বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলা বাতিলের রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।
এ মামলার বিচারের ওপর দেয়া স্থগিতাদেশ তুলে দিয়ে আদালত বিচারিক আদালতকে দ্রুত বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
আরও পড়ুন: বিএনপির বিভেদ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হবে: গয়েশ্বর
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আমিন উদ্দিন মানিক বলেন, এ রায়ের ফলে মামলার বিচার কার্যক্রম শুরু করতে কোন বাধা রইলো না।
আদালত সূত্রে জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুদক ২০০৯ সালের ৫ জানুয়ারি মামলা দায়ের করে। রাজধানীর রমনা থানায় করা এ মামলাটিতে দুই কোটি ৮৬ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
একই বছরের ৫ জুলাই এ মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করে দুদক। পরে গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষ থেকে মামলা বাতিলের আবেদন জানালে হাইকোর্ট ২০১০ সালে মামলাটির বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।
একই সঙ্গে হাইকোর্ট রুল জারি করেন। সেই থেকে মামলাটির বিচার বন্ধ রয়েছে।
আরও পড়ুন: শিগগিরই আন্দোলনের রূপরেখা প্রকাশ করবে বিএনপি: গয়েশ্বর