গৃহবধূর
ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর লাশ!
নাটোরের গুরুদাসপুরে রাত্রী খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ অক্টেবর) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার খামার নাচকৈড় মহল্লায় শ্বশুর বাড়ির ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্বামী নাঈম হোসেন ও শাশুড়ি আরোবী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: বাগেরহাটে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
জানা যায়, পুরাতন গ্যাসের চুলা কেনাকে কেন্দ্র করে রাত্রির মা ফরিদা বেগমের সঙ্গে শাশুড়ি আরোবীর ঝগড়া হয়।
এর জের ধরে শুক্রবার রাতে রাত্রির ওপর স্বামী ও শাশুড়ি নির্যাতন শুরু করে। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে।
এসময় স্বামী ও শাশুড়ি পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলে পুলিশ। এছাড়া শনিবার মামলা দায়ের হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: বগুড়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বসতঘরে মিললো যুবকের ঝুলন্ত লাশ
২ বছর আগে
সুবর্ণচরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে গরুসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সবিতা রাণী দাস (৩৫) ওই গ্রামের পবিত্র দাসের দাসের স্ত্রী।
সাত নম্বর ওয়ার্ডের মেম্বার বাবলু চন্দ্র দাস বলেন, বেলা পৌনে ১১ টায় সবিতা রাণী দাস গোয়াল ঘর থেকে বাড়ির পাশে মাঠে গরু নিয়ে যান। এ সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে গরুসহ তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ছাদ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু
করতোয়ায় নৌকাডুবিতে নিহত এবং মিঠামইনের আ.লীগ নেতার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ৫৭২
২ বছর আগে
জানালার গ্রিলের সঙ্গে ঝুলছিল গৃহবধূর লাশ!
সিলেটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর শাহপরান থানাধীন টুলটিকর এলাকায় নিজ বাড়ির জানালার গ্রিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজমিন বেগম (৪০) ওই এলাকার মিয়াবাগের বন্ধন হাউসের নাছির উদ্দিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী। তিনি একই এলাকার মিরাপাড়ার (মৃত) ইছন মিয়ার মেয়ে।
প্রতিবেশীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সন্তানরা ঘরে টেলিভিশন দেখছিল। হঠাৎ তারা তাদের মাকে (রাজমিন) ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে ওড়না খুলে রাজমিনের ঝুলন্ত দেহ নামান। পরে খবর পেয়ে তার স্বামী সবজি ব্যবসায়ী নাছির উদ্দিন শ্যালককে নিয়ে বাসায় এসে রাজমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
আরও পড়ুন: খুলনায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশের ধারণা, রাজমিন বেগম (৪০) নামের ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে তার বাবার বাড়ির লোকজনের দাবি স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
রাজমিনের চাচা রুহুল আমিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে এসে রাজমিনকে মৃত দেখতে পাই। আমাদের ধারণা, রাতের কোনো এক সময় আমার ভাতিজিকে নাছির উদ্দিন মারধর করে। এতে সে মারা যায়। আর সকালে অসুস্থতার নাটক করে নাছির উদ্দিন আমার ভাতিজিকে হাসপাতালে নিয়ে আসে।
তিনি জানান, গত কয়েকমাস ধরে নাছির উদ্দিন আরেকটি বিয়ে করবে বলে আমার ভাতিজির সম্মতি নিতে চাপ দিচ্ছিল। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এর আগেও রাজমিনকে মারধর করেছে নাছির উদ্দিন।
নাছির মৃত রাজমিনের লাশের ময়না তদন্ত করাতে ইচ্ছুক নয় বলেও জানান রুহুল আমিন।
তিনি বলেন, আমাদের দাবি- ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ বের করে নাছিরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক।
এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে রাজমিন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, সন্তানেরা তার দেহ জানালায় ঝুলতে দেখে চিৎকার করে। পরে প্রতিবেশীরা এসে দেহটি নামান।
লাশের ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পুকুরে মিলল গলায় পাটা বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ!
উঠানের আম গাছে ঝুলছিল যুবকের লাশ!
২ বছর আগে
খুলনায় গৃহবধূর লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়া উপজেলায় ২২ বছর বয়সী এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বানিয়াখালি এলাকার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত পিয়ারী বেগম একই এলাকার হাসান শেখের স্ত্রী।
পিয়ারী বেগমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
আরও পড়ুন: খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
স্বজনদের অভিযোগ, মাত্র দুই মাস আগে হাসানের সঙ্গে পিয়ারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাসান তাকে মারধর করে আসছিল। শুক্রবার সকালে তারা জানতে পারেন পিয়ারী মারা গেছেন এবং সেখানে গিয়ে দেখতে পান হাসানের ঘরে পিয়ারীর লাশ পড়ে আছে।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাকরি না পেয়ে হতাশায় যুবকের ‘আত্মহত্যা’, গ্রেপ্তার ১
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হাসান ও তার মা ময়না বেগমকে থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
২ বছর আগে
শ্বশুর, ননদকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূর ‘পলায়ন’
সদর উপজেলায় শ্বশুর, ননদ ও শিশুকে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে সুরাইয়া (১৯) নামে এক গৃহবধূ প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে