ভেন্টিলেশন
ভারতের উপহার `লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স’ বেনাপোল বন্দরে
চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশকে লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপহারের প্রথম চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।
শনিবার সকালে ভারতের পেট্রাপোল শুল্ক কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে হঠাৎ করে জরুরি অক্সিজেন আমদানি বন্ধ
অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর থেকে ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে বলে জানা গেছে।
ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাড়লেও রপ্তানি বাণিজ্যে ধস
বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এন্ট্রি করেছে। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নেয়ার কাজ চলছে।
৩ বছর আগে
দিল্লির হাসপাতালে অক্সিজেন সংকটে ১২ করোনা রোগীর মৃত্যু
ভারতের রাজধানী দিল্লিতে দিন-দিন বেড়েই চলেছে অক্সিজেন সংকট। গত সপ্তাহে দু’টি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে থাকা ৫০ করোনা রোগী অক্সিজেন সংকটের কারণে মারা যায়।
এবার দিল্লির অন্যতম আধুনিক একটি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে মারা গেল ১২ জন রোগী।
দিল্লির বাতরা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১ মে) বেলা ১১টা ৪৫ মিনিটে তাদের অক্সিজেন ঘাটতি দেখা দেয়। দুপুরে এবং বিকালে দু’টি অক্সিজেন ট্যাংকার এসে পৌঁছায়। কিন্তু এরই মধ্যে ১ ঘণ্টা ২০ মিনিট হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ না থাকায় ১২ জন করোনা রোগী প্রাণ হারায়। মৃতদের অধিকাংশই লাইফ সাপোর্ট ছিলেন।
উল্লেখ্য, নিহতদের মধ্যে চিকিৎসক আর কে হিমথানি’ও ছিলেন, যিনি হাসপাতালটির গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাসপাতালের চিকিৎসাধীন প্রায় ২০০ রোগী বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানায় হাসপাতালটির মুখপাত্র।
আরও পড়ুন: ভারতে কোভিড হাসপাতালে আগুনে ১৮ জনের মৃত্যু
শনিবার সকাল পর্যন্ত ভারত ৪ লাখের অধিক করোনা রোগী শনাক্ত হয়। এর আগে গত ৯ দিনে প্রতিদিন নতুন শনাক্তের সংখ্যা ছিল ৩ লাখের মতো।
এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে ২৫ জন রোগী প্রাণ হারায়। অপরদিকে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লির স্বনামধন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে মারা যায় আরও ২৫ জন।
প্রতিবেদন লেখার সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে আর মাত্র দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহের সক্ষমতা রয়েছে। ওই হাসপাতালটিতে বর্তমানে ৬০ জন করোনা রোগী ঝুঁকির মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ মে মহারাষ্ট্রের সরকারি জাকির হোসেন হাসপাতালে অক্সিজেন সরবরাহ লাইনের লিকেজের কারণে ২৪ জন রোগী মারা যায়।
৩ বছর আগে
কোভিডের চেয়ে ‘মারাত্মক’ আ’লীগ সরকার: গয়েশ্বর
বর্তমান ক্ষমতাসীন সরকারকে করোনাভাইরাসের চেয়ে ‘মারাত্মক’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার বলেছেন, দেশের স্বাস্থ্য খাতের মতো সরকারও এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে।
৩ বছর আগে
অবস্থার আরও অবনতি, ভেন্টিলেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রবীণ বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সোমবার তাকে ভেন্টিলেটর দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৪ বছর আগে