বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.) মাজারের ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক দীঘিতে একটি কুমির মারা গেছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সন্ধ্যায় কুমিরটির ময়নাতদন্ত করে। মাজারের খাদেম ও দর্শনার্থীরা কুমিরটিকে অশ্রুসিক্ত শেষ বিদায় জানান।
মৃত কুমিরটি পুরুষ প্রজাতির। এখন দিঘিতে রয়েছে মাত্র একটি নারী প্রজাতির কুমির।
মাজারের প্রধান শের আলী ফকির বলেন, তিনি লোকজনের মাধ্যমে জানতে পারেন, দীঘিতে একটি কুমির মৃত অবস্থায় ভাসছে। পরে তিনি প্রশাসনকে খবর দেন।
আরও পড়ুন: ফরিদপুরের ভুবনেশ্বর নদ থেকে বিলুপ্তপ্রায় কুমির উদ্ধার
খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক লুৎফর রহমান বলেন, কুমিরটি এর আগে দু'বার অসুস্থ হয়েছিল এবং প্রাণিসম্পদ বিভাগ এর চিকিৎসা করে।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, কুমিরটি তিন-চার দিন আগে মারা গেছে। কুমিরটির বয়স আনুমানিক ১৫ বছর।’
বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, হযরত খান জাহান আলীর (রা.) মাজারের ৬০০ বছরের পুরানো দীঘিতে কুমিরের ঐতিহ্য রয়েছে।
তিনি বলেন, ‘দীঘির দু’টি কুমিরের মধ্যে একটি মারা গেছে। দীঘির ঐতিহ্য ধরে রাখতে মিঠা পানির কুমির যাতে দিঘিতে সংরক্ষণ করা যায় সে জন্য প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’