মাদারীপুর
মাদারীপুরে রাজিব হত্যা: ২৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
মাদারীপুরে রাজীব নামে এক যুবককে হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ মামলার রায় দেন।
আরও পড়ুন: খুলনায় আজিজ হত্যা: ৬ জনের যাবজ্জীবন
এ সময় আদালতে ২২ আসামি উপস্থিত ছিলেন। রায়ে চার জনকে খালাস দেয়া হয়েছে এবং বাকি তিন আসামি মৃত্যুবরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিংহ।
মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১ সেপ্টেম্বর সকালে মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজিব সরদার। পথে পৌর শহরের হরিকুমারিয়া এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দেশিয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর যখম করেন।
এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় পথেই তিনি মারা যান।
এ ঘটনার তিনদিন পর নিহতের মামা আলী হাওলাদার বাদী হয়ে জামাল হাওলাদার, রহিম হাওলাদার, আছাদ হাওলাদারসহ ৪৭ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে সদর থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন তদন্তের পর ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। যুক্তিতর্ক শেষে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে মঙ্গলবার এ আদেশ দেন বিচারিক আদালত।
আরও পড়ুন: সিলেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে প্রতিবেশীকে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মাদারীপুরে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ১৯
মাদারীপুরের শিবচরে রবিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও তিনজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মাদারীপুর থেকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
তিনি বলেন, আহত আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
মাদারীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
এর আগে সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক বলেন, শনিবার সকাল ৮টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সীমানা এলাকায় পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোডে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১৪ জন নিহত হয়।
বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান তিনি।
ওসি জানান, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত আহত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১
সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে ২ জনের মৃত্যু
মাদারীপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন
মাদারীপুরে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। পাকা সরিষা ঘরে তোলা নিয়ে এখানকার চাষিরা এখন ব্যস্ত সময় পার করছে।
জানা গেছে, বাজারে ভোজ্যতেলের অতিরিক্ত দাম থাকার কারণে জেলার চাষিরা এবার সরিষা আবাদের প্রতি ঝুঁকে পরে। যে কারণে গত বছরের চেয়ে এবার দুই হাজারেরও বেশি হেক্টর জমিতে সরিষা আবাদ হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূএে জানা যায়, মাদারীপুর জেলার চারটি উপজেলায় চলতি মৌসুমে ১৫ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। গত বছর চাষ হয়েছিল ১৩ হাজার ৬০৪ হেক্টর জমিতে।
সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ব্লক সুপার ভাইজার ইয়াছমিন (৩২) জানান, এই ইউনিয়নের লক্ষিগঞ্জ গ্রামের মেরজন খালাসি (৪৮), শাহাদত খা (৫০), মোকতার মোল্লা (৪৫), হালিম মোল্লা (৬৩), বারেক কাজি (৬৪), মিজান কাজি (৪৫), কালাম কাজি (৫০), নুর ইসলাম ফকির (৭০), বাবুল মুন্সি (৫০) ও আনু হাওলাদার (৩৫) এর সরিষা আবাদ ভাল হয়েছে।
আরও পড়ুন: সরিষা চাষে বিপ্লব ঘটছে, বছরে সাশ্রয় হবে ১০ হাজার কোটি টাকা: কৃষিমন্ত্রী
এছাড়া এলাকায় চলতি মৌসুমে অসংখ্য কৃষক সরিষা আবাদ করেছে।
এদিকে সরিষা চাষি মেরজন খালাসি জানান, বর্তমান মাদারীপুর পুরান বাজারে প্রতিমণ সরিষা তিন হাজার ৩০০ টাকা থেকে তিন হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, এক বিঘা (৬৩ শতাংশ) জমিতে ১২/ ১৩ মন সরিষা উৎপাদন হয়। এতে ৮/৯ হাজার টাকা খরচ হয়ে থাকে।
কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মাদারীপুরের চারটি উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে আশা করা যায়।
আরও পড়ুন: সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন যশোরে দিগন্তজোড়া মাঠ
মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরের রাজৈরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত স্বপন শেখ (২৫) ফিলিং স্টেশনের কর্মচারী।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার আমগ্রামে রাত ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদশর্ক (এসআই) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১ টার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি মোটরকেলকে সাকুরা পরিবহনের একটি দ্রুততম বাস চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী স্বপন শেখ নিহত হয়।
লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এসআই।
আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩ শিক্ষার্থী নিহত, আহত ১
বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় কলেজছাত্র নিহত
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেড় বছর বয়সী মাইসা পৌর এলাকার পুয়ালী-মাদারীপুর গ্রামের আব্দুল রহিম মুন্সির মেয়ে।
আরও পড়ুন: নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশু মাইসা সবার চোখ ফাঁকি দিয়ে একা পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত মাইসার বাবা বলেন, আমার আদরের মেয়ে পানিতে ডুবে মারা গেছে। এই শোক আমরা কীভাবে সইবো।
এ ব্যাপারে কালকিনি পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
আরও পড়ুন: মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে ভ্যানচালক খুন
মাদারীপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক ভ্যানচালক খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
শনিবার সকালে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল মাদবর (৫৫) একই এলাকার সলেমান মাদবরের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজলেম আকন ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের মধ্য বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার সকালে মোজলেম আকনের সমর্থক সোহবার বেপারী ও লাভলু তালুকদারের সমর্থক সৈয়দ শাইখের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে।
এ সময় ভ্যানে যাত্রী নিয়ে যাবার পথে ভ্যানচালক কামাল মাদবরকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় চারজন আহত হয়। সংঘর্ষে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা জানায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন: দিনাজপুরে ভ্যানচালকের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২
সুদে পাঁচ হাজার টাকা দিয়ে ৫ লাখ টাকা দাবি, কৃষকের আত্মহত্যা!
মাদারীপুরের ডাসারে বাড়ির পাশের আম গাছ থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নবগ্রাম ইউনিয়নের চিত্তর মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কৃষক বাবুল মল্লিক (৪৫) মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলীসাকান্দি গ্রামের বাসিন্দা।
সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের হাকাই সিকদারের ছেলে সুদ ব্যবসায়ী লিটন সিকদারের কাছ থেকে দুই বছর আগে পাঁচ হাজার টাকা সুদে নেন একই এলাকার বাবুল মল্লিক।
আরও পড়ুন: হাজারীবাগে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
কিন্তু সুদ ব্যবসায়ী লিটন সিকদার এক মাস আগে বাবুল মল্লিকের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন, বাবুল মল্লিক টাকা না দিতে পারায়, লিটন সিকদার জোর করে এক একর বিশ শতাংশ জমি দখল করেন। এই চাপ সইতে না পারায় বাবুল মল্লিক বাড়ির পাশে আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলী মল্লিক, বোন সন্দা মল্লিক ও ছেলে তুর্য মল্লিক অভিযোগ করে বলেন, নবগ্রাম ইউনিয়নের আলীসাকান্দি গ্রামের লিটন সিকদারের কাছ থেকে বাবুল মল্লিক দুই বছর আগে পাঁচ হাজার টাকা সুদে আনেন। ওই সময় লিটন সাদা স্ট্যাম্পে সই দেন এবং পরবর্তীতে লিটন ওই স্ট্যাম্পে পাঁচ লাখ টাকা লিখে আমাদের কাছে টাকা চেয়ে চাপ সৃষ্টি করে।
আমরা ওই টাকা না দেয়ায় আমাদের এক একর বিশ শতাংশ জমি জোর করে বুধবার, ৭ ডিসেম্বর দখল করেন। এই চাপ সইতে না পারায় বাবুল মল্লিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আমরা এর ন্যায় বিচার দাবি করছি।
এলাকার বিশিষ্টজন মিহির হালদার বলেন, বাবুল একটি ভাল ছেলে, তার সঙ্গে এলাকায় কারো কোনোদিন বাকবিতণ্ডাও হয়নি। আমরা শুনেছি লিটনের কাছ থেকে পাঁচ হাজার টাকা সুদে নিয়েছে। সেখানে পাঁচ লাখ টাকা দাবি করে, ধানের জমি জোর করে দখল নেন সুদ ব্যবসায়ী লিটন।
আমাদের ধারণা, সেই চাপ সইতে না পারায় বাবুল আত্মহত্যা করতে পারেন।
অভিযুক্ত লিটন বলেন, আমি তার কাছে কোন টাকা সুদে লাগাইনি। তবে তার কিছু জমি চাষাবাদের জন্য আমার কাছে টাকার বিনিময় বন্দক রাখে।
এখন তার পরিবার, অপপ্রচার চালাচ্ছে যে, সুদের টাকার জন্য আমি জমি দখল করছি।
ডাসার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
মাদারীপুরে ২ শিশু পুড়ে মারা যাওয়ার ঘটনায় মা গ্রেপ্তার
মাদারীপুরে ছিটকিনি আটকানো অবস্থায় ঘরে পুড়ে মারা যাওয়া দুই শিশুর মাকে মঙ্গলবার বিকালে রাজধানীর কাকরাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলার সদর মডেল থানা পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, উপ-পরিদর্শক তন্ময় মণ্ডলের নেতৃত্বে একটি গোয়েন্দা দল পূর্ণিমাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: ছিটকিনি খুলতে না পেরে আগুনে পুড়ল ২ শিশু
সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে বন্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় শিশু দুইটি আগুনে পুড়ে মারা যায়। তাদের বয়স এক থেকে দুই বছর।
এর আগে সকালে মা পূর্ণিমা ও নানী ঘরের দরজায় তালা লাগিয়ে ঘর থেকে বেরিয়ে যান।
কেউ একজন ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে শিশুদের পোড়া লাশ দেখতে পান।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনার পরপরই পূর্ণিমা ও তার মা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এর আগে সোমবার শিশুদের চাচী রত্না রানী সদর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুরে ডুবে কিশোরগঞ্জে ২ শিশুর মৃত্যু
ছিটকিনি খুলতে না পেরে আগুনে পুড়ল ২ শিশু
মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন: ঢামেকে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু
নিহতদের বয়স আনুমানিক এক ও দুই বছর। ঘটনার পর থেকে শিশু দু’টির মা ও নানী পলাতক থাকায় শিশুদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ী ও দুই শিশুকে নিয়ে ভাড়া থাকতেন।
আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটতো।
কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি।
স্থানীয়রা জানায়, সকালে ওই মহিলা ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা।
ওসি আরও বলেন, আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাহির থেকে কোনো আগুন লাগেনি।
বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
আরও পড়ুন: গোয়ালন্দে আগুনে পুড়ে বৃদ্ধা ও শিশুর মৃত্যু
রাজধানীতে গায়ে আগুন দিয়ে রিকশাচালকের আত্মহত্যা!
মাদারীপুরে মাহিন্দ্রা উল্টে নিহত ৩
মাদারীপুরে জমি হালচাষ করার মাহিন্দ্রা উল্টে দুই ভাগ্নেসহ মামার মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝাউদি এলাকায় এ ঘটনা ঘটে
মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শিহাব চৌধুরী নিহতের ঘটনা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম(২২) এবং একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার(১০) ও জিহাদ হাওলাদার(৭)।
আরও পড়ুন: রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে নিহত ২
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে মামা জহিরুলের সঙ্গে মাহিদ্রায় চেপে জমি হালচাষ করতে দক্ষিণ মাদ্রা এলাকার জমিতে যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে মাহিদ্রাটি উল্টে পাশের খালে পড়ে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি।নিহতদের উদ্ধার করে সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শার্শায় ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২