স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হবিগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকার জরিমানা করা হয়।
মঙ্গলবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (১) এর বিচারক সুদীপ্ত দাশ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সৈয়দ হেলাল মিয়া (২৪) বাহুবল উপজেলার লাকড়ি পাড়া গ্রামে বাসিন্দা।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুঁড়িয়ে হত্যার দায়ে কুষ্টিয়ায় স্বামীর মৃত্যুদণ্ড
মামলার বিবরণ জানা গেছে, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্ত আসামির সঙ্গে একই উপজেলার বড়গাও গ্রামের হামিদ চৌধুরীর মেয়ে লাভলী আক্তার রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী হেলাল ব্যবসা করার জন্য রহিমার পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে। এর জের ধরে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর রাত ১২টার দিকে যৌতুকের টাকার জন্য রহিমাকে মারধর করে এক পর্যায়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে হত্যা মামলায় নারীসহ দু’জনের মৃত্যুদণ্ড
এ ব্যাপারে মৃত রহিমার ভাই শাহীন চৌধুরী বাদী হয়ে পাঁচ জনে বিরুদ্ধে উক্ত ট্রাব্যুনালে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। উক্ত মামলায় বাদী পক্ষে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অপর আসামি সৈয়দা শাহেদা খাতুন ও তাজুল ইসলামকে বেকসুর খালাস দেয়া হয়।
৩ বছর আগে
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে তার স্বামী মো. ফোরকান উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
৩ বছর আগে
ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
৩ বছর আগে
যৌতুক: মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মানিকগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী মিতুকে (২৪) হত্যার দায়ে স্বামী একরামুল হক রবিনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
৩ বছর আগে
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে আব্দুল কুদ্দুস(৫৫) নামে এক ব্যক্তির মৃতুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
৪ বছর আগে