সৌমিত্র
সৌমিত্রের মৃত্যুর ৫ মাসের মধ্যে মারা গেলেন তার স্ত্রী দীপা
জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পাঁচ মাসের মধ্যে মারা গেলেন তার স্ত্রী দীপা।
রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৮২ বছর বয়সী এই অভিনেত্রী মারা গেছেন। দীপা অভিনয়ের পাশাপাশি ছিলেন পারিচালক। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
স্বামীর মতো দীপাও অল্প বয়সেই বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এই দম্পতি শুটিংয়ে পরিচয়ের পর একে অপরের প্রেমে পড়েন। সেই প্রেম পরে বিয়েতে গড়ায়।
দীপার বিখ্যাত সিনেমা ‘বিলম্বিতলয়’। যাতে মূল চরিত্রে সুপারস্টার উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন তিনি। এছাড়া তিনি আরও কিছু জনপ্রিয় সিনেমা ও টিভি শোতে কাজ করেছেন।
এর আগে করোনার সাথে লড়াইয়ে হার মেনে গত বছরের ১৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি প্রায় এক মাস ধরে কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন।
৩ বছর আগে
২০২০ সালে বিশ্ব হারিয়েছে যাদের
দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল। ২০২০ সালটা ছিল ঘটনাবহুল একটা বছর। প্রাণঘাতী করোনাভাইরাস বছরটাকে তছনছ করে দিয়েছে। এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন অনেক বিখ্যাদ মানুষ। করোনা ছাড়াও অন্যান্য রোগেও অনেকেই প্রাণ হারিয়েছেন।
৩ বছর আগে
সৌমিত্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় ডায়ালাইসিসের সিদ্ধান্ত, এখনও আছেন ভেন্টিলেশনে
প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দ্বিতীয় দফার ডায়ালাইসিসের সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। ইতোমধ্যেই তার প্রথম দফার ডায়ালিসিস সম্পন্ন হয়েছে।
৪ বছর আগে
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, রাখা হতে পারে ভেন্টিলেশনে
প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা শনিবার রাত থেকে আরও অবনতি হয়েছে।
৪ বছর আগে