চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত দুই জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) সকালে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন (৪৩) মৃত হাফেজ গোলাম শফির ছেলে। অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আর আহতরা হলেন— আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯), তাদের বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আব্দুল করিম বলেন, ‘বাঁশখালীর চাম্বল থেকে শহরমুখী একটি সিএনজি অটোরিকশা মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশখালীমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
আরও পড়ুন: হত্যার চেষ্টা মামলায় জবির সাবেক শিক্ষিকা গ্রেপ্তার
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।