নদীতে মাছ শিকার
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে আটক ২১
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে ২১ জেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ভোলার ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
তিনি জানান, কোস্টগার্ড, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে তিনি সোমবার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়েছেন। ইলিশা, চরফ্যাশন, বোরহানউদ্দিনসহ বিভিন্ন এলাকায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মোট ১৪টি অভিযান চালানো হয়।
তিনি বলেন, এসময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে ২১ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের কাছ থেকে দুটি নৌকা, ১২ হাজার মিটার অবৈধ জাল এবং ২২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া দুই জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক অন্য জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মেঘনায় মাছ শিকারে দায়ে ১৩ জেলে আটক
সমুদ্রে মাছ শিকারে বিরত জেলেদের জন্য আরও ১১ হাজার ৯০৩ মেট্রিক টন চাল বরাদ্দ
১ বছর আগে
শরীয়তপুরে মা ইলিশ শিকার থামছেই না
প্রধান প্রজনন মৌসুমে শরীয়তপুরে কিছুতেই থামানো যাচ্ছে না মা ইলিশ শিকার। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা রাত-দিন শিকার করে চলেছেন মাছটি।
৪ বছর আগে