্ট্রোল রুম খোলা হয়েছে।
৫ বছর আগে
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুত রাঙ্গামাটি
প্রবল গতিতে বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় রাঙ্গামাটি জেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
৫ বছর আগে