কোভিড হাসপাতাল
ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১০ জনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্র প্রদেশের একটি কোভিড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকালে প্রদেশটির আহমেদনগর জেলার সরকারি একটি হাসপাতালের আইসিইউতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান, আগুন নেভাতে দমকলকর্মীদের কয়েক ঘণ্টা লাগে।
তিনি বলেন, ‘১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা অধিকাংশই রোগী। এছাড়া একজন আগুনে পুড়ে আহত হয়েছেন। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এক ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘তদন্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।’
এর আগে মে মাসে ভারতের গুজরাটের একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ১৮ জন এবং মার্চে মুম্বাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে ১০ করোনা রোগী মারা যান।
আরও পড়ুন: ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১৮ জনের মৃত্যু
ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু
৩ বছর আগে
ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১৮ জনের মৃত্যু
ভারতের গুজরাটে শনিবার ভোরে কোভিড হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এমন সময় এই ঘটনাটি ঘটল যখন ভারতে টানা নয়দিন তিন লাখের বেশি করোনা রোগী সংক্রমণের পর গত ২৪ ঘণ্টায় চার লাখের বেশি সংক্রমিত হয়েছে।
রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ভরুচ-জামবুসা হাইওয়ের কাছে ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে জানা গেছে।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ১৮ জনের মধ্যে ১৬ জন কোভিড-১৯ রোগী যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্য দু'জন হাসপাতালের কর্মী।
আরও পড়ুন: দিল্লির হাসপাতালে ‘অক্সিজেন সংকটে’ ২৫ করোনা রোগীর মৃত্যু
ভরুচ জেলা প্রশাসক এমডি মোদিয়া গণমাধ্যমকে বলেন, ‘আগুনে হাসপাতালের দুই কর্মচারীসহ মোট ১৮ জন মারা গেছেন। বাকি ৫০ জন রোগীকে নিরাপদে পাশের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’
স্থানীয় টিভি চ্যানেলগুলোতে হাসপাতাল থেকে মৃতদেহগুলো বের করে আনার ফুটেজ দেখা গেছে।
এই ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
আরও পড়ুন: বাগদাদে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন
গত দেড় মাসে ভারতে এটি দ্বিতীয় ভয়াবহ হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা।
২৬ মার্চ ভারতের মুম্বাইয়ের একটি করোনাভাইরাস হাসপাতালে প্রচণ্ড আগুনে প্রায় ১০ কোভিড রোগী মারা গিয়েছিল।
৩ বছর আগে
কক্সবাজারের কোভিড হাসপাতালে রোহিঙ্গা, স্থানীয়দের জন্য সুবিধা বেড়েছে
কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় সোমবার কোভিড-১৯ এ আক্রান্ত গুরুতর রোগীদের জন্য চিকিৎসা সেবা সম্প্রসারণের কাজের উদ্বোধন করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
৪ বছর আগে