পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী
সরকার জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। এজন্য নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।
এছাড়া এ কর্মসূচি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।
আরও পড়ুন: বায়ুদূষণে বাড়ছে হাঁপানি রোগী: পরিবেশমন্ত্রী
শনিবার (১৫ জুন) সবুজবাগ বৌদ্ধ মন্দিরে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৫ নম্বর ওয়ার্ডের ২০০ প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সেলাই মেশিন বিতরণের ফলে অনেক পরিবার উপকৃত হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
তিনি আরও বলেন, এদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির ব্যবস্থা করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে আত্মনির্ভরশীল করতে ও তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা হবে বলে জানান পরিবেশমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার লায়ন চিত্তরঞ্জন দাস, স্থানীয় সমাজসেবী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী
টেকসই প্রবৃদ্ধির জন্য পরিবেশ রক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
৩২২ দিন আগে
সেন্টমার্টিন রক্ষায় সবার সহযোগিতা চাইলেন পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় সরকার সম্ভাব্য সবকিছু করছে। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য পত্রিকায় নিয়মিত গণবিজ্ঞপ্তি প্রকাশসহ বিভিন্নমুখী সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
১৫১৩ দিন আগে
জাতীয় পরিবেশ পদক ২০২০ পাচ্ছেন ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
দেশের পরিবেশ উন্নয়নে অসামান্য এবং অনুসরণীয় অবদান রাখার জন্য জাতীয় পরিবেশ পদক ২০২০ প্রদানের জন্য তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
১৫৪২ দিন আগে
হাতি হত্যা বন্ধ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
চট্টগ্রাম ও কক্সবাজারে অব্যাহতভাবে বন্যহাতি হত্যা বন্ধ এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১৫৮৯ দিন আগে
দেশীয় প্রজাতির উদ্ভিদ রক্ষায় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে: মন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বন, বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
১৬৬৩ দিন আগে