নর্থ সাউথ ইউনিভার্সিটি
বঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে মহান কূটনীতিক ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
ঙ্গবন্ধু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহান কূটনীতিক ছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। সোমবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী, শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু তার কূটনৈতিক দূরদর্শিতা থেকেই আমাদের পররাষ্ট্র নীতি করেছিলেন, ‘সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়’।
তিনি বলেন, বঙ্গবন্ধু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার কথা বলেছেন, বঙ্গবন্ধু জোট নিরপেক্ষতার কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই নীতিগুলোর ভিত্তিতেই আমাদের বৈদেশিক সম্পর্কের কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম, এ, কাশেম, শহিদ মুনীর চৌধুরীর সন্তান মো. আসিফ মুনীর চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপউপাচার্য ড. মুহম্মদ ইসমাইল হোসেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মানবতার কথা নিয়ে প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর
উন্নয়নশীল দেশে উত্তরণে অভিবাসীদের ত্যাগ অনস্বীকার্য: পররাষ্ট্রমন্ত্রী
৩ বছর আগে
চাঞ্চল্যকর পায়েল হত্যার রায় আজ
হানিফ পরিবহণের চালক ও সহকারীদের হাতে নিহত চট্টগ্রামের ছেলে ও বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র আলোচিত সাইদুর রহমান পায়েল হত্যা মামলার রায় আজ (রবিবার) ঘোষণা করা হবে।
৪ বছর আগে