এসিড নিক্ষেপ
চাঁদপুরে ঘুমন্ত মা-মেয়ের উপর এসিড নিক্ষেপ, আটক ১
চাঁদপুরে মতলব উত্তরে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে গেছে নিজ ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ের শরীর। এদের মধ্যে মেয়ে মিলি আক্তারের অবস্থা গুরুতর। মিলি ৮ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
রবিবার রাত ১১টায় উপজেলার সুজাতপুর এলাকায় এ র্ঘটনা ঘটে।
ঘটনার পর স্বজনরা তাদের দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি দেখা দিলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
মিলির স্বামী মোহাম্মদ সায়েম বিদেশে থাকেন।
আরও পড়ুন: নেশার টাকার না পেয়ে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ
স্থানীয়রা জানান, এলাকার এক যুবক মিলিকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। বিয়ের পর মিলি আক্তার স্বামীর বাড়িতেই বসবাস করতেন। এরমধ্যে বাপের বাড়িতে বেড়াতে এলে রবিবার রাতে এসিড নিক্ষেপের শিকার হন মিলি ও তার মা।
এসিডদগ্ধদের স্বজন সাকিব হাসান জানান, রাতে মা ও মেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় কে বা কারা জানালার ফাঁক দিয়ে বাইরে থেকে এসিড ছুঁড়ে মারে। পরে তাদের চিৎকারে বাড়ির অন্যরা ছুটে আসেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল ইউএনবিকে জানান, এসিডে মেয়ে মিলি আক্তারের মুখ, বুক, পিঠ, ডান হাত এবং মা রাশেদা আক্তারের বাম হাত ও উরু ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ইউএনবিকে জানান, এসিড ছুঁড়ে মারার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, এরইমধ্যে রাত ১টায় সফিকুল ইসলাম মানিক নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি জানান, এ যুবক মিলি আক্তারের বিয়ের আগে তাকে উত্ত্যক্ত করত। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। এছাড়া সোমবার দুপুরে মেয়ের বাবা আইয়ুব আলী প্রধানীয়া এ ব্যাপারে মামলা রুজু করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে পরকীয়ার জেরে যুবককে এসিড নিক্ষেপ
মানিকগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপ মামলায় স্বামী গ্রেপ্তার
৯ মাস আগে
লালমনিরহাটে গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ
লালমনিরহাটে পারিবারিক কলহের জের ধরে ২৫ বছর বয়সী এক নারীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার শ্বশুর- শাশুড়ির বিরুদ্ধে। বুধবার রাতে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়,বিয়ের পর থেকেই ভুক্তভোগী মাহমুদা খাতুনের স্বামী হামিদুল ইসলাম ও তার শ্বশুরবাড়ির লোকজন তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে ঝগড়া করত। এমন বিরোধের জের ধরে বুধবার রাতে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাহমুদার শ্বশুর আতেয়ার রহমান ও শাশুড়ি হামিদা বেগম মাহমুদার ওপর এসিড নিক্ষেপ করে বলে জানান তার বাবা আব্দুল মালেক মিয়া।
স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে এসিড আক্রান্তের অবস্থা দেখেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: গাজীপুরে হাতুড়ির আঘাতে গৃহবধূ খুন, স্বামী আটক
খুলনায় গৃহবধূর লাশ উদ্ধার
২ বছর আগে
চট্টগ্রামে দুই বোনকে এসিড নিক্ষেপ, ভাই-বোনের যাবজ্জীবন
চট্টগ্রামে দুই বোনের ওপর এসিড নিক্ষেপের মামলায় আপন খালাতো ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন, শারমিন ফারজানা লতিফ ওরফে সাকি (৩৩) ও তার ছোট ভাই মুহাম্মদ ইফতেখার লতিফ ওরফে সাদী (৩০)।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তসলিম উদ্দিন বলেন, দুই বোনকে এসিড দিয়ে ঝলসে দেয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ভাই সাদিকে ৫০ হাজার টাকা এবং বোন সাকিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১০ সালের ২ অক্টোবর ভোরে চট্টগ্রাম নগরীর চকবাজার জয়নগর এলাকায় আপন দুই বোন-মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। তাদেরই আপন খালাতো বোন শারমিন ফারজানা সাকি নিজের আগে বিয়ে ঠিক হওয়া এবং বোনের সৌন্দয্যে ঈর্ষান্বিত হয়ে ঘুমন্ত দুই বোন মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে এসিড মারে। এতে দু’বোনের শরীর এসিডে ঝলসে যায়। ঘটনার সময় দুই বোনের বয়স যথাক্রমে ২০ ও ১৬ বছর ছিল।
এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা আনোয়ারুল মুবিন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ গত ১৪ ডিসেম্বর ২০১০ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মোট সাক্ষী ছিল ২২ জন।
পড়ুন: জানিপপের চেয়ারম্যান কলিমুল্লাহসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ৩৫ জনের আগাম জামিন
২ বছর আগে
ফরিদপুরে পরকীয়ার জেরে যুবককে এসিড নিক্ষেপ
ফরিদপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এসিড নিক্ষেপে এক যুবকের মুখমণ্ডল ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। শনিবার রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ রানা (৩৫) শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে।
আরও পড়ুন: নেশার টাকার না পেয়ে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ
অভিযুক্ত রিপন জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে বন্ধু রিপন মোবাইল ফোনে ডেকে এনে অতর্কিতভাবে রানার মুখে এসিড ছুড়ে মারে। এসময় তার চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ
২ বছর আগে
নেশার টাকার না পেয়ে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
দগ্ধ রোজিনা আক্তার (৩৭) বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তার মেয়ে রোজিনা আক্তার একজন গার্মেন্ট কর্মী। প্রতিদিনের মতো রবিবার গার্মেন্ট ছুটির পর বাসায় গেলে তার মেয়ের স্বামী জহিরুল ইসলাম নেশা খাওয়ার কথা বলে টাকা দাবি করে। টাকা না দেয়ায় জহিরুল স্ত্রী রোজিনার শরীরে এসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।
আরও পড়ুন: রাজশাহীতে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দিল যুবক
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামীর মৃত্যুদণ্ড বহাল
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী মো. আকবর আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফরিদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।
সৌদি আরব থেকে আসার পর ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আকবর আলীর সাথে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের পর আকবর আলী ফের সৌদি আরব চলে যান। এর কয়েকমাস পর দেশে ফিরে স্ত্রীকে সৌদি আরব নিয়ে যেতে চাইলে এ নিয়ে স্বামী-স্ত্রী ও দুই পরিবারের মধ্যে বিরোধ হয়। এ ঘটনার জেরে ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি মধ্য রাতে স্ত্রীর গায়ে আকবর আলী এসিড ঢেলে দেন। এরপর আহত গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় পরদিন ১৯ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা একই উপজেলার বড় বাসুরিয়া গ্রামের মো. আব্দুল আউয়াল শেখ শাহজাদপুর থানায় মামলা করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ
এ মামলায় ২০০৯ সালে আত্মসমর্পণ করেন আকবর আলী। এরপর সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত বিচার শেষে ২০০৯ সালের ২৩ আগস্ট এসিড অপরাধ দমন আইনের ৫(ক) ধারায় আকবর আলীকে মৃত্যুদণ্ড দেন। বিচারিক আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স ও কারাবন্দি আসামির আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর আকবর আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। এ রায়ের বিরুদ্ধে কারাবন্দি আসামি আপিল বিভাগে আপিল করেন। বুধবার সেই আপিল খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
আরও পড়ুন: রাজশাহীতে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দিল যুবক
৩ বছর আগে
রাজশাহীতে এসিডে স্ত্রীর মুখ ঝলসে দিল যুবক
গোদাগাড়ী উপজেলায় এসিডে স্ত্রীর মুখ ঝলসে দেয়ার অভিযোগে মুরাদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
৪ বছর আগে
লক্ষ্মীপুরে ঘুমন্ত মা ও তার দুই মেয়েকে দুর্বৃত্তদের এসিড নিক্ষেপ
ঈদেরদিন ভোরে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ঘুমন্ত মা ও তার দুই মেয়েকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে
সিরাজগঞ্জে ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ
পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধুপুর গ্রামে শুক্রবার ভোরে ঘুমন্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী সবুজের বিরুদ্ধে।
৪ বছর আগে
সাতক্ষীরায় যুবকের ওপর এসিড নিক্ষেপ!
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিশ্বরপুর মাঠকাটি গ্রামে মঙ্গলবার ভোরে এক যুবককে এসিডে ঝলসে দেয়ার খবর পাওয়া গেছে।
৫ বছর আগে