প্রতারক চক্র
নাটোরে প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় র্যাবের অভিযানে নকল স্বর্ণের মূর্তি বিক্রির প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার পিপলসন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকেগ্রেপ্তার করে র্যাব। এ সময় একটি নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মন্টু, মুকুল, শফিকুল, মোহম্মদ আলী, জাহিদুল, রমিজ ও আনোয়ার।
আরও পড়ুন: মহাখালীতে সাবেক কাউন্সিলরসহ বিএনপির ৩২ নেতাকর্মী গ্রেপ্তার
নাটোর র্যাবে ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানিয়েছেন, প্রতারিত একজনের অভিযোগের প্রেক্ষিতে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা রবিবার রাতে সিংড়া উপজেলার পিপলসন এলাকায় অভিযান চালায়।
তিনি জানান, পরে তাদের কাছ থেকে একটি নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫
দিনাজপুরে বুথের টাকা চুরিতে জড়িত ব্যাংক কর্মকর্তা, গ্রেপ্তার ২
২ বছর আগে
রাজধানীতে জাল সনদপত্র তৈরি চক্রের ৬ সদস্য আটক
রাজধানীর মালিবাগ এলাকার প্যারামাউন্ট টাওয়ার থেকে জাল সনদপত্র তৈরির সঙ্গে জড়িত একটি বিশ্ববিদ্যালয়ের ভুয়া উপাচার্যসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক ব্যক্তিরা হলেন- ডা. মো. নুরুল হক সরকার ওরফে শেখ গনি সরকার (৭২) ও তার সহকারী মো. মোয়াজ্জেম হোসেন (৫৮) এবং চার ভুয়া চিকিৎসক ডা. মো. সাইদুর রহমান ওরফে নজরুল (৩০), মো. মাহফুজুর রহমান ওরফে মাহফুজ (৩৭), ডা. মো. আমান উল্লাহ (৩৮) ও দেবাশীষ কুন্ডু (৫২)। নুরুল হক প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির জাল সনদপত্র বিক্রি করতেন।
অভিযুক্ত নুরুল হক তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ১৪৪ ধরনের জাল সনদপত্র তৈরি করে একটি চক্র গঠন করেন।
আরও পড়ুন: দূতাবাসে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা কোনো ক্লাস ও পরীক্ষা ছাড়াই এগুলো বিক্রি করত।
এই চক্রটি গত দুই দশক ধরে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির জাল সনদপত্র বিক্রি করে আসছিল।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য এই চক্রটি ভুয়া ওয়েবসাইট, বিভিন্ন সংবাদপত্রে চটকদার বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কম্পিউটারাইজড ছবি যার কোনো অস্তিত্বই নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল আদেশ, হাইকোর্টে জাল রিট ব্যবহার করতো।
আরও পড়ুন: ইভ্যালির প্রতারণার মামলা: তাহসান খানের ৬ সপ্তাহের আগাম জামিন
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকীর নেতৃত্বে ডিএমপির গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় বিপুল সনদপত্র, প্রশংসাপত্র, প্রতিলিপি, প্রবেশপত্র, সিল, ব্যাংক চেক, লিফলেট, পেপার কাটিং, নবদিগন্ত ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস চেম্বারের কপি, জাল সনদপত্র তৈরিতে ব্যবহৃত কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়েছে।
২ বছর আগে
অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ঢাকায় আটক ৪
নারীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার ঢাকার যাত্রাবাড়ী ও গুলশান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. মাসুম বিল্লাহ (২৮), বিউটি (৪২), সাবিনা আলম (৫০) ও মো. রুবেল (৩০)।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত এসপি মো. জিসান জানান, বুধবার বিশেষ অভিযান চালিয়ে সিআইডির একটি দল যাত্রাবাড়ী ও গুলশান এলাকা থেকে তাদের আটক করে।
তারা বিডিমার্কেটিং টোয়েন্টিফোর ডটকম নামে একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে তাদের অবৈধ কার্যকলাপ পরিচালনা করত এবং অর্থের বিনিময়ে তরুণীদের অনৈতিক কাজের জন্য ডাকত। এই কাজের জন্য তারা নামী মডেল, অভিনেত্রী ও সেলিব্রিটিদের নাম ও ছবি ব্যবহার করত বলে জানা গেছে।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরায় ২৪ জেলে আটক
যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, আটক ২
২ বছর আগে
খুলনায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: র্যাব
খুলনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) খুলনার লবণচরা থানার পিঁপড়ামারি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কয়রার বেদকাশি এলাকার এসএম শহিদুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম হৃদয় (৩২), তার সহযোগী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুতিয়াপাড়া গ্রামের মৃত মো. শাহবুদ্দিন সরকারের ছেলে মো. মামুন মাহমুদ (৪২) ও তার স্ত্রী সুলতানা আক্তার (৩৭) ৷
র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালীসহ ফরিদপুর, ঢাকা, চাঁদপুর, গাজিপুর, বগুড়া, নরসিংদী ও অন্যান্য অঞ্চলের প্রায় ২১ জন ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে এই অভিযান চালানো হয়। প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে আনুমানিক ৭২ লাখ ৬৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় র্যাব।
আরও পড়ুন: সিরাজগঞ্জে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
ভুক্তভোগীদের সঙ্গে কথোপকথনে র্যাব আরও জানতে পারে, এই চক্রের সদস্যরা তাদের বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, কাস্টমস কর্মকর্তাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার পরিচয় দেয় এবং চক্রের সদস্যদের সহায়তায় ব্যাংক ও সরকারি অফিসে বসেই ৫০ লাখ থেকে দু’শত কোটি টাকা অঙ্কের লোন করিয়ে দেয়াসহ চাকরি দেয়ার কথা বলে বিশ্বাস অর্জন করে এবং প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার হরিণটানা থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে মামলা করেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
২ বছর আগে
সিরাজগঞ্জে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। মঙ্গলবার রাতে পৌর এলাকার মাসুমপুর উকিল পাড়া মহল্লায় জনৈক নুরুজ্জামানের ৪তলা বাসায় তাদের আটক করা হয়।
তারা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর উত্তর পাড়া মহল্লার মো. নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), পুঠিয়া বাড়ী মহল্লার মো.আব্দুল লতিফের ছেলে মো. মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার মো. আলী আশরাফের ছেলে মো. আব্দুল জলিল (২৮)ও ধানবান্ধী মহল্লার মো. মানিক শেখের মেয়ে মোছা. উন্নতি খাতুন ওরফে মিথিলা (২০)।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন, প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার পাবনা রোডের ফল ব্যবসায়ী মো. রঞ্জু সরকার মঙ্গলবার (১৬ নভেম্বর) দোকানের ফল কেনার জন্য সিরাজগঞ্জ জেলা শহরে যায়। এসময় পূর্ব পরিচিত হওয়ার সুবাদে মো. রঞ্জু সরকারকে কৌশলে মোছা. উন্নতি খাতুন ওরফে মিথিলা তার ভাড়া বাসায় নিয়ে অন্যায়ভাবে আটকিয়ে রাখে। পরবর্তীতে উন্নতি খাতুন ওরফে মিথিলা আটক আসামিদের সহায়তায় রঞ্জু সরকারকে মারধর করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এমতাবস্থায় রঞ্জু সরকারকে উদ্ধারের জন্য তার পরিবার র্যাব-১২’র কাছে একটি লিখিত আবেদন জানায়। এ আবেদনের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়।
র্যাবের ধারণা এই চক্রটি দীর্ঘদিন যাবত মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে প্রতারক চক্রের মূল হোতা আটক
৩ বছর আগে
৯৯৯ এ ফোন, প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক
জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
আটক ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ এর ফতুল্লার নাজির হাওলাদারের ছেলে জসীম (৩২), আনছার হাওলাদারের ছেলে জাহিদ (৪৫) ও দেলোয়ার হোসেনের ছেলে শাহীন (২৯)। পিরোজপুরের ভান্ডারিয়ার গোলবুনিয়ার মৃত ফজলুল করিমের ছেলে ইব্রাহীম (৫০) এবং কুমিল্লার মৃত আব্দুস ছাত্তারের ছেলে জামাল (৪৫)।
আরও পড়ুনঃ জরুরি সেবা ৯৯৯: সমুদ্রে বিকল নৌযান থেকে উদ্ধার ১৫
মঙ্গলবার বিকেলে ৯৯৯ কলটেকার কনস্টেবল মেহেদি হাসান একটি কল রিসিভ করেন। আতিকুর রহমান নামে একজন কলটি করেছিলেন, কলার জানান তিনি পাপিয়া পরিবহনের একটি চলন্ত বাস থেকে ফোন করেছেন, তিনি রায়পুর থেকে বাসে উঠেছেন, বাসটি কিছুক্ষণ পর দাউদকান্দির গৌরীপুর পৌঁছাবে।
কলার আরও জানান, তিনি অভিনব প্রতারণার শিকার হয়েছিলেন। সোমবার বাসে চড়ে গন্তব্যে নামার আগে দরজার কাছে যখন তিনি দাঁড়ানো ছিলেন তখন এক ব্যক্তি এসে তার পাশে বমি করে দেয়। এ ঘটনায় গেটের কাছে দাঁড়ানো যাত্রীদের মধ্যে সরে যাওয়ার জন্য হুড়াহুড়ি পড়ে যায়। পরে তিনি খেয়াল করেন তার প্যান্টের পকেটে থাকা ষাট হাজার টাকা খোয়া গেছে।
আরও পড়ুনঃ ৯৯৯ এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
এরপর মঙ্গলবার তিনি রায়পুরে চারঘন্টা ধরে প্রতারক চক্রের সন্ধান করতে থাকেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তিনি প্রতারক চক্রের কয়েকজনকে বাসটিতে উঠতে দেখে তাদের অনুসরণ করে বাসটিতে উঠেছেন এবং প্রতারক চক্রকে আটকের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেছেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি দাউদকান্দি হাইওয়ে থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। একই সাথে ৯৯৯ দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর (এসআই ) রবিউল ইসলাম এবং ৯৯৯ ডিউটি টিম সুপারভাইজার ইন্সপেক্টর কে এম মঈন খান বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে যোগাযোগ করে আপডেট নিচ্ছিলেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা একটি পুলিশ দল অবিলম্বে গৌরীপুর গিয়ে বাসটির অপেক্ষা করতে থাকে।
আরও পড়ুনঃ ৯৯৯: জাতীয় জরুরি সেবায় ফোন, কিশোরী উদ্ধার
পরে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত ৯৯৯ কে ফোনে জানান, তারা গৌরীপুরে বাসটি থামিয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছেন এবং তাদের কাছ থেকে বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা শিকার করেছে। তাদের দাউকান্দি থানায় হস্তান্তর করা হয় এবং এ সংক্রান্ত একটি মামলা করা হয়েছে।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা লোপাট
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিনব কৌশলে বিকাশ এজেন্টের সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে একটি প্রতারক চক্র।
হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজারে মুনসুর টেলিকমের ( বিকাশ এজেন্ট) দোকানে শনিবার এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুবিধাবঞ্চিতদের ঈদ উদযাপনে বিকাশে অনুদান দেয়া যাবে
জানা গেছে, শনিবার মুনসুর দোকান খোলার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান যাদুরানীবাজারে আসেন। ব্যবসা পরিচালনা করার জন্য সাথে ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসেন।
দোকানে এসে পাশেই টাকার ব্যাগটি রেখে সাটারের তালা খোলার চেষ্টা করেন, কিন্তু তালা খুলতে পারছিলেন না। এ সময় পাশে ওৎ পেতে থাকা প্রতারক চক্র পেছন থেকে এসে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ঘটনা বুঝতে পেরে ব্যবসায়ী মুনসুরের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি।
আরও পড়ুন: মেধা বিকাশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে
তালা না খোলার বিষয়ে মুনসুর বলেন, তালাতে সুপার গোল্ড আঠা দিয়ে তালাটিকে জমাট করে দেয়া হয়েছিল।
এ বিষয়ে মুনসুর হরিপুর থানায় একটি জিডি করেছেন।
৩ বছর আগে
সুন্দরী নারীর প্রতারণার ফাঁদে মোটরসাইকেল চালক
প্রথমে সুন্দরী মেয়ে রাস্তায় দাঁড় করিয়ে লিফট চাওয়া হয় মোটরসাইকেল চালকের কাছে। চালক লিফট দিতে রাজি হলে তরুণী চালককে নিয়ে যায় নির্দিষ্ট বাসায়। তারপর বাসায় চা খাওয়ানোর কথা বলে ভেতরে ডেকে নিয়ে আটকে রেখে সহযোগীরা মিলে মোটরসাইকেলসহ সর্বস্ব লুটে নেয়।
৩ বছর আগে
রাজধানীতে ‘প্রতারক চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার
রাজধানীতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
৩ বছর আগে
আশুলিয়ায় প্রতারক চক্রের ৮ সদস্য আটক
সাভারের আশুলিয়ায় প্রতারণা করে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আট প্রতারককে আটক করেছে র্যাব-৪।
৪ বছর আগে