স্থায়ী কমিটি
বিএনপি নেতা খন্দকার মোশাররফ ব্রেন টিউমারে আক্রান্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন।
সোমবার তার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে এই বিএনপি নেতার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ব্রেন টিউমার শনাক্ত হয়েছে।
মারুফ বলেন, ‘আমরা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। চিকিৎসকরা বলেছেন যে তার মস্তিষ্কের বাইরে একটি স্ফেনয়েড উইং মেনিনজিওমাস শনাক্ত করা হয়েছে।’
বয়সের কথা বিবেচনা করে চিকিৎসকরা আপফ্রন্ট রেডিও থেরাপির মাধ্যমে টিউমার অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।
মা বিলকিস আক্তার হোসেনের সঙ্গে সিঙ্গাপুরে মোশাররফের সঙ্গে অবস্থান করছেন মারুফ।
আরও পড়ুন: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ
তিনি তার বাবার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
৭৬ বছর বয়সী সাবেক মন্ত্রী মোশাররফ উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন সিঙ্গাপুরে যান।
১৮ জুন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসা নেন তিনি।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে যান এই বিএনপি নেতা।
আরও পড়ুন: বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে আ. লীগ সরকার বাধা: বিএনপি নেতা মোশাররফ
১ বছর আগে
লকডাউনকে ‘তামাশা’ বললেন ফখরুল
করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনকে ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সরকার আবারও সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে, যা এখন একটি তামাশায় পরিণত হয়েছে। এটি এখন সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার থেকে কার্যকর করা হবে।’
ফখরুল বলেন, ‘সরকারের অযোগ্যতা এবং এবং জবাবদিহিতা না থাকার কারণে লকডাউন পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। দরিদ্র ও দিনমজুরদের জন্য খাদ্য নিশ্চিত এবং বিভিন্ন খাতের শ্রমিকদের নগদ টাকার ব্যবস্থা না করে লকডাউন কখনও কার্যকর হতে পারে না।’
আরও পড়ুন: মহামারির মধ্যে দুর্নীতি জীবনকে মূল্যহীন করে তুলেছে: বিএনপি
শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে রবিবার (২৭ জুন) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
লকডাউনকে কেন তামাশার সাথে তুলনা করেছেন এমন প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, ‘এর আগে সরকার লকডাউনের নামে প্রথমে সাধারণ ছুটি ঘোষণা করলো। সেই ছুটিতে দেখা গেল শ্রমিকরা একবার বাড়ি গেল, আবার তারা ফিরে এলো। শনিবার আবার লকডাউনের ঘোষণা দেয়া হলো। একটা লকডাউন তো চলছে এখন। বাইরের জেলাগুলোর সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ। যার ফলে কী হচ্ছে? মানুষে হেঁটে রওনা দিয়েছেন ঢাকার দিকে। একদল লোক যাচ্ছে ছুটি সাত দিন মনে করে। আবার আরেক দল ঢাকায় ফিরছে। এই যে অবস্থাগুলো আপনি আগে চিন্তা করবেন না কী হতে পারে? নানা নামে লকডাউন ব্যবহার করে তামাশা করছে।’
আরও পড়ুন: পরীমণির ঘটনায় সন্দেহের গন্ধ খুঁজছে বিএনপি
তিনি বলেন, ‘সরকার কোনও পরিকল্পনা ছাড়াই রাজধানী থেকে আন্তঃজেলা পরিবহন পরিষেবা বন্ধ করে দিয়েছে। এ কারণে অনেকে ঢাকা ত্যাগ করছেন এবং আরও অনেকে ছুটি হিসেবে সাত দিনের লকডাউনের কারণে পায়ে হেঁটে বিভিন্ন জেলা থেকে এখানে ফিরে আসছেন।’
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসু উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
সমাজের অবক্ষয় দূর করতে গণতন্ত্র প্রয়োজন: বিএনপি
সমাজে যে অবক্ষয় দেখা দিয়েছে তা দূর করতে গণতন্ত্রের চর্চা জরুরি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার বলেছেন, জনগণের ক্ষমতায়ন ছাড়া তার দল ক্ষমতায় এলেও সমাজে বা রাষ্ট্রে যে অবক্ষয় চলছে তা থেকে মুক্তি মিলবে না।
৪ বছর আগে