ঘরের জানালার কাঁচ ভেঙে রায়পুর উপজেলার কেরওয়া গ্রামে মা আনোয়ারা বেগম ও তার দুই মেয়ে সুমাইয়া আক্তার (২৭) ও সুমি আক্তারের (১৮) ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
ঈদেরদিন সকালে তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে দুই বোন ও মা একসাথে ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোরের দিকে জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তরা তাদের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে প্রত্যেকের গলা ও মুখসহ বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, মা ও মেয়েদের ঈদের দিন সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোট মেয়ে সবচেয়ে বেশি ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো করা হয়েছে।
স্থানীয় ইউনিয়িন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, কেরোওয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কের কামার বাড়িতে এসিড নিক্ষেপে মা-মেয়েসহ তিনজন দগ্ধের ঘটনা ঘটেছে। যৌতুক সংক্রান্ত বিরোধে স্বামীর পক্ষের লোকজন এ কাজ করেছে বলে স্থানীয়রা তাকে বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। তবে, থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।