বেসরকারি প্রতিষ্ঠান
বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরাও পাবেন বদলির সুযোগ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
খুব শিগগির বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকরা সুখবর পাবেন বলে জানান শিক্ষা উপদেষ্টা।
আরও পড়ুন: বেসরকারি কলেজ শিক্ষকদের ওপর পুলিশি অভিযানের নিন্দা জেএমবিএফ’র
ড. ওয়াহিদউদ্দিন বলেন, ‘বেসরকারি শিক্ষকদের শূন্যপদের বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি। আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছেন, সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব।’
শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারিতে দেরির কারণ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে।’
২ সপ্তাহ আগে
দ্রুতগতির ইন্টারনেট পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিসিসির চুক্তি
দেশের দুই হাজার ৬০০ ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিংয়ের জন্য বেসরকারি প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস লিমিটেড এবং ফাইবার অ্যাট হোম লিমিটেড এর সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
এদিকে দুই হাজার ৬০০ ইউনিয়নের মধ্যে সামিট কমিউনিকেশনস লিমিটেড এক হাজার ২৯৩টি ইউনিয়ন এবং ফাইবার এট হোম লিমিটেড এক হাজার ৩০৭টি ইউনিয়ন উক্ত কার্যক্রম পরিচালনা করবে।
আরও পড়ুন: উন্নত মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ
আগামী ২০ বছর এই ইউনিয়নগুলোতে ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, হালনাগাদ, প্রতিস্থাপন এবং পরিচালনা করবে প্রতিষ্ঠানগুলো। আর এ থেকে যা আয় হবে সেখান থেকে রাজস্ব পাবে সরকার।
সোমবার রাজধানীর আইসিটি টাওয়ারে এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বিসিসি।
চুক্তিতে বিসিসির পক্ষে নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, এসসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী আরিফ আল ইসলাম এবং ফাইবার অ্যাট হোমের পক্ষে এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রফিকুর রহমান স্বাক্ষর করেন।
সোমবার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির ভিত্তি রচনা করেছেন বঙ্গবন্ধু। আর তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের চারটি পিলার নির্ধারণের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাড়ে চার হাজার ইউনিয়নে নেটওয়ার্ক স্থাপনে বিটিসিএল সফল না হওয়ায় ইনফো সরকার-৩ প্রকল্প হাতে নেয়া হয়।
আরও পড়ুন: ৭ম বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্নেন্স শুরু
তার পরামর্শেই একই খরচে এক হাজার ইউনিয়নের পরিবর্তে দুই হাজার ৬০০ ইউনিয়নে এই নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব হয়েছে। এটাকে টেকসই করতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে দেশের ইন্টারনেট সেবা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পলক আরও বলেন, ইনফো সরকার-৩ প্রকল্পটি স্মার্ট বাংলাদেশের চারটি পিলারকেই মজবুত করবে। নদীর তীর ও সমুদ্র বন্দরকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে।
এরপর রেল ও বিদ্যুতকে নির্ভর করে গড়ে ওঠে শিল্প। কিন্তু কম্পিউটার ও ইন্টারনেটের ফলে আমরা এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছি।
সামনে শতভাগ লেনদেন হবে ক্যাশলেস হবে বলে তিনি জানান।
ইন্টারনেট ছাড়া উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট ব্যতীত জীবনযাপন অসম্ভব। টেকসই উন্নয়নে ইনফো সরকার সবক্ষেত্রেই শতভাগ সফল হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হয়েছে এক হাজার ২০০ কোটি টাকা। ২০ হাজার কিলোমিটার ফাইবার টানা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা-চিকিৎসা-ব্যবসা-বিনোদন সেবা চলছে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট কোন দেশে?
১ বছর আগে
প্রাভা হেলথ কেয়ারের কার্যক্রম বন্ধের নির্দেশ
বিভিন্ন অনিয়মের অভিযোগে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ কেয়ারের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার রাতে ফোনে এই বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন।
নাসিমা সুলতানা বলেন, প্রাভা হেলথ কেয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ আসে। পরে আমরা তদন্ত সাপেক্ষে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাভা হেলথ কেয়ারের বিরুদ্ধে করোনার নমুনা পরীক্ষার ভুল রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ।
প্রাভা হেলথ কেয়ার টেলিমেডিসিনের পাশাপাশি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ২১ হাজার ছাড়াল
টিকা নেয়া করোনা রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি কম: আইইডিসিআরের গবেষণা
৩ বছর আগে
বিদেশ যাত্রীরা ১০ বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাবেন করোনার সনদ
বিদেশ যেতে ইচ্ছুক যাত্রীদের কোভিড-১৯ না থাকার সনদ দেয়ার জন্য ১০ বেসরকারি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
৪ বছর আগে