দেশপ্রেমিক
২০২৩ হবে দেশপ্রেমিক মানুষের সাফল্যের বছর
২০২৩ সাল হবে দেশপ্রেমিক মানুষের সাফল্যের বছর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছিলেন, আমাদের লক্ষ্য সাফল্য অর্জন করা। আমরা আশা করি ২০২৩ সাল হবে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের জন্য সাফল্যের বছর।
আরও পড়ুন: ৩০ মাসের বিল বকেয়া, বিএনপি নেতা গয়েশ্বরের বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের চূড়ান্ত ফলাফল পাওয়ার বছরও হবে বলে জানান তিনি।
রবিবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর থেকে জাতি যা অর্জন করেছে তাতে ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, জনগণ আশা করছে, শিক্ষার্থীরাও এখন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমুখী সরকার প্রধান ভূমিকা পালন করবে।
আমরা আশা করি জাতীয়তাবাদী ছাত্রদল জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে।
এই বিএনপি নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও অন্যায়ের প্রতিবাদের চেতনাকে কখনো দমিয়ে রাখা যাবে না।
আরও পড়ুন: গয়েশ্বরের মামলা বাতিলের আবেদন খারিজ
১ বছর আগে
বিদেশে থাকা দেশপ্রেমিকদের দেশের স্বার্থ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিদেশে থাকা দেশপ্রেমিক নাগরিকদের দেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় জোরালো প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অপপ্রচার ও বিভ্রান্তির ভিত্তিতে দেশ এবং দেশের স্বার্থের উপর আরও ‘আক্রমণ’ হতে পারে।
আগামী দুই বছরে আমাদের বিরুদ্ধে নানা ধরনের হামলা ও ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করে তিনি আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার জন্য বিদেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কর্মীদের প্রতি আহ্বান জানান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের করের টাকায় পরিচালিত প্রতিটি বাংলাদেশ মিশনই বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখার জন্য দেশের এক নম্বর লবিস্ট।
আরও পড়ুন: লবিস্ট নয় ভুল ধারণা পরিবর্তনে পিআর ফার্ম নিয়োগ: পররাষ্ট্রমন্ত্রী
তিনি আশা প্রকাশ করে বলেন, বিদেশে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে তথ্য দিয়ে বিদেশে মিশনগুলোকে সহায়তা করবেন। কেননা কিছু ক্ষেত্রে মিশনগুলো তাৎক্ষণিকভাবে এ ধরনের তথ্য নাও পেতে পারে।
শনিবার প্রধান অতিথি হিসেবে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া লবিং ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের করণীয় ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন।
ষড়যন্ত্রকারীদের দিকে আঙুল তুলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ রাজনীতিতে যুক্ত হতে চাইলে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা বন্ধ করতে বিএনপি-জামায়াত লবিস্ট নিয়োগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী
ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) ইভান স্টেফানেকের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসি বিষয়ক ইইউ-এর হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেলকে লেখা চিঠির কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘আমি যখন চিঠিটি পড়ছিলাম, তখন আমার মনে হয়েছিল আমি অন্য দেশ সম্বন্ধে পড়ছি। কেননা চিঠির বিষয়বস্তু দেশের পরিস্থিতির সঙ্গে যায় না।’
তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে লেখালেখির জন্য বিরোধী দলগুলো এমন আরও লোককে যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে আওয়ামী লীগ তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে যা তুলে ধরা দরকার।
২ বছর আগে
সাম্প্রদায়িক শক্তিকে দূর করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে সাম্প্রদায়িকতা দূর করতে দেশের সকল গণতন্ত্রকামী, দেশপ্রেমিক ও অসম্প্রদায়িক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (০৩ নভেম্বর) রাজধানীর বনানীস্থ ১৫ আগস্টের শহীদদের ও জাতীয় চার নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় এ আহ্বান জানান।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরই দেশে সাম্প্রদায়িকতার বীজ বোনা হয়। বর্তমানে দেশ থেকে এসব সাম্প্রদায়িক শক্তিকে দূর করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রদায়িক শক্তিকে রুখতে তাই দেশের সকল গণতন্ত্রকামী, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে কাজ করতে হবে।’
জেল হত্যা দিবসে শহীদদের স্মরণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির জনক শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও ১৯৭৫ সালের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সেখানে দলটির প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, শাহজাহান খান এবং জাহাঙ্গির কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, ড. দীপু মনি, এএফএম বাহাউদ্দিন নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:ফরিদপুরে জেল হত্যা দিবস পালিত
৩ বছর আগে
বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করার দুঃসাহস নেই: নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার বলেছেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করার দুঃসাহস আমাদের নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মাধ্যমে তার প্রতি সম্মান জানানো হবে।
৪ বছর আগে
দেশের সংকট নিরসনে দেশপ্রেমিকদের ভূমিকা প্রয়োজন: ফখরুল
দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এখন সাহসী দেশপ্রেমিকের ভূমিকা খুব প্রয়োজন বলে সোমবার মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ বছর আগে