গায়ে হলুদের অনুষ্ঠান
বিয়ে বাড়িতে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষে কুমিল্লায় নিহত ২
কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।
আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে বুধবার রাত ১টার দিকে এই ঘটনায় গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১
নিহতরা হলেন- আব্দুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই গ্রামের রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)।
গুরুতর আহতরা হলেন- মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের সেলিম মিয়ার ছেলে সজিব (১৮), মজিবুর রহমানের ছেলে মামুন (২০) এবং জয়নাল আবেদীনের ছেলে আক্তার হোসেন (১৮)।
আরও পড়ুন: পটুয়াখালীতে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ২
দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমির উল্লাহ বলেন, আব্দুল্লাহপুর গ্রামে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে নাচ গানের আয়োজন ছিল। নাচ গানের অনুষ্ঠান দেখতে পাশের মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কিছু ছেলে আসে। তারা আয়োজকদের বাড়ির মেয়েদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ ওঠে। গুঞ্জর গ্রামের ছেলেদের সেখান থেকে বের করে দেয়া হয়। পরে তারা ক্ষিপ্ত হয়ে আরও বেশ কয়েকজন ছেলেসহ সেখানে যাওয়ার চেষ্টা করে।। এসময় তাদেরকে আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে বাধা দিলে সেখানে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা দুজনের লাশ উদ্ধার করেছি।
আরও পড়ুন: সিলেটে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
তিনি আরও জানান, এঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
৩ বছর আগে
ধর্ষণ মামলায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে যুবক গ্রেপ্তার
প্রেমিকার করা ধর্ষণ মামলায় অভিযুক্ত এক যুবককে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে