মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
পাকিস্তানের বিপক্ষে ১০৮ রানে থামল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে ১০০ রান পার হতে পেরেছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১০৮ রানে থামে টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বল খেলে পাঁচ চারের মারে তিনি এ রান সংগ্রহ করেন। এছাড়া ২১ বল খেলে একটি করে চার ও ছয়ের মারে ২০ রান করেন আফিফ হোসেন। আফিফ হোসেনের ছয়টিই এ ইনিংসে বাংলাদেশের একমাত্র ওভার বাউন্ডারি।
এছাড়া প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমদুউল্লাহ। ১৫ বল খেলে এক চারের মারে ১২ রান করেন তিনি।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি ও সাদাব খান। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করছে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকতে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
২ বছর আগে
বঙ্গবন্ধু টি২০ কাপের শিরোপা খুলনার ঘরে
বঙ্গবন্ধু টি২০ কাপের ফাইনালে শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে জেমকন খুলনা।
৩ বছর আগে
বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালের জন্য রবিবার দিন পুনর্নির্ধারণ
মাহমুদুল্লাহ একাদশ এবং নাজমুল একাদশের মধ্যকার বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল ম্যাচটি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে সেটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে রবিবার।
৪ বছর আগে