স্মৃতিচারণ
তারকাদের স্মৃতিচারণে ‘বাবা’
প্রতিটি সন্তানকে পরম আদরে আগলে রাখেন বাবা। তাই বাবার প্রতি ভালোবাসাকে তো একটি দিনে আটকে রাখা যায় না। তবে সবার জীবনে ভরসার এই মানুষটির সঙ্গে সম্পর্ককে খানিকটা বিশেষায়িত করতেই প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয়ে থাকে বিশ্ব বাবা দিবস।
আজ রবিবার (১৮ জুন) বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি বিশেষভাবে পালন করেন অনেকে। সেই তালিকায় থাকেন তারকারাও। এই লেখায় তুলে ধরা হলো বাবা দিবস উপলক্ষে বাংলাদেশের কয়েকজন তারকার বাবাকে নিয়ে স্মৃতিচারণ। যেগুলো তারা ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেন, ‘আগেই ফাদার্স ডে লঞ্চ করলাম। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবার এবং ভালোবাসা। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।’
মডেল-অভিনেত্রী সোহানা সাবা লিখেন, ‘পাপা আমাকে ছেড়ে চলে যাওয়ার অলমোস্ট ৪ বছর। এ কারণে বাবা দিবস উপলক্ষে সবার পোস্ট আমার কাছে অমানবিক মনে হয়। তাই আজ ফেসবুক থেকে ইস্তফা দিলাম।’
অভিনেতা ফারহান আহমেদ জোভান বাবা ও মায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সুখই, তাদের সুখ।’
আরও পড়ুন: মা দিবসে মায়ের জন্য সেরা উপহার
১ বছর আগে
বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে প্রয়াত প্রণব মুখার্জির অনুরাগী স্মৃতিচারণ
১৯৭১ সালের জুন, একজন তরুণ সংসদ সদস্য ভারত সরকারকে মুজিবনগরে অবস্থিত বাংলাদেশের অস্থায়ী সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়ে আলোচনা শুরু করলেন সংসদে। সে সময় এ অস্থায়ী সরকারের নেতা শেখ মুজিবুর রহমান করাচি কারাগারে ছিলেন।
৪ বছর আগে