মাজার
মাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
মাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রবিবার মন্ত্রণালয়ের সংস্থা-২ শাখা থেকে জারি করা পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, পরবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে; যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার ওলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা জানিয়ে ও জিয়ারত করে আসছেন।
আরও পড়ুন: হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়
মাজারে শান্তিশৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে বলে জানানো হয়।
আরও পড়ুন: হজ ফ্লাইট ডাটা যথাসময়ে এন্ট্রির জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
৩ মাস আগে
গাজীপুরে মাজারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় একটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমাআর নামাজের পর আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশের ফসিহ উদ্দিন (ফসি পাগলার) মাজারে এ ঘটনা ঘটে।
এসময় মাজারের সীমানা প্রাচীর, পাকাভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয় কিছু লোক। বিভিন্ন অবকাঠামো গুড়িয়ে দিয়ে পরে মাজারে থাকা বিভিন্ন আসবাবপত্র ও বিছানাপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ফসিহ উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার একজন শিক্ষক বলেন, জুমআর নামাজের পর পর কয়েকশ’ লোক ভাড়া করা একটি বুলডোজার, লাঠি-সোটা, শাবল-রড নিয়ে মাজারে হামলা চালায়। তারা মাজারের পাকা সীমানা প্রাচীর, খাদেমের ঘর, মোমবাতি-আগরবাতি রাখার ঘর ও মাজারের পাকা মূলভবন গুড়িয়ে দিয়েছে। পরে সেখানে তারা অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছে।
আরও পড়ুন: সিলেটের শাহপরাণ মাজারে গভীর রাতে সংঘর্ষ
ওই মাজারটি আশির দশকে পোড়াবাড়ি বাজারের কাছে গড়ে উঠে। মাজার চত্বরে একটি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ছাড়াও সেখানে ফসিহ উদ্দিন দাখিল মাদরাসা ও মসজিদ রয়েছে।
মাজারটির তথা ফসিহ উদ্দিনের ভক্তদের দানের টাকায় চালানো হয় মসজিদ-মাদরাসার সব খরচ। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ওই মাজারে বাৎসরিক ওরশের সময়ে এবং বিভিন্ন সময়ে কতিপয় লোক গাঁজার আসর বসান এবং গান-বাজনা চালান। এমন সব অভিযোগের প্রেক্ষিতেই মাজারটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (সদর জোনের) সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩ মাস আগে
মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিভিন্ন মাজারে হামলা হচ্ছে। তাই মাজারে হামলা বন্ধের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শাহ পরানে যে হামলা হয়েছে সে বিষয়ে আমি কিছু জানি না। তবে কোনো ধরনের যেন হামলা না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা বলেন, এবার সারাদেশে পূজামণ্ডপ হবে ৩২ হাজার ৬৬৬টি। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭টি এবং ঢাকা উত্তর সিটিতে ৮৮টি।
তিনি আরও বলেন, গত বছর পূজামণ্ডপ ছিল ৩৩ হাজার ৪৩১টি। তবে এবার পূজামণ্ডপের সংখ্যা আরও বাড়বে। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পুরো তালিকাটা এখনও দিতে পারেননি।
উপদেষ্টা বলেন, পূজামণ্ডপগুলোতে কীভাবে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।
এছাড়া নির্বিঘ্নে পূজা উদযাপন এবং দুষ্কৃতকারীদের অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো স্বেচ্ছাসেবক নিয়োগ। এবারের স্বেচ্ছাসেবক নিয়োগটি ভিন্ন হবে। বাংলাদেশের যে কোনো নাগরিকদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।
তিনি বলেন, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের সময় বেঁধে দেওয়া হবে। স্বেচ্ছাসেবকদের সংখ্যা (প্রতিটি মণ্ডপে) দিনে ২ জন ও রাতে ৩ জন থাকতে হবে। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র-মাইক বন্ধ রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ অন্যান্য নেতারা।
আরও পড়ুন: সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
বাংলাদেশে সব বিদেশি নাগরিকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৩ মাস আগে
খান জাহান আলীর মাজারে কুমিরের মৃত্যু
বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.) মাজারের ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক দীঘিতে একটি কুমির মারা গেছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সন্ধ্যায় কুমিরটির ময়নাতদন্ত করে। মাজারের খাদেম ও দর্শনার্থীরা কুমিরটিকে অশ্রুসিক্ত শেষ বিদায় জানান।
মৃত কুমিরটি পুরুষ প্রজাতির। এখন দিঘিতে রয়েছে মাত্র একটি নারী প্রজাতির কুমির।
মাজারের প্রধান শের আলী ফকির বলেন, তিনি লোকজনের মাধ্যমে জানতে পারেন, দীঘিতে একটি কুমির মৃত অবস্থায় ভাসছে। পরে তিনি প্রশাসনকে খবর দেন।
আরও পড়ুন: ফরিদপুরের ভুবনেশ্বর নদ থেকে বিলুপ্তপ্রায় কুমির উদ্ধার
খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক লুৎফর রহমান বলেন, কুমিরটি এর আগে দু'বার অসুস্থ হয়েছিল এবং প্রাণিসম্পদ বিভাগ এর চিকিৎসা করে।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, কুমিরটি তিন-চার দিন আগে মারা গেছে। কুমিরটির বয়স আনুমানিক ১৫ বছর।’
বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, হযরত খান জাহান আলীর (রা.) মাজারের ৬০০ বছরের পুরানো দীঘিতে কুমিরের ঐতিহ্য রয়েছে।
তিনি বলেন, ‘দীঘির দু’টি কুমিরের মধ্যে একটি মারা গেছে। দীঘির ঐতিহ্য ধরে রাখতে মিঠা পানির কুমির যাতে দিঘিতে সংরক্ষণ করা যায় সে জন্য প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’
আরও পড়ুন: ফরিদপুরের ভুবনেশ্বর নদে কুমির, এলাকায় আতঙ্ক
বরিশালের জয়ন্তী নদীতে পাঙ্গাসের জালে উঠে এলো কুমির!
১ বছর আগে
ইরাকে বড়পীরের মাজারে বাংলাদেশের দেয়া গিলাফ
ইরাকের বাগদাদে বড়পীর হযরত শেখ আব্দুল কাদের জিলানী (রহঃ) এর পবিত্র মাজার শরীফে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি দৃষ্টিনন্দন গিলাফ হস্তান্তর করা হয়েছে।
শনিবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী এটি হস্তান্তর করেন।
বাংলাদেশ দূতাবাস, বাগদাদ ইরাকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি ৬ ক্যাঙ্গারু, ৬ লামা
এতে বলা হয়, কারুকার্য খচিত এ গিলাফটি মাজার কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের সময় মাজারের প্রধান মুতওয়াল্লি ও বড়পীরের বংশধর সৈয়দ খালেদ আব্দুল কাদের আল গিলানীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাজার কর্তৃপক্ষ সুদৃশ্য গিলাফটি উপহার হিসেবে প্রদান করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে বড়পীরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন হিসেবে দেয়া এ উপহার স্থাপন অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হযরত শেখ আব্দুল কাদের জিলানী হলেন একজন মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী, মরমী, আইনজ্ঞ এবং ধর্মতত্ত্ববিদ।
তিনি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।
বাংলাদেশসহ মুসলিম বিশ্বে তার অসংখ্য ভক্ত রয়েছে। তিনি ইসলামের ইতিহাসে অন্যতম বিখ্যাত সুফি প্রচারক হিসাবেও সুবিদিত।
আরও পড়ুন: কাপ্তাইয়ে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
২ বছর আগে
ক্ষমতায় গেলে জিয়া হত্যার বিচারে কমিশন গঠন করবে বিএনপি: ফখরুল
বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানকে হত্যার পিছনে যারা ছিল তাদের বিচারের মুখোমুখি করতে একটি তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট বলতে চাই, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে কমিশণ গঠন করবো। আমরা জানতে চাই হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল।’
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমনের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সংসদে আইনমন্ত্রী আনিসুল হক ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের চিহ্নিত করতে এ ডিসেম্বরের মধ্যে একটি কমিশন গঠনে সরকারের পরিকল্পনার কথা বলার পরই এমন ঘোষণা দিলেন বিএনপি।
নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানুষের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে তাদের ক্যাডার বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে বলে আওয়ামী লীগকে অভিযুক্ত করেন ফখরুল।
তিনি বলেন, পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় তাদের কার্যালয় ও কর্মীর ওপর হামলা চালিয়ে অনেককে আহত করেছে।
বিএনপি নেতা আরও বলেন, তাদের দলের ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে মামলা দিয়েছে।
পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১
ফখরুল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃহস্পতিবার আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা হত্যাকারীর দ্রুত বিচার চাই।’
তিনি সরকারকে সতর্ক করেন যে হত্যা, গুম, দমন পীড়ন ও হামলা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থামানো যাবে না
ফখরু দলের সিনিয়র নেতাদের নিয়ে দুপুর ১২টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও তার মাগরিফরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন।
পড়ুন: কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
আত্মনির্ভশীল বাংলাদেশ গড়তে ১৯৭৮ সালের ১ সে্প্টেম্বর ১৯ দফার ভিত্তিতে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮০ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তার স্ত্রী দলের নেতৃত্বে আসেন।
আরও পড়ুন: একই স্থানে আ.লীগ-বিএনপির সমাবেশ, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি
২ বছর আগে
চৌদ্দগ্রামে খড়ের গাদা থেকে মাজার খাদেমের অর্ধগলিত লাশ উদ্ধার!
কুমিল্লার চৌদ্দগ্রামে মাজার খাদেম রেজাউল করিমের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিওড়া ইউনিয়নের লতিফ শিকদার গ্রামের পীরবাড়ির গোয়ালঘরের খড়ের গাদা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বুধবার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে মাজারের লাইট বন্ধ করার জন্য ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন রেজাউল। এরপর আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন:বগুড়ায় হত্যা মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার
নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পাশের বাড়ির এক মহিলা গোয়ালঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে রেজাউল করিমের পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।
পরিবারের সদস্যরা গোয়ালঘরের তালা খুলে খড়ের গাদার নিচে রেজাউল করিমের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী রাশেদা বেগম বলেন, আমার স্বামী রেজাউল করিম একজন মানসিক রোগী। পারিবারিক যে কোন বিষয় নিয়ে সে সবসময় আমাকে মারধর করতো। তার মৃত্যুর বিষয়ে আমরা কিছুই জানি না।
নিহত রেজাউল করিমের বোন রোকেয়া বেগম বলেন, আমার ভাই অনেক ভালো মানুষ ছিল। তিনি মাজারের খাদেম ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি অপরাধীদের শাস্তি দাবি করছি।
চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, মঙ্গলবার রাতে বিষয়টি শুনেছি। আশা করছি, সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসন রেজাউল করিমের মৃত্যু রহস্য উদঘাটন করবে।
ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ। এছাড়া পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
আরও পড়ুন:সিলেটে তালাবদ্ধ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, শিশু সন্তান হাসপাতালে
বরিশালে পৃথক স্থান থেকে শিশুসহ ৪ লাশ উদ্ধার
২ বছর আগে
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি বিএনপির
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
১ সেপ্টেম্বরের কর্মসূচি অনুযায়ী সকাল ৬টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া বিএনপির সিনিয়র নেতারা দুপুর ১২টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে বিকাল ৩টায় দিনটি উদযাপনে দলের নেতা-কর্মীরা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি করবেন।
পরদিন ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় আলোচনা সভা করা হবে।
বিএনপির অঙ্গসংগঠন ও সকল শাখার নেতা-কর্মীরা সারাদেশে দিনটির প্রতি সম্মান জানিয়ে আলোচনা সভা ও র্যালিসহ নানারকম কর্মসূচি পালন করবে।
আত্মনির্ভরশীল বাংলাদেশ নির্মাণে ১৯ দফার ভিত্তিতে জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর কয়েক মেয়াদে দেশ শাসনও করে দলটি।
রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ছাড়াও আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে আগামী ৩০ আগস্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির যৌথ আয়োজনে একটি মানববন্ধন করবে বিএনপি।
আরও পড়ুন: জনতার ঢেউয়ে সরকার ভেসে যাবে: ফখরুল
ভারতের ‘সমর্থন চাওয়া’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় বিএনপি
অন্যের সহায়তায় যারা ক্ষমতায় আছে তারা বাংলাদেশকে শাসন করতে পারে না: ফখরুল
২ বছর আগে
কচ্ছপকে খাবার দিতে গিয়ে নিজেই খাবার হলো শিশু
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুর থেকে এক শিশুর মাথার খুলি ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। মাজারের পুকুরে রক্ষিত কচ্ছপকে (কাছিম) মানতের উদ্দেশ্যে খাবার দিতে গিয়ে সে নিজেই কচ্ছপের খাবার হয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই পুকুর থেকে পুলিশ শিশুর লাশের খণ্ডিত পায়ের হাঁড় ও মাথার খুলি উদ্ধার করেছে। ৮/৯ বছর বয়সী নুরুল আলম নামে শিশুটি মাছ ও কচ্ছপকে খাবার দিতে গিয়ে সোমবার দুপুরে পুকুরে পড়ে যায় বলে ধারণা করছে স্থানীয়রা।
আরও পড়ুন: সুন্দরবনে ৩৫টি ডিম দিয়েছে ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ
পুলিশ জানায়, নূর আলমের বাড়ি সিলেটের হবিগঞ্জে। মা-বাবার সঙ্গে মাজার সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকত সে। সোমবার কোথাও খুঁজে না পেয়ে রাতে তার মা বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। মাথার খুলি ও পা উদ্ধারের পর শিশুটির মা পরিচয় শনাক্ত করে এবং মাজারের সিসি ক্যামেরা দেখে পুলিশও বিষয়টি নিশ্চিত হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর জানান, বায়োজিদ বোস্তামির পুকুরে পাওয়া হাঁড়গোড় নিখোঁজ শিশুর বলে তার মা শনাক্ত করেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এক মণ ওজনের কচ্ছপ উদ্ধার
ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাজার কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে পুলিশ মাজারের পুকুর থেকে একটি মাথার খুলি উদ্ধার করে। এরপর রাতে দুটি পা উদ্ধার করা হয়।
পা দুইটির মধ্যে বাম পায়ের হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাংস ছিল। আর ডান পায়ের শুধু পাতায় মাংস ছিল বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার।
আরও পড়ুন: সুন্দরবনে ২১টি ডিম দিয়েছে বিরল প্রজাতির কচ্ছপ
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে খুলিটি উদ্ধার করে। সন্ধ্যায় পুকুরের কচ্ছপ প্রজনন কেন্দ্রের লোকজন ডিম খুঁজতে গিয়ে দুই পায়ের সন্ধান পায়। পুকুরের বড়বড় কচ্ছপগুলো পা দুটো নিয়ে টানাটানি করছিল।
স্থানীয়রা জানান, লকডাউনে মাজারে লোক সমাগম ছিল না। সোমবার দুপুর ১টার দিকে পুকুরের ঘাটে মাছ ও কচ্ছপকে খাবার দেয়ার সময় নুরুল আলম নামে এক শিশু পা পিছলে পড়ে গেলেও কেউ টের পায়নি। খুলি ও পা উদ্ধারের পর মাজারের সিসি ক্যামেরায় শিশুটির পুকুরে পড়ে যাওয়ার ভিডিও দেখা গেছে।
মাজারের খাদেমদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মাজারের এ পুকুরে গজার, পাঙ্গাসসহ বেশ কিছু রাক্ষুসে মাছ ও বড় বড় কচ্ছপ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা লোকজন (বিশেষ করে মহিলারা) মানতের উদ্দেশে পুকুরে বিদ্যমান বড় বড় কচ্ছপকে (স্থানীয়ভাবে তাদের বলা হয় গজারি মাজারী) মুড়ি, পাউরুটি, বিস্কুট খেতে দেয়।
৩ বছর আগে
হযরত শাহপরান (রহ.) ওরস এবার হচ্ছেনা
করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার হযরত শাহপরান (রহ.) ওরস হচ্ছে না।
৪ বছর আগে