গয়েশ্বর
ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান গয়েশ্বরের
ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, 'এটার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারীকে ধর্ষণ) বিরুদ্ধে জনগণের প্রতিবাদে আমরা উৎসাহিত হয়েছি। একজন নারীর প্রতি এ ধরনের সহিংসতা মানে আমি বলি, বাংলাদেশ ধর্ষিত.. তাই আর প্রতিবাদ নয়, সময় এসেছে প্রতিরোধ গড়ে তোলার।’
গত শনিবার(৩ ফেব্রুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারীকে ছাত্রাবাসে আটকে ছাত্রলীগ কর্মীদের ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশ ও দেশের মানুষ আর নিরাপদ থাকবে না।
জাবি ক্যাম্পাসে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপিপন্থী প্লাটফর্ম নারী ও শিশু অধিকার ফোরাম।
আরও পড়ুন: জাবিতে ধর্ষণ: ছাত্রলীগ নেতাসহ ৪ জন রিমান্ডে
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, নারী নির্যাতনকারী ও ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন জরুরি।
নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করতে শিক্ষার্থী ও যুবকদের জেগে ওঠার ও রাস্তায় নেমে আসারও আহ্বান জানান তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান অবৈধ সরকারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হত্যা, গুম, নির্যাতন, ধর্ষণ, মানুষের অধিকার কেড়ে নেওয়া এবং অর্থনীতি ধ্বংস করা।
আরও পড়ুন: জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ ৪ জন আটক
তিনি বলেন, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত ধর্ষণ, নিপীড়ন, হত্যা ও গুম থেকে জাতিকে রক্ষা করা সম্ভব হবে না।
বিএনপির এই নেতা বলেন,‘এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। আমি আশা করি, আমাদের দলের শীর্ষ নেতারা শিগগিরই বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের কর্মসূচি দেবেন।’
আরও পড়ুন: সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় বিপদাপন্ন হয়ে পড়েছে সীমান্ত : বিএনপি
১০ মাস আগে
গয়েশ্বরের মামলা বাতিলের আবেদন খারিজ; দ্রুত বিচার শেষ করার নির্দেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলা বাতিলের রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।
এ মামলার বিচারের ওপর দেয়া স্থগিতাদেশ তুলে দিয়ে আদালত বিচারিক আদালতকে দ্রুত বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
আরও পড়ুন: বিএনপির বিভেদ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হবে: গয়েশ্বর
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আমিন উদ্দিন মানিক বলেন, এ রায়ের ফলে মামলার বিচার কার্যক্রম শুরু করতে কোন বাধা রইলো না।
আদালত সূত্রে জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুদক ২০০৯ সালের ৫ জানুয়ারি মামলা দায়ের করে। রাজধানীর রমনা থানায় করা এ মামলাটিতে দুই কোটি ৮৬ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
একই বছরের ৫ জুলাই এ মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করে দুদক। পরে গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে মামলা বাতিলের আবেদন জানালে হাইকোর্ট ২০১০ সালে মামলাটির বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।
একই সঙ্গে হাইকোর্ট রুল জারি করেন। সেই থেকে মামলাটির বিচার বন্ধ রয়েছে।
আরও পড়ুন: শিগগিরই আন্দোলনের রূপরেখা প্রকাশ করবে বিএনপি: গয়েশ্বর
সরকার বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে: গয়েশ্বর
২ বছর আগে
বিএনপির বিভেদ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হবে: গয়েশ্বর
বিরাজমান অভ্যন্তরীণ কোন্দল সমাধান না হলে সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে বিএনপি ব্যর্থ হবে বলে শনিবার মন্তব্য করেছেন দলের সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
৪ বছর আগে