মাদারীপুর
ভারতে পালিয়ে যাওয়ার সময় মাদারীপুরে আ.লীগ নেতা আটক
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে (৬৫) ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এক খুদে বার্তায় বলা হয়, কুমিল্লার বিবি বাজারসংলগ্ন সীমান্ত এলাকা থেকে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্বর্ণের বার জব্দ, আটক ২
পরবর্তী জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ওই এলাকায় থাকার কথা স্বীকার করেছেন তিনি।
বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন: ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক
২ মাস আগে
বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন মাদারীপুরের অধিকাংশ এলাকা
বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুরের বেশির ভাগ এলাকা শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল নেটওয়ার্ক সুবিধা পাচ্ছে না অনেক এলাকা।
টানা প্রায় ৪২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান নেই বললেই চলে। এছাড়া জেলার সদর, শিবচর, কালকিনি, রাজৈর ও ডাসার উপজেলায় ভিন্ন ভিন্ন সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল থেকে বাতাস ও বৃষ্টি হলেও শুক্রবার রাত থেকে বিদ্যুতের মূল লাইনে বিভ্রাট দেখা দিয়েছে। কোথাও কোথাও শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ থাকলেও এর পর থেকে পুরো সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় জেলার স্কুল-কলেজে শিক্ষার্থী উপস্থিতি ছিল খুবই কম। হাট-বাজারে নেই ক্রেতার উপস্থিতি। সড়কে ছোট যানবাহনও প্রায় নেই বললেই চলে।
আরও পড়ুন: কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট
শিবচরের এক স্কুল শিক্ষক মো. আব্বাস আলী বলেন, ‘বৃষ্টির কারণে স্কুলে ছাত্র-ছাত্রীর উপস্থিতি খুবই কম। আর বিদ্যুৎ না থাকায় শনিবার থেকেই দুর্ভোগে আছি সবাই। মোবাইলে চার্জ প্রায় শূন্য হয়ে পড়েছে।’
পল্লি বিদ্যুতের শিবচর উপজেলা অফিস সূত্রে জানা গেছে, শনিবার থেকেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঝড়-বৃষ্টির জন্য মূল লাইনে সমস্যা। শনিবার থেকেই বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন করতে কাজ করে যাচ্ছে কর্মীরা।
পল্লি বিদ্যুতের জোনাল ম্যানেজার মো. জনাব আলী বলেন, ‘জেলা সদরে আংশিক বিদ্যুৎ রয়েছে। তবে অন্যান্য স্থানে বিদ্যুৎ নেই।’
মাদারীপুর পল্লি বিদ্যুতের কর্মকর্তা জনাব আলী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিয়েছে। আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’
আরও পড়ুন: ফেনীতে বন্যা: বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে ৩ লাখ মানুষ
তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বেড়েছে মানুষের দুর্ভোগ
২ মাস আগে
মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২
মাদারীপুরে মালটানা মাহিন্দ্র গাড়ি উল্টে এনামুল হোসেন ও আরিফ শিকদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে চালক এনামুল হোসেন এবং মাদারীপুর সদররের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে ও চালকের সহযোগী আরিফ শিকদার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহযোগী আরিফকে সঙ্গে নিয়ে কাজের উদ্দেশ্যে গাড়ি বের করে সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক এনামুল ও তার সহযোগী আরিফের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় দুই পথচারীও আহত হন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, মাহিন্দ্রা উল্টে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করার উদ্দেশ্যে রওয়ানা হলে এই দুর্ঘটনা ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে সিএনজি অটোরিকশার চাপায় কলেজছাত্রী নিহত
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ইউসুফের পরিবার শোকাহত
৬ মাস আগে
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
মাদারীপুরে গ্রান্ডিং মেশিন দিয়ে নৌকা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শহিদুল মাতুব্বর নামে শ্রমিক মারা গেছেন।
রবিবার (৭ এপ্রিল) ১২টার দিকে উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে পরিবারের ৫ সদস্যের পর চলে গেল শিশু সোনিয়াও
নিহত শহিদুল মাতুব্বর একই গ্রামের মোসলেম মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রান্ডিং মেশিন দিয়ে নৌকা মেরামতের সময় মেশিনের একটি তার থেকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল।
ডাসার থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বলেন, বিদ্যুৎপৃষ্ট একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গরুকে গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
হাতি তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
৭ মাস আগে
মাদারীপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
মাদারীপুরে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় আসলে রাস্তা পাড় হবার সময় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে পেছন থেকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সরিষা খেতে ঘাস বিক্রেতার পোড়া লাশ
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুলিশ ঘটনাস্থলে যাবার অনেক আগেই বাস নিয়ে পালিয়ে যায় চালক। আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: সিলেটে ঘরের দরজা ভেঙে নারীর গলিত লাশ উদ্ধার
ঢাবির টিএসসি এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার
৮ মাস আগে
মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১০
মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় উপজেলার দওপাড়ার সূর্যনগর বাসস্টান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসটি দুমরে মোচরে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
শিবচর উপজেলা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানায়, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে দওপাড়া এলাকার সূর্যনগর বাস্টান্ডের কাছে একটি ট্রাককে ধাক্বা দিলে বাসটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ২ জন যাএী মারা যায় ও ১০ জন আহত হয়। পরে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। এছাড়া আহত ৫ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার শিকার বাসের যাত্রী বরিশালের বাকেরগঞ্জ থানার মাসুদ রানা জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি দওপাড়ার সূর্যনগরের কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় সজোরে ধাক্কা লাগলে বাসটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় ও ১০ জন আহত হয়। বাসে ৪২ জন যাএী ছিল এবং বাসটি দ্রুত যাচ্ছিল।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল জানান, আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্য থেকে আরও দুইজন মারা গেছেন।
আরও পড়ুন: মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত
৮ মাস আগে
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে শনিবার (২৩ ডিসেম্বর) মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
নিহত এস্কান্দার খান (৪০) স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর সমর্থক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সকালে আওয়ামী লীগ প্রার্থী আবদুস সোবহান গোলাপের সমর্থকরা এস্কান্দারকে বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে আহত করে।
তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৫
সাতকানিয়ায় নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীকে কটুক্তি করায় সাবেক বিএনপি নেতা আতাউরকে শোকজ
১০ মাস আগে
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা রেলপথে ট্রেনের ধাক্কায় অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাতের দিকে উপজেলার পাচ্চর গোলচত্বর আন্ডারপাস এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র ইব্রাহিম (১৫) শিবচরের মাদবরের চর ১ নম্বর ওয়ার্ডের হিরু খানের ছেলে।
আরও পড়ুন: কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের
স্থানীয়রা জানান, ইব্রাহিম ও তার দুই বন্ধু মিলে খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে রেললাইন ধরে রেস্টুরেন্টে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
দিনাজপুরে ট্রাক ও ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু
১১ মাস আগে
ছাত্রকে আছাড় দিয়ে মেরুদণ্ড ভেঙে ফেলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
মাদারীপুরে আট বছরের এক মাদরাসা ছাত্রকে বেদম মারধর করার পর আছাড় মেরে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে।
গত সোমবার (৬ নভেম্বর) মাদারীপুর সদরের চরমুগরিয়া এলাকার জামিয়া কাসেমিয়া রওতুল উলুম ক্যাডেট কেয়ার মাদরাসায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হাতির আক্রমণে শিশু নিহত
এদিকে সোমবার (৬ নভেম্বর) ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে আহত ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থী ফায়েজ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের সবুজ হাওলাদারের ছেলে এবং অভিযুক্ত মেহেদী হাসান জামিয়া কাসেমিয়া রওতুল উলুম ক্যাডেট কেয়ার মাদরাসায় নুরানি বিভাগের শিক্ষক।
স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার ভোরে অভিযুক্ত শিক্ষক নাযেরা বিভাগের শিক্ষার্থী ফায়েজকে ঘুম থেকে তুলে শ্রেণিকক্ষে নিয়ে যান এবং সেখানে দাঁড়িয়ে থাকতে বলেন। কিন্তু শিক্ষকের কথা মতো না দাঁড়িয়ে, শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়ে শিশুটি।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফায়েজকে বেত্রাঘাত করেন মাহাদী হাসান। একপর্যায়ে রাগান্বিত হয়ে ফায়েজকে তুলে আছাড় দেন শিক্ষক মেহেদী হাসান। বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন অভিযুক্ত শিক্ষক।
পরদিন মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে ফায়েজকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে জানানো হয় তার স্বজনদের। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে শিশুটির মেরুদণ্ড ভেঙে গেছে। পরে বুধবার (৮ নভেম্বর) রাতে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
এদিকে মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। ঘটনার সত্যতা পেলে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশু নিহত
পারিবারিক কলহের জেরে খুলনায় বাবার আছাড়ে শিশু নিহত
১ বছর আগে
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলার সদরের মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা মহাদেব পাল (৬০) ও ছেলে মিঠুন পাল (২৮) মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের পালপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: মাদারীপুরে দুই নারীর ‘রহস্যজনক’ মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর থেকে বাবা ও ছেলে মিশুক গাড়ি যোগে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয়ে মঠের বাজার নামক স্থানে যাওয়া মাত্র অপর দিক থেকে আল্লাহর দান কার্গোর একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দু’টি উদ্ধার করে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি এবং কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
১ বছর আগে