কলেজশিক্ষক
কুড়িগ্রামে ইয়াবা জব্দ, কলেজশিক্ষক গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ একজন কলেজশিক্ষককে গ্রেপ্তারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার সীমান্তঘেষা কুরুষাফেরুষা চাইলনের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৈয়ব আলী (৪২) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে এবং বালারহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
জানা যায়, ওই রাতে তৈয়ব আলীর মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির ভেতর থেকে প্লাস্টিকের কাগজে মোড়ানো বিশেষ কায়দায় রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বালারহাট বিজিবি ক্যাম্পে সদস্যরা। শুক্রবার দুপুরে তৈয়ব আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ফুলবাড়ী থানায় সোর্পদ করে বিজিবি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাট্যালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে ফুলবাড়ী থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ঝিকরগাছায় বাস থেকে ৭৪০০ পিস ইয়াবা জব্দ
কুড়িগ্রামে সাড়ে ২২ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
৯৩২ দিন আগে
নড়াইলে শিক্ষককে হেনস্তা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
নড়াইলে কলেজশিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র (আসকের) পক্ষে আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা এই রিট দাখিল করেছেন।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।
আইনজীবী পূর্ণিমা জানিয়েছেন, ঘটনার দিন ঘটনাস্থলে নড়াইলের ডিসি, এসপি উপস্থিত ছিলেন। তারপরও একজন অধ্যক্ষের গলায় জুতার মালা পরানো হয়েছে। কেন এমন ঘটনা ঘটলো এর সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দায়ের করেছি। রিট আবেদনটির ওপর এ সপ্তাহেই শুনানি হতে পারে। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, নড়াইলের এসপি, ডিসিসহ সংশ্লিস্টদের বিবাদী করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: আ’লীগ নেতাকে অব্যাহতি
এর আগে গত ৩০ জুন এই রিট দায়ের করতে গেলে অনুমতি না দিয়ে হাইকোর্ট বলেছিলেন অবকাশকালীন বেঞ্চে দাখিল করতে। সে অনুযায়ী সোমবার রিট আবেদনটি দায়ের করা হয়েছে।
জানা গেছে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার ছবি দিয়ে এক কলেজছাত্রের ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। গত ১৮ জুন দিনভর নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সহিংসতা চলে। ওইদিন বিকালে পুলিশের পাহারায় ক্যাম্পাস ছাড়ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। ওইসময় কতিপয় ব্যক্তি এসে অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেন। শিক্ষক স্বপন কুমার হাত উঁচিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে তাকে তুলে নেয়া হয় পুলিশের গাড়িতে। গুজব ছড়ায়, নূপুর শর্মার ছবি পোস্ট করা শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
তবে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে কলেজশিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন: নড়াইলে শিক্ষক হেনস্তা: গ্রেপ্তার আরও ১
শিক্ষক লাঞ্ছিত: নড়াইল থানার ওসি প্রত্যাহার
১২৫০ দিন আগে
হানিফকে নিয়ে কটূক্তি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কলেজশিক্ষকের জামিন নামঞ্জুর
কুষ্টিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি ও তার চাচাত ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতাকে কটূক্তির অভিযোগ এনে যুবলীগ নেতার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার কলেজশিক্ষক রাজিবুল আলমের (৫২) জামিন নামঞ্জুর করেছে আদালত।
১৭৩২ দিন আগে
কুষ্টিয়ায় স্ত্রী ও আত্মীয়-স্বজনের নির্যাতনে হাসপাতালে শিক্ষক
কুষ্টিয়ার দৌলতপুরে এক কলেজ শিক্ষককে তার স্ত্রী ও স্বজনেরা পিটিয়ে মারাত্মক আহত করেছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
১৮৫৯ দিন আগে