মাদারীপুর
মাদারীপুরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত, আহত ২
মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে উপজেলার কুতুবপুর সাহেববাজার সংলগ্ন বাবু খার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিঠুন তালুকদার (২৩), হৃদয় ঢালী (২০), রমজান মিয়া (২৫) ও আলী খান ( ২২)। নিহত ৩ জনের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। মিঠুন তালুকদারের বাড়ি মাদারীপুরের কুতুবপুরের সাহেব বাজার এলাকায়।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, ‘মাদারীপুরের শিবচর উপজেলার সাহেববাজার সংলগ্ন বাবু খার ব্রিজ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় এই দুটি মোটরসাইকেলের সঙ্গে পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলেরও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয়। পরে রমজান ও আলী নামে আরও দুজনের মৃত্যু হয়।’
মাদারীপুরের এসপি মো. সাইফুজ্জামান আরও বলেন, ‘দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার লাশ নিয়ে গেছে।’
১৫ দিন আগে
মাদারীপুরে শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
মাদারীপুরে আধিপত্য বিস্তার ও শ্রমিক দলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
রবিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পুরান বাজার কাটপট্টি ব্রিজ সংলগ্ন নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল মুন্সি সদর উপজেলা শ্রমিক দলের নেতা ও মোফাজ্জল মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও শ্রমিক দলের নতুন কমিটি গঠন নিয়ে সংঘর্ষে শাকিল মুন্সি নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।
আরও পড়ুন: ঢাকার বিকল্প রাজধানী সম্ভব?
পরে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে বিএনপি শহরে একটি মিছিল বের করে।
মাদারীপুর পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘শাকিল মুন্সী নামে একজন খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’
২৩ দিন আগে
মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, নিহত ৩
মাদারীপুর সদর উপজেলায় বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ এ সময় দুজনকে আটকও করেছে।
নিহতরা হলেন— সাইফুল সরদার, তার চাচাতো ভাই অলিল সরদার ও পলাশ সরদার।
স্থানীয়রা জানান, মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান খানের সঙ্গে এলাকার সাইফুল সরদারের বিরোধ চলছিল। এর জেরে আজ (শনিবার) দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে ভুট্টাখেত থেকে মাথাবিহীন নারীর লাশ উদ্ধার
সংঘর্ষ চলাকালে সাইফুল ও তার চাচাতো ভাই অলিলকে অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ৮ জন গুরুতর আহত হন। তাদের মদ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে পলাশ সরদারের (১৭) মৃত্যু হয়।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।’
৩৯ দিন আগে
মাদারীপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত
মাদারীপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নয়ন ও লিমন নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পূর্ব সন্যাসীরচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— শিবচররের দ্বিতীয়খন্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের সাসিন্দা লিমন বেপারী ও একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার বাসিন্দা নয়ন। তারা দুজনই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
স্থানীয়রা জানান, গ্যারেজে কাজ শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন নয়ন ও লিমন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্যাসীরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত হন, আর নয়নকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে, পলাতক চালককে ধরতে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
৫৯ দিন আগে
মাদারীপুরে এক দিনে ৩টি লাশ উদ্ধার
মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মাদারীপুর শহরের স্বর্ণকারপট্টির যাদব ঘৃত ভাণ্ডারের কর্মচারী গৌতম ঘোষের কাছে তার বন্ধু সদর উপজেলার রঘুরামপুর গ্রামের তপন (২২) ধার দেওয়া ৫০০ টাকা চাইতে গিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তপন ছ্যান দা দিয়ে গৌতমের গলায় কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর হাসপাতালে নেওয়ার হলে তার মৃত্যু হয়।
নিহত গৌতম (২৩) সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের হারান ঘোষের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, পুলিশ অভিযুক্ত তপনকে গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, সদর উপজেলার চিড়াইপাড়া গ্রামের একটি আম গাছ থেকে শনিবার সকালে শিকলে বাঁধা অবস্থায় মিজান সরদার নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মিজান সরদার (৫০) সদর উপজেলার বণিকপাড়া গ্রামের মৃত্যু আবু আলি সরদারের ছেলে।
নিহতের বোন জানান, মিজান সরদার শুক্রবার রাতে পাশের গ্রামে ওয়াজ শোনার জন্য ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন। তারপর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ছাড়াও, রাজৈর থানা পুলিশ শনিবার সকালে নয়াকান্দি গ্রামের একটি রান্নাঘর থেকে মুখ বাঁধা অবস্থায় তিশা (১২) নামে এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে।
নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের অভিযোগ, তিশাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রাজৈর থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদারীপুর ও রাজৈর থানায় পৃথক মামলা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের লাশ উদ্ধার
১০৯ দিন আগে
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ৯
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাশঁগাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়।
নিহতরা হলেন মধ্যেরচর এলাকার মতিউর রহমান শিকদারের ছেলে আক্তার শিকদার (৪২), আক্তার শিকদারের ছেলে মারুফ শিকদার (২০) এবং খুনেরচর গ্রামের সিরাজুল চৌকিদার (৩৫)। আক্তার শিকদার বাঁশগাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। আর সিরাজুল পেশায় কৃষক ও দিনমজুর।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু
স্থানীয় ও পুলিশ জানায়, মধ্যেরচর এলাকায় ফকির ও শিকদার বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়েন আওয়ামী লীগ নেতা আক্তার শিকদার। শুক্রবার ভোরে শরীয়তপুরের নতুনবাজার এলাকা দিয়ে আক্তার শিকদার নিজের লোকজন নিয়ে মধ্যেরচর এলাকায় আসেন। এমন খবর পেয়ে এলাকায় মাইকিং করে স্থানীয় লোকজনকে জড়ো করেন জলিল ফকিরের লোকজন। পরে আক্তার ও জলিলের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। হাতবোমার আঘাতে ইউপি সদস্য আক্তার শিকদার ঘটনাস্থলেই নিহত হন। বোমায় গুরুতর আহত হন তার ছেলে মারুফ শিকদার (২০)। মারুফকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। আর সিরাজুল চৌকিদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. হুমায়ুন কবির বলেন,সংঘর্ষে এক পক্ষেরই ৩ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
১১০ দিন আগে
ভারতে পালিয়ে যাওয়ার সময় মাদারীপুরে আ.লীগ নেতা আটক
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে (৬৫) ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির এক খুদে বার্তায় বলা হয়, কুমিল্লার বিবি বাজারসংলগ্ন সীমান্ত এলাকা থেকে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্বর্ণের বার জব্দ, আটক ২
পরবর্তী জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ওই এলাকায় থাকার কথা স্বীকার করেছেন তিনি।
বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন: ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক
২১২ দিন আগে
বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন মাদারীপুরের অধিকাংশ এলাকা
বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুরের বেশির ভাগ এলাকা শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল নেটওয়ার্ক সুবিধা পাচ্ছে না অনেক এলাকা।
টানা প্রায় ৪২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান নেই বললেই চলে। এছাড়া জেলার সদর, শিবচর, কালকিনি, রাজৈর ও ডাসার উপজেলায় ভিন্ন ভিন্ন সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল থেকে বাতাস ও বৃষ্টি হলেও শুক্রবার রাত থেকে বিদ্যুতের মূল লাইনে বিভ্রাট দেখা দিয়েছে। কোথাও কোথাও শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ থাকলেও এর পর থেকে পুরো সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় জেলার স্কুল-কলেজে শিক্ষার্থী উপস্থিতি ছিল খুবই কম। হাট-বাজারে নেই ক্রেতার উপস্থিতি। সড়কে ছোট যানবাহনও প্রায় নেই বললেই চলে।
আরও পড়ুন: কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট
শিবচরের এক স্কুল শিক্ষক মো. আব্বাস আলী বলেন, ‘বৃষ্টির কারণে স্কুলে ছাত্র-ছাত্রীর উপস্থিতি খুবই কম। আর বিদ্যুৎ না থাকায় শনিবার থেকেই দুর্ভোগে আছি সবাই। মোবাইলে চার্জ প্রায় শূন্য হয়ে পড়েছে।’
পল্লি বিদ্যুতের শিবচর উপজেলা অফিস সূত্রে জানা গেছে, শনিবার থেকেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঝড়-বৃষ্টির জন্য মূল লাইনে সমস্যা। শনিবার থেকেই বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন করতে কাজ করে যাচ্ছে কর্মীরা।
পল্লি বিদ্যুতের জোনাল ম্যানেজার মো. জনাব আলী বলেন, ‘জেলা সদরে আংশিক বিদ্যুৎ রয়েছে। তবে অন্যান্য স্থানে বিদ্যুৎ নেই।’
মাদারীপুর পল্লি বিদ্যুতের কর্মকর্তা জনাব আলী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিয়েছে। আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’
আরও পড়ুন: ফেনীতে বন্যা: বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে ৩ লাখ মানুষ
তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বেড়েছে মানুষের দুর্ভোগ
২১৩ দিন আগে
মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২
মাদারীপুরে মালটানা মাহিন্দ্র গাড়ি উল্টে এনামুল হোসেন ও আরিফ শিকদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে চালক এনামুল হোসেন এবং মাদারীপুর সদররের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে ও চালকের সহযোগী আরিফ শিকদার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহযোগী আরিফকে সঙ্গে নিয়ে কাজের উদ্দেশ্যে গাড়ি বের করে সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক এনামুল ও তার সহযোগী আরিফের ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় দুই পথচারীও আহত হন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, মাহিন্দ্রা উল্টে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করার উদ্দেশ্যে রওয়ানা হলে এই দুর্ঘটনা ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে সিএনজি অটোরিকশার চাপায় কলেজছাত্রী নিহত
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ইউসুফের পরিবার শোকাহত
৩৫২ দিন আগে
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
মাদারীপুরে গ্রান্ডিং মেশিন দিয়ে নৌকা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শহিদুল মাতুব্বর নামে শ্রমিক মারা গেছেন।
রবিবার (৭ এপ্রিল) ১২টার দিকে উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে পরিবারের ৫ সদস্যের পর চলে গেল শিশু সোনিয়াও
নিহত শহিদুল মাতুব্বর একই গ্রামের মোসলেম মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রান্ডিং মেশিন দিয়ে নৌকা মেরামতের সময় মেশিনের একটি তার থেকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল।
ডাসার থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বলেন, বিদ্যুৎপৃষ্ট একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গরুকে গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
হাতি তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
৩৭৩ দিন আগে