তুরস্কের প্রেসিডেন্ট
ত্রিদেশীয় সফরে এরদোয়ান
ত্রিদেশীয় সফরে বের হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার (১০ ফেব্রুয়ারি) মালয়েশিয়া দিয়ে শুরু হবে তার চার দিনের এই যাত্রা। এরপর ইন্দোনেশিয়া সফরে যাবেন তিনি। চলতি সপ্তাহের শেষে পাকিস্তান সফরের মধ্য দিয়ে তিনি এই যাত্রার ইতি টানবেন।
ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, তার এই সফরে বৈশ্বিক ঘটনাবলি থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে ফিলিস্তিন-ইসরায়েল, সিরিয়ার বর্তমান পরিস্থিতিসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো আন্তর্জাতিক বিষয়গুলো।
আনাদুলুর খবরে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ানের শাসনামলে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি দেশদুটি প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। নৌযান ও মনুষ্যবিহীন আকাশযান (ইউভি) নির্মাণে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে সেনা অভিযানে নিহত ৩০
এর আগে ২০২০ সালে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে পাকিস্তান সফর করেছিলেন এরদোয়ান। সফরে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।
পাকিস্তান সফরে আসার আগেই আজ (সোমবার) এরদোয়ানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
পর্তুগালে রাষ্ট্রীয় সফরকালে ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময়ে এ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।
৪২ দিন আগে
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল
তুরস্ক ও সিরিয়ায় পাঁচ দিনেরও বেশি সময় আগে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট শনিবার তার দেশে নিহতের সংখ্যা ২৪ হাজার ৬১৭ জন জানিয়েছেন। এদিকে সিরিয়ায় সরকারি ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহতের সংখ্যা তিন হাজার ৫৫৩ জন ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সানলিউরফা শহরে বলেছেন, শুধু তুরস্কেই ৮০ হাজার ১০৪ জন আহত হয়েছেন। তবে ভূমিকম্পের ১৩০ ঘণ্টারও বেশি সময় পরেও ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হচ্ছে।
তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পের পর পাঁচ দিন ধরে ধসে পড়া বাড়ির ভেতর বেঁচে থাকা পাঁচ সদস্যের একটি পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল।
তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন যে সড়ক ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে প্রাথমিক প্রতিক্রিয়া ব্যাহত হয়। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাটি ৫০০ কিলোমিটার ব্যাসের, যেখানে তুরস্কের এক কোটি ৩৫ লাখ মানুষের বাসস্থান।
আরও পড়ুন: একটু উষ্ণতার জন্য লড়ছে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষেরা
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প: ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে উল্লাস
৭৭১ দিন আগে
রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন।
১৫৫২ দিন আগে
বাংলাদেশের সাথে ২০০ কোটি ডলারের বাণিজ্য সম্ভাবনার কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং আগে থেকে নির্ধারিত ২০০ কোটি মার্কিন ডলার বাণিজ্যের লক্ষ্যমাত্র খুব সহজেই অর্জিত হতে পারে।
১৫৫৯ দিন আগে
আরব দেশগুলোকে পণ্য বর্জন না করতে ফ্রান্সের আহ্বান
মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের অধিকার নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রর সাফাই গাওয়ার প্রতিবাদে দেশটির পণ্য বর্জনের যে ডাক দেয়া হয়েছে তা তুলে নিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স, খবর বিবিসি।
১৬১০ দিন আগে