কাতার বিশ্বকাপ
সোনারগাঁয়ে খেলা পাগলের কাণ্ড!
কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। রাতেই আর্জেন্টিনা মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।
আর এই ফাইনাল খেলার আগে অন্যরকম এক কাণ্ড ঘটিয়েছেন নারায়ণগঞ্জের এক ব্রাজিল সমর্থক। দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি।
দুধ দিয়ে গোসল করা ওই ব্রাজিল সমর্থক নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিয়ারচর গ্রামের মো. জুয়েল রানা। তিনি একজন ব্যবসায়ী।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে খর্বাকায় পুরুষ আফশিনের আদ্যোপান্ত
তার গোসলের ৪ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলার হাবীবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আর্জেন্টিনার সমর্থকদের দলে কেন যোগ দিলেন জানতে চাইলে জুয়েল রানা জানান, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি।
দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার, আর নেইমার এর অভিনয় মোটেই ভালো লাগেনা।
আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক থাকব।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বালতিতে দুধ রাখা। সেখান থেকে একটি মগে করে জুয়েল মাথায় দুধ ঢালছেন। এসময় স্থানীয় আর্জেন্টিনার সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন তুষার এর নেতৃত্ব তিনি আজীবন আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকবেন বলেও জানান।
জুয়েল রানা ব্রাজিলের সমর্থক ছিলেন। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে। যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া তিন গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে তিনি আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় মেম্বার আবুল হোসেন তুষার বলেন, সোনারগাঁ উপজেলায় আর্জেন্টিনার সমর্থক বিপুল। আর্জেন্টিনা একটি সেরা দল, জুয়েল রানার মাঝে সেই বোধোদয় জন্মেছে, সেজন্য তাকে শুভেচ্ছা জানাই।
এসময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে সাধুবাদ জানান।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের প্রদর্শনী শুরু
২ বছর আগে
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলার সময় মার্কিন সাংবাদিকের মৃত্যু
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালে শনিবার ভোরে বিখ্যাত মার্কিন ফুটবল সাংবাদিক গ্র্যান্ট ওয়াহল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
মার্কিন মিডিয়া জানিয়েছে, খেলার অতিরিক্ত সময়ে লুসাইল স্টেডিয়ামে সাংবাদিকদের জন্য সংরক্ষিত অংশে ওয়াহল তার আসনে ফিরে যান এবং তার পাশে থাকা সাংবাদিকদের কাছে সাহায্য চান।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির র্যালি ‘মিডিয়া কার্ডে’ খালেদা-তারেকের ছবি ব্যবহারে সাংবাদিকদের সমালোচনা
ওয়াহলের পাশে বসে সংবাদ কভার করা প্রবীণ ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক কেয়ার র্যাডনেজ বলেন, জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত সাড়া দেন এবং ঘটনাস্থলেই তাকে ২০ বা ৩০ মিনিট মতো চিকিৎসা দেন। তারপরে তাকে একটি স্ট্রেচারে করে নিয়ে যান।
র্যাডনেজ বলেন, ‘সত্যিই তিনি মূলধারার ক্রীড়া মানচিত্রে ফুটবলকে তুলে ধরতে সাহায্য করেছেন।’
তিনি বলেন, ‘গ্রান্টের শক্তিশালী নৈতিক অবস্থান ছিল। কোথায় খেলাধূলা হওয়া উচিত এবং কীভাবে খেলাধুলা করা উচিত প্রভৃতি নিয়ে।’
বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, তাকে দোহার হামাদ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবারের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা মার্কিন দূতাবাস এবং সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।’
ওয়াহল গত এক দশক ধরে স্পোর্টস ইলাস্ট্রেটেডের জন্য লিখতেন। এরপরে তিনি তার নিজস্ব ওয়েবসাইট শুরু করেন।
ওয়াহল তার অষ্টম বিশ্বকাপ কভার করছিলেন। তিনি সোমবার তার ওয়েবসাইটে লিখেছেন যে তিনি কাতারে থাকাকালীন একটি ক্লিনিকে গিয়েছিলেন।
ওয়াহল লিখেছেন, ‘অবশেষে আমার শরীর ভেঙে পড়েছে। তিন সপ্তাহের সামান্য ঘুম, উচ্চ চাপ এবং প্রচুর কাজের ফলে এমন হতে পারে।’
তিনি আরও লেখেন, ‘গত ১০ দিন ধরে যা ঠান্ডা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের খেলার রাতে তা আরও গুরুতর হয়। আমি অনুভব করছি যে আমার বুকের ওপরে চাপ ও অস্বস্তি আরও বাড়ছে।’
আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় মার্কিন সাংবাদিক নিহত
ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১১ সাংবাদিক
২ বছর আগে
সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ স্ট্রীমিং: কোথায় , কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
FIFA World Cup Qatar 2022: Saudi Arabia vs Poland Live: দেখতে দেখতে আজ কাতার বিশ্বকাপের ৬ষ্ঠ দিন। গত রাত ১টায় ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র ম্যাচের মধ্য দিয়ে ৬ষ্ঠ দিনের সূচনা। আজকের (২৬/১১/২০২২) তৃতীয় ম্যাচে এশিয়ান ফুটবলে মুসলিম শক্তি সৌদি আরব মাঠে নামবে পোল্যান্ডের বিপরীতে। এর আগে দুইটি দলই তাদের প্রথম ম্যাচ খেলেছে। একদিকে সৌদি আরব বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের বিশ্বকাপে হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে অপর দিকে পোল্যান্ড তাদের নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে গোল শূণ্য ড্র করেছে।
অপরদিকে আজ জিতলেই সৌদি আরব নক আউট পর্বে চলে যাবে ইতিহাস সৃষ্টি করে।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ?
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি তিউনেশিয়া বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
টিভিতে পোল্যান্ড বনাম সৌদি আরব লাইভ খেলা
বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
পাকিস্তান: ARY Digital Network
নেপাল: Media Hub Private Limited
ভারতীয় উপমহাদেশ: Sony Network
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সাথে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ সৌদি আরব বনাম পোল্যান্ড দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইচবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ।
বিশ্বকাপের জন্য সৌদি আরব বনাম পোল্যান্ড সম্ভাব্য একাদশ
সৌদি আরব সম্ভাব্য একাদশ
সৌদি আরব : আল ওয়াইস (গোলরক্ষক), আল শাহারানি, মাদু, আল আমারি, আল ঘানাম, আল নাজাই, আল মালিকি, আল দাওসারি, আল ফারাজ, আল মৌলাদ, আল শেহরি।
পোল্যান্ড সম্ভাব্য একাদশ
পোল্যান্ড: (৩-৪৩): সেজনি (গোলরক্ষক), বেডনারেক, কিভিওর, গিলিক, জুরকোস্কি, ক্রাইচোয়াক, বিয়েলিক, জালেউস্কি, জিলিনস্কি, লেভানদোভস্কি, সিমানস্কি।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
২ বছর আগে
কাতার বিশ্বকাপ: জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এ বিপর্যয়ের গল্প একের পর এক রচিত হচ্ছে। কারণ জাপানের সামুরাই আর্মি গ্রুপ ই-তে প্রথম খেলায় জার্মানিকে ২-১ গোলে পরাজিত করেছে।
প্রথমার্ধে জার্মানি আধিপত্য বিস্তার করে বেশ কয়েকটি বল জাপানি গোলে নিক্ষেপ করে। ডেভিড রাউমকে গোলরক্ষক শুইচি গোন্ডার ফাউল জার্মানি তাদের পেনাল্টি দেয়। যা ইল্কে গুন্ডোগান আধা ঘণ্টার ব্যবধানে রূপান্তরিত করেন।
দ্বিতীয়ার্ধে দর্শকদের জন্য সম্পূর্ণ ভিন্ন দৃশ্য ছিল, কারণ জাপান প্রচণ্ডভাবে লড়াই করে এবং ৭৫তম মিনিটে বিকল্প রিতসু দোনের মাধ্যমে নিজেদেরকে সমতা এনে দেয়।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান
৮৩তম মিনিটে নিকো স্লোটারবেকের ভুলের পর সত্যিকার অনুশোচনার মধ্যে জার্মানি-ভিত্তিক টাকুমা আসানো জয়সূচক গোলটি করে জাপানকে ২-১ গোলে এগিয়ে দেয়।
দৃঢ় রক্ষণাত্মক পারফরম্যান্স এবং শুইচি গোন্ডার কিছু দুর্দান্ত গোলকিপিং নিশ্চিত করেছে জাপান গ্রুপ ই ওপেনারে তিন পয়েন্ট পায়।
মূল ভূমিকায় যারা-
ইল্কে গুন্দোগান: জার্মান গোলরক্ষক, গুন্ডোগানের বেশ কয়েকটি সুযোগ ছিল, যা জাপানি রক্ষণভাগ বাদ দিয়েছিল। ভুলগুলো তাকে বার বার পীড়িত করছিল।
জামাল মুসিয়ালা: উদীয়মান তারকা দুর্দান্ত ছিল এবং তার দুর্দান্ত পায়ের জাদুকরি খেলার মাধ্যমে ঝলক দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত গুনফলের অভাব ছিল ।
তাকুমা আসানো: প্রাক্তন আর্সেনাল ফরোয়ার্ড যখন বদলি খেলোয়ার হিসেবে মাঠে নেমেছিলেন এবং সামুরাই ব্লু-এর হয়ে জয়সূচক গোলটি শেষ করেছিলেন তখন খেলার চিত্র বদলে যায়।
হিরোকি সাকাই: অভিজ্ঞ ফুলব্যাক দুর্দান্তভাবে খেলেছে এবং ডান দিকে একটি হুমকি ছিল। দ্বিতীয়ার্ধে তার দলের জন্য মাত্রাতিরিক্ত সুযোগ তৈরি করেছিলেন তিনি।
শুইচি গোন্ডা: জাপানের এক নম্বর খেলোয়ার। তার শট-স্টপিংয়ের মাধ্যমে সংশোধন করেছে এবং নিশ্চিত করেছে যে খেলাটি জাপানের ইতিহাসের পক্ষে যাবে।
ফলাফল
গ্রুপ ই-তে জাপান শীর্ষে আছে। আর জার্মানি নীচে। কারণ স্পেন এবং কোস্টারিকা এখনও খেলতে পারেনি। জাপানের কাছে ২-১ ব্যবধানে হারের পর কাতার বিশ্বকাপে গ্রুপ ই-তে জার্মানির প্রথম হওয়ার সম্ভাবনা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। ২৮ নভেম্বর স্পেনের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ খেলবে জার্মানি। আর ২৭ নভেম্বর জাপান খেলবে কোস্টারিকার বিপক্ষে।
আরও পড়ুন: রোনালদোর গায়ে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি
কাতার বিশ্বকাপ ২০২২: গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার
২ বছর আগে
কাতার বিশ্বকাপ: স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির অনুমতি নেই
কাতার বিশ্বকাপের আয়োজকরা ফুটবল টুর্নামেন্টের জন্য ব্যবহৃত আটটি স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত সবধরনের বিয়ার বিক্রি নিষিদ্ধ করবে। বিষয়টি সংশ্লিষ্ট এক কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছে।
কাতারে খেলা শুরু হওয়ার মাত্র দুই দিন আগে এই সিদ্ধান্ত সম্পর্কে জানা যায়।
তবে সবমিলিয়ে ৬৪টি ম্যাচে স্টেডিয়ামে অ্যালকোহলমুক্ত বিয়ার পাওয়া যাবে বলে ওই কর্মকর্তা জানান।
আয়োজকরা সিদ্ধান্তের বিষয়টি এখনও প্রকাশ না করায় গণমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে তথ্যটি বলেছেন তিনি।
আরও পড়ুন: ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর চোখ ধাঁধানো ৮টি স্টেডিয়াম
২ বছর আগে
বিশ্বকাপ বাছাই: বলিভিয়ার মাঠে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়
বলিভিয়ার মাঠে ১৫ বছর পর জয় পেয়েছে আর্জেন্টিনা। তাও জয়টি ছিল ঘাম ঝড়ানো। ম্যাচের প্রথমদিকে পাত্তা না পাওয়া মেসিরা শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছে।
৪ বছর আগে
নেইমারের হ্যাটট্রিকে পেরুকে ৪-২ গোলে হারাল ব্রাজিল
কাতার বিশ্বকাপের বাছাইপর্বে তারকা ফুটবলার নেইমারের হ্যাটট্রিকে পেরুকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
৪ বছর আগে