তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা নিশ্চিত করতে পারলে জনগণ তার নাগরিক অধিকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোগ করতে পারবেন। যতদিন পর্যন্ত এ দেশের জনগণ গণতন্ত্র নিশ্চিত করতে পারবে না ততদিন ভোগান্তির হাত থেকে তারা মুক্তি পাবে না।’
এ আলোচনা সভায় বক্তৃতাকালে বিএনপি এ নেতা বলেন, ‘এদেশে সমাজে বা রাষ্ট্রে যে অবক্ষয় চলছে একদিনে তা আসেনি, একদিনে যাবেও না। আমিও বলব, কালকে বিএনপি ক্ষমতায় গেলেও রাতারাতি এটা শেষ হবে না।’
দেশব্যাপী ‘দুর্নীতির মহোৎসব ও নারীর প্রতি সহিংসতার’ প্রতিবাদে জিয়া পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ধর্ষণসহ সামাজিক অস্থিরতা এবং অপরাধের পেছনে আইনের যথাযোগ্য প্রয়োগের অভাবকেও দায়ী করেন গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ভালো সিদ্ধান্ত ও পরিকল্পনা করতে হবে।
বিএনপির এ নেতা আরও বলেন, সামাজিক অবক্ষয় মোকাবিলায় এবং সমাজ ও দেশে শান্তি নিশ্চিত করতে রাজনীতিবিদদের ভূমিকা রাখতে হবে।